খ্রীষ্টীয় পরিচর্যা

180/273

অনুমোদন

খ্রীষ্টের অনুসারীদের তাঁর সাদৃশ্যে কাজ করতে হবে। আমাদের ক্ষুধার্তদের খাওয়াতে, উলঙ্গদের পোশাক পরিধান করাতে, এবং যাতনাগ্রস্তও ক্লিষ্টদের সন্ত্বনা দিতে হবে। আমাদের হতাশাগ্রস্তদের পরিচর্যা এবং নিরাশদের মনে আশা জাগাতে হবে। এবং আমাাদের প্রতিও এই প্রশ্রিুতি পূর্ণ হবে,“তোমার ধার্মিকতা তোমার অগ্রগামী হইবে; সদাপ্রভুর প্রতাপ তোমার পশ্চাদ্বর্তী হইবে।” -- The Desire of Ages, 86,87. ChSBen 187.3

যারা এই খ্রীষ্টীয় সহায়তা কর্মে নিযুক্ত হয়েছেন তারা প্রভুর বাসনা অনুযায়ী কাজ করছেন, এবং তিনি তাদের পরিশ্রম গ্রাহ্য করেছেন। এই লাইনে যা যা করা হয়েছে তা এমন একটি কাজ যাকে প্রত্যেক সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট আন্তরিকভাবে সহানুভূতি জানাবেন এবং অনুমোদন করবেন এবং ভক্তিভরে ধরে রাখবেন। এই কাজে তাদের নিজস্ব সীমানার মধ্যে অবহেলা করা, এই বোঝা বহন করতে অস্বীকার করার ফলে মণ্ডলী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মণ্ডলী যথোচিতভাবে এই কাজের দায়িত্ব নিলে, তারা বহু আত্মার পরিত্রাণের মাধ্যম হতে পারত। -- Testimonies for the Church 6:295. ChSBen 188.1

তাঁর সমস্ত উপহার মানবমণ্ডলীর আশীর্বাদে, দুর্ভোগেী এবং অভাবীদের উপকারে ব্যবহৃত হবে। আমরা ক্ষুধার্তদের খাওয়াতে, নগ্নদের বস্ত্র পরিধান করাতে, বিধবা ও অনাথদের যত্ন নিতে, দুঃস্থ এবং পদদলিতদের সেবা করতে তৎপর হব। ঈশ্বর কদাপি চাননি যে জগতে ব্যাপক দুর্ভোগের অস্তিত্ব থাকুক। তিনি কখনই চাননি যে একজনের জীবরে বিলাসিতা প্রচুর পরিমাণে থাকবে, আর অন্যের সন্তানেরা রুটির জন্য হাহাকার করবে। কল্যাণকার্যে এবং মানবজাতির আশীর্বাদের জন্য জীবনের আসল প্রয়োজনীয়তা সর্বাধিকভাবে মেটানোর জন্য মানুষকে প্রাচুর্য দেওয়া হয়েছে। প্রভু বলেন,“তোমাদের যা আছে তা বিক্রি করে দান কর।” “বিতরণের জন্য প্রস্তুত এবং যোগাযোগ করতে ইচ্ছুক হও,” যখন তুমি ভোজ প্রস্তুত কর তখন দরিদ্র, পঙ্গু, খোঁড়া, এবং অন্ধদের ডেকে নাও,” “দুষ্টতার দলগুলি ছেড়ে দাও,““ভারী বোঝা বাতিল করো,““নিপীড়িতদের মুক্ত করো,““প্রত্যেক জোয়াল ভেঙে ফেল।”“তোমার খাদ্য ক্ষুধার্তদের দাও,“তোমার ঘরে বাইরে নিক্ষিপ্ত পরিজনদের ডেকে আনো।”“যখন তুমি উলঙ্গদের দেখ... তাকে আচ্ছাদিত করো।” পীড়িত আত্মকে তৃপ্ত করো।”“সমুদয় জগতে যাও এবং সৃষ্টির কাছে সুসমাচার প্রচার কর।” এগুলো প্রভুর আদেশ। দোষদুষ্ট খ্রীষ্টীয় মহান সংস্থা কি এই কাজটি করছে? -- Christ’s Object Lessons, 370,371. ChSBen 188.2

খ্রীষ্ট যে ফল আমাদের থেকে বাঞ্ছা করেন তা হল সৎ কার্যকলাপ; সদয় বাক্য, বদান্যতার কাজ, দরিদ্রদের, অভাবগ্রস্তদের, এবং ক্লিষ্টদের জন্য আন্তরিক পরিচর্যা। হৃদয় যখন হতাশা ও শোকাচ্ছন্ন হৃদয়ের প্রতি সহানুভূতি প্রকাশ করে, হাত যখন অভাবীদের হাঁত ধরে, উলঙ্গকে যখন বস্ত্র পরিহিত করা হয়, অপরিচিতকে যখন গৃহে এবং অন্তরে স্থান দেওয়া হয়, স্বর্গদূতগণ খুব কাছে এসে উপস্থিত হন এবং স্বর্গে উত্তেজক উত্তর পৌঁছে যায়। ন্যায়বিচার, করুণা এবং দানশীলতার প্রতিটি কাজ স্বর্গে সুর তৈরি করে। পিতা তাঁর দিব্য সিংহাসন থেকে এই দয়ার কাজ যারা করেন তাদের দেখেন এবং তাদেরকে তাঁর অমূল্য নিধিরূপে গণরা করেন।“আর তাহারা আমারই হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; আমার কার্য করিবার দিনে তাহারা আমার নিজস্ব হইবে।” অভাবী এবং দুর্ভোগীদের জন্য প্রতিটি কৃপার কাজ যীশুর উদ্দেশ্যে সাধিত বলে বিবেচিত হয়। আপনি যখন দুস্থদের সহায়তা করেন, দরিদ্র ও নিপীড়িতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং অনাথদের সঙ্গে বন্ধুত্ব করেন, আপনি তখন নিজেকে যীশুর অন্তরঙ্গ সম্পর্কে নিয়ে আসেন। -- Testimonies for the Church 2:25. ChSBen 188.3

অভাবগ্রস্ত, নিপীড়িত, দুঃস্থ, এবং নিরাশ্রয়দের মধ্যে সংগ্রহের কাজ, যে মূল্যবান কাজটি যারা এই সময়ের সত্য বিশ্বাস করেন তাদের প্রত্যেক মণ্ডলীর অনেকদিন আগে থেকেই করা উচিত ছিল। শারীরিক চাহিদা সরবরাহ, ক্ষুধার্তদের খাদ্যদান, দূরে ফেলা নিঃস্বদের আমাদের বাড়িতে ফিরিয়ে আনার মাধ্যমে আমরা সামারিটানের কোমল সহানুভূতি প্রদর্শন করতে পারি, ঈশ্বরের কাছ থেকে প্রতিদিন অনুগ্রহ ও শক্তি সংগ্রহ করে আমরা মানবিক দুঃখের অত্যন্ত গভীরে প্রবেশ করতে পারি এবং তাদের সাহায্য করতে পারি যারা সম্ভবত নিজেদের সাহায্য করতে পারে না। এই কাজ করা মধ্যে ক্রুশবিদ্ধ খ্রীষ্টকে তুলে ধরা আমাদের পক্ষে এক অনুকূল সুযোগ। -- Testimonies for the Church 6:276. ChSBen 189.1

অনেকে আশ্চর্যান্বিত হন কেন তাদের প্রার্থনাগুলি এত নিষ্প্রাণ, তাদের বিশ্বাস এত দুর্বল ও ঠুনকো, তাদের খ্রীষ্টীয় অভিজ্ঞতা এত অন্ধকার ও অনিশ্চিত। তারা বলেন, “আমরা কি উপবাস করি নাই এবং সর্বশক্তিমান প্রভুর সম্মুখে আপন আপন প্রাণকে দুঃখে দিই না?” যিশাইয় পুস্তকের আটান্নতম অধ্যায়ে খ্রীষ্ট দেখিয়েছেন কিভাবে এই পরিস্থিতি পরিবর্তন হতে পারে। . . .৬,৭ পদ। এই বিধি খ্রীষ্ট অজ্ঞানচিত্ত, সন্দিগ্ধ, কম্পিত আত্মার উদ্দেশ্যে নির্ধারিত করেছেন। যারা সদাপ্রভুর সামনে শোকার্তভাবে চলাফেরা করেন, তারা উঠুন এবং সাহায্যকামীদের সাহায্য করুন। -- Testimonies for the Church 6:266. ChSBen 189.2

পতিতদের উত্তোলন এবং পীড়িতদের সান্ত্বনার মধ্যে রয়েছে স্বর্গের মাহাত্ম্য। এবং খ্রীষ্ট যেখানেই মানবহৃদয়ে বাস করেন তিনি একইভাবে প্রকাশিত হবেন। এটি যেখানেই কার্যকর হবে, খ্রীষ্টের ধর্ম আশীর্বাদ করবে। যেখানেই এর কাজ সেখানেই উজ্জ্বলতা।-- Christ’s Object Lessons, 386. ChSBen 189.3

সারিফতের বিধবা এলিয়ের সঙ্গে একগ্রাস খাবার ভাগ করে নিয়েছিলেন; এবং বিনিময়ে তার ও তার সন্তানের জীবন সুরক্ষিত হয়েছিল। এবং যারা পরীক্ষা এবং অভাবের সময় আরও অভাবগ্রস্তকে সহানুভূতি ও সহায়তা দান করেন তাদের পক্ষে ঈশ্বরের মহান আশীর্বাদের প্রতিশ্রুতি আছে। তিনি পরিবর্তিত হন না। তাঁর শক্তি এলিয়ের দিনের চেয়ে এখন কোন অংশে কম নয়। -- Prophets and Kings, 131, 132. ChSBen 189.4

নিঃস্বার্থ পরিচর্যার প্রকাশিত খ্রীষ্টের প্রেম, তরোয়াল কিম্বা বিচারালয়ের চেয়ে অন্যায়কারীকে সংশোধনে বেশি কার্যকর। আইন-ভঙ্গকারী সন্ত্রাসীদের জন্য এগুলি প্রয়োজনীয়, কিন্তু প্রেমময় ধর্মপ্রচারক এর চেয়ে বেশি সাধন করতে পারেন। তিরস্কারের অধীনে যে হৃদয় কঠোর হয়ে যায়, খ্রীষ্টের প্রেমের অধীনে তা বিগলিত হবে। -- Ministry of Healing,106 ChSBen 189.5