খ্রীষ্টীয় পরিচর্যা
প্রাচীন ইস্রায়েলের ব্যর্থতা থেকে শিক্ষা
ইস্রায়েলীয়রা যখন কনান দেশে প্রবেশ করেছিলেন, সারা দেশের অধিকার নেওয়ার মাধ্যমে তারা ঈশ্বরের অভিপ্রায় সম্পূর্ণ করেনি। আংশিক বিজয় অর্জনের পরে, তারা তাদের বিজয়ের ফল উপভোগের জন্য থেমে যান। তাদের অবিশ্বাস এবং আরামপ্রিয়তায় তারা নতুন অঞ্চল দখলের পরিবর্তে ইতিমধ্যে বিজিত অংশগুলিতে জমায়েত হয়েছিলেন। এইভাবে তারা ঈশ্বরের সান্নিধ্য থেকে বিদায় নিতে শুরু করেন। তাঁর উদ্দেশ্য পূরণে ব্যর্থতার দ্বারা তারা তাদের প্রতি তাঁর আশীর্বাদের প্রতিশ্রুতি সার্থক করা অসম্ভব করে তুলেছিলেন। আজকের মণ্ডলী কি একই কাজ করছে না? সুসমাচারের প্রয়োজনে তাদের সামনে সারা বিশ্বসংসার, অথচ দীক্ষিত খ্রীষ্টানগণ সেইখানেই সন্নিবিষ্ট হয় যেখানে সুসমাচার থেকে ব্যক্তিগত সুযোগ উপভোগ করতে পারবেন। তারা পরিত্রাণের বার্তা বহির্ভুত অঞ্চলে পৌঁছানোর মাধ্যরে, নতুন অঞ্চল দখলের প্রয়োজনীয়তা অনুভব করেন না। তারা খ্রীষ্টের নিদের্শ পালন করতে অস্বীকৃত হন, “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর।” তারা কি যিহুদী মণ্ডলীর চেয়ে কম অপরাধী? -Testimonies for the Church 8:119. ChSBen 185.4