খ্রীষ্টীয় পরিচর্যা
অধ্যায় ১৬ — চার্চ সম্প্রসারণ আন্দোলন
দিব্য পরিকল্পনা
ঈশ্বরের সংকল্প এটা নয় যে তাঁর লোকেরা উপনিবেশ স্থাপন করবে, কিম্বা বৃহৎ সম্প্রদায়ে একত্রে বসবাস করবে। খ্রীষ্টের শিষ্যগণ জগতে তাঁর প্রতিনিধি,এবং ঈশ্বর পরিকল্পনা করেছেন যে তারা সমগ্র জগতে, শহরে, নগরে গ্রামগঞ্জে ছড়িয়ে থাকবেন, জগতের অন্ধকারে আলো হয়ে। -Testimonies for the Church 8:224 ChSBen 179.1
উপনিবেশ স্থাপনের পরিকল্পনা বা অল্প শক্তি বা প্রভাবসম্পন্ন অঞ্চল থেকে সরে গিয়ে একটা বিশেষ অঞ্চলে প্রভাবকে কেন্দ্রীভূত করার অর্থ ঈশ্বর যে স্থান আলোকিত করতে চান সেখান থেকে আলো অপসারণ করে ফেলা। -Testimonies for the Church 2;633. ChSBen 179.2
যদি খ্রীষ্টের মণ্ডলী আমাদের প্রভুর উদ্দেশ্য পূরণ করত, যারা অন্ধকারে এবং মৃত্যুচ্ছায়া এলাকায় বসবাস করে তাদের সকলের উপরে আলো বিচ্ছুরিত হত্ দায়িত্ব এবং ক্রুশবহন পরিহার করে একত্রে জোট বাধার পরিবর্তে যদি চার্চের সদস্যরা সমস্ত দেশে ছড়িয়ে থাকত, তাদের থেকে খ্রীষ্টের জ্যোতি বিকিরিত হতে দিত, এবং আত্মার মুক্তির জন্য তিনি যা সাধন করেছেন তা করত , তাহলে” রাজ্যের সুসমাচার দ্রুতগতিতে সারা বিশ্বে পৌছেঁ যেত। -Thoughts from the Mount for Blessing, 42,43. ChSBen 179.3
ভাই ও বোনেরা, মণ্ডলীগৃহ নিয়ে পড়ে থাকা কেন? হারানো মেষের দৃষ্টান্তকাহিনীটি অধ্যায়ন করুন এবং প্রকৃত মেষপালরূপে বেরিয়ে পড়ুন পাপের প্রান্তরে হারিয়ে যাওয়া মেষটির সন্ধানে । ধ্বংসশীলদের উদ্ধার করুন। -The Review and Herald, December 12,1893. ChSBen 179.4
আমাদের মণ্ডলীর স্থানীয় সদস্যরা যে কাজ সম্পন্ন করতে পারেন তা সবেমাত্র শুরু হয়েছে। নিছক পার্থিব সুবিধা লাভের আশায় কারও নতুন কারও নতুন জায়গায় যাওয়া উচিত নয়; কিন্তু যেখানে জীবিকা নির্বাহের সুযোগ রয়েছে, যেখানে যে পরিবারগুলোতে সত্যের ভিত্তি রয়েছে তাদের মধ্যে একস্থানে একটি বা দুটি পরিবার মিশনারি হিসাবে কাজ করবেন । তারা আত্মার জন্য ভালোবাসা অনুভব করবেন, তাদের জন্য শ্রমের দায়িত্ব স্বীকার করবেন, এবং কিভাবে তাদের সত্যের পথে আনা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করবেন। তারা আমাদের প্রকাশনাগুলি বিতরণ করতে পারেন, গৃহস্থের বাড়িতে সভা করতে পারেন,তাদের পড়শীদের সঙ্গে পরিচিত হতে পারেন এবং তাদের কে এই সকল সভায় আমন্ত্রণ জানাতে পারেন। এইভাবে তারা সৎকর্মে আলোকপাত করবেন। -Testimonies for the Church 8:245. ChSBen 179.5
যে সকল ভাইয়েরা তাদের অবস্থান পরিবর্তন করতে চান, যাদের প্রকাশ্য ঐশী গৌরব রয়েছে, এবং যারা অপরের কল্যাণ ব্যক্তিগত দায় মনে করেন, সেই সকল আত্না উপকার এবং উদ্ধারকল্পে তারা বদ্ধপরিকর যাদের জন্য খ্রীষ্ট তাঁর অমূল্য জীবনের পরোয়া করেন নি, তাদের উচিত এমন গ্রাম ও শহরে যাওয়া যেখানে সত্যের আলো তেমন পৌঁছায়নি, এবং সেখানে তারা প্রকৃত পরিচর্যা করতে পারবেন এবং তাদের পরিশ্রম ও অভিজ্ঞতার মাধ্যমে অন্যদের আর্শীবাদ দিতে পারবেন। মিশনারিরা শহর ও গ্রামে গিয়ে সত্যের মান বাড়াবেন, যাতে ঈশ্বর তাঁর সাক্ষীদের সারা দেশে ছড়িয়ে দিতে পারেন, যেন সত্যের আলো যেখানে পৌঁছায়নি সেখানে প্রবেশ করতে পারে এবং সত্যের মর্যদা সেখানে উত্থাপিত হয় যেথায় তা পরিচিতি পায়নি। -Testimonies for the Church 2:115. ChSBen 180.1
অপরের জন্য কাজে নিয়োজিত হওয়ার চাইতে অন্য কোন কিছুই আত্মত্যাগমূলক উৎসাহ জাগ্রত করবে না এবং চরিত্রকে ব্যাপক ও মজবুত করবে না। অনেক নামধারী খ্রীষ্টান, মাণ্ডলিক সম্পর্কের সন্ধানে কেবল নিজেদের কথাই ভাবেন। তারা মাণ্ডলিক সহভাগিতা এবং পালকীয় যত্ন উপভোগ করতে চান। তারা বৃহৎ এবং সমৃদ্ধশালী মণ্ডলীর সদস্য হন এবং অন্যদের জন্য কিছু না করেই সন্তুষ্ট হন। এইভাবে তারা সবচেয়ে সেরা আশীর্বাদ হারিয়ে ফেলেন। অনেকে তাদের আনন্দদায়ক এবং স্বাচ্ছন্দ্যময় সঙ্গ বলিদান করে প্রচুরভাবে উপকৃত হবেন। তাদের সেখানে যাওয়া প্রয়োজন যেখানে তাদের উদ্যম খ্রীষ্টীয় কার্যে নিয়োজিত হবে এবং তারা দায়িত্ব বহন করা শিখতে সক্ষম হবেন। -The Ministry of Healing,151. ChSBen 180.2
এমন হাজার হাজার প্রচারের জায়গা রয়েছে যেখানে সত্যের মান কদাপিও উত্থাপিত হয়নি, আমেরিকায় সত্যের ঘোষণা যেখানে কখনও শোনা যায়নি। এবং এমন হাজারো লোক রয়েছেন যারা শস্যক্ষেত্রে প্রবেশ করতে পারতেন, কিন্ত তারা এখন ধর্মীয়ভাবে নিষ্ক্রিয়, আর ফলত তারা স্বর্গের পথে পঙ্গু হয়ে গেছেন, তাদের দেখে খ্রীষ্টান কিনা সে বিষয়ে সন্দেহ হয়। তাদের প্রয়োজন যীশু খ্রীষ্টের সঙ্গে গুরুত্বপূর্ণ সমন্বয়। তখন তাদের সম্পর্কে বলা যেতে পারে, “তোমরা ঈশ্বরের সহকর্মী।” আমি অনেককে বলতে চাই আপনারা অপেক্ষা করছেন যেন কেউ এসে আপনাকে দ্রাক্ষাক্ষেত্রে নিয়ে গিয়ে কাজে নিযুক্ত করবেন, কিম্বা দ্রাক্ষাক্ষেত্রটাই আপনার সামনে এনে দেবেন, যাতে আপনাকে পরিশ্রমে অসুবিধায় পড়তে না হয়। আপনি বৃথা অপেক্ষা করবেন। আপনি যদি চোখ তুলে দেখেন, দেখবেন ফসল পক্ক হয়েছে, কাস্তে লাগানোর জন্য প্রস্তত, যেদিকে আপনি তাকাবেন কাছে দূরে সবত্রই কাজ দেখতে পাবেন। কিন্তু বিচারের সময় কতজন সম্পর্কে খ্রীষ্ট বলবেন, “উত্তম এবং বিশ্বস্ত দাস?” আমি চিন্তা করি স্বর্গদূতদের কিরকম অনুভূতি হবে যখন তারা দেখবেন শেষকাল এগিয়ে আসছে, এবং যারা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট যাকে তিনি পাঠিয়েছেন সেই সম্পর্কে জ্ঞান আছে বলে দাবি করেন, একসাথে আবদ্ধ হন, উপনিবেশ স্থাপন করেন, সভায় উপস্থিত হন, এবং নিজেদের উপকারের ক্ষেত্রে বেশি প্রচার না থাকলে অসন্তুষ্ট হন, আর যেখানে আক্ষরিকভাবে কিছুই করছেন না। ...যদি তাদের অস্থয়ী, আর্থিক সম্ভাবনাগুলি এমন অঞ্চলে পৌঁছানোর জন্য সমৃদ্ধ না হয় যেখানে সত্য প্রচার করা হয়নি, কিম্বা যেখানে আলোর আভাস পৌঁছেছে মাত্র, তাহলে তাদের উদ্ধারের জন্য যীশু যে কাজ করেছেন তারা কি তা করবেন না? -The General Conference Bulletin,1897, 131. ChSBen 180.3
আমরা সত্যকে বহন করার জন্য মিশনারি কাজের অতীব প্রয়োজন দেখতে পাই, কেবল বিদেশী দেশগুলিতে নয়, আমাদের নিকটস্থদের কাছেও। আমাদের নিকটবর্তী অনেক শহর ও গ্রামে আত্মা উদ্ধারের কোন প্রচেষ্টাই নেওয়া হয়নি। যে পরিবাগুলি বর্তমান সত্যটি অবগত আছেন তারা কেন এই সমস্ত শহর ও গ্রামে বসতি করেন না, সেখানে খ্রীষ্টের মানদণ্ড স্থাপন করতে, বিনীতভাবে কাজ করতে, তাদের নিজস্ব পথে নয়, বরং ঈশ্বরের পথে, এই বিষয়ে যাদের জ্ঞান নাই তাদের কাছে আলো নিয়ে আসতে? ChSBen 181.1
যখন মণ্ডলীর সত্যিকারের বার্তা প্রচারের উদ্যম থাকবে, তারা যাদের জন্য খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন তাদের উদ্ধারের জন্য সর্বশক্তি নিয়োজিত করবেন। তারা নিত্যনতুন ক্ষেত্রে প্রবেশ করবেন। যাদের ধর্মপ্রবক্তা হিসাবে নিয়োগ করা হয়নি তাদের কেউ কেউ ঈশ্বরের সহযোগী কর্মীরূপে চার্চ পরিদর্শন করবেন এবং যা অবশিষ্ট রয়েছে, এবং যা মরতে চলেছে তাদের প্রাণবন্ত করা চেষ্টা করবেন। এমন অবর প্রচারকর্মী থাকবেন যারা শহরে ও গ্রামগঞ্জে চলে যাবেন, এবং আপাতভাবে বাইরের জায়গাগুলিতে চলে যাবেন, যেন ঈশ্বর তাদের যে আলো দিয়েছেন তাতে অন্যদের আলোকিত করতে পারেন । যাদের সঙ্গে তারা মিলিত হবেন, তাদের মধ্যে অনেকে প্রতিশ্রুতিময় প্রজারূপে প্রতিভাত হবেন না, কিন্তু কেবল একটাই প্রশ্ন থাকবে, তারা কি খ্রীষ্টের সঙ্গে মিলিত হতে পারবেন? তারা কি তাঁর আত্মার অংশীদার হয়ে উঠবেন, যাতে তাদের প্রভাব, অনুশাসন ও দৃষ্টান্তে, সত্য এবং ধার্মিকতার রচয়িতার মাহাত্ম্য উপস্থাপন করতে পারেন? ChSBen 181.2
যেই জায়গাগুলোতে সত্য প্রচারিত হয়নি, সেখানে কর্মী ভাইয়েরা কোন হলঘর, কিম্বা সভার উপযুক্ত স্থান ভাড়া করতে পারেন আগতদের একত্রিত করতে। তারপর তারা সভাস্থদের সত্যে শিক্ষা দিন। তাদের উপদেশ দেওয়ার দরকার নেই, তবে বাইবেল গ্রহণ করুন এবং সরাসরি তাঁর বাক্যের মাধ্যমে কথা বলুন। যদি সেখানে অল্পসংখ্যক উপস্থিতি থাকে তবে কোন প্যারেড বা উত্তেজনা ছাড়াই তাদের পাঠ করতে পারেন, “সদাপ্রভু এই কথা বলেন,” কেবল সরল সুসমাচারের সত্য পাঠ করে ব্যাখ্যা করুন, এবং তাদের সঙ্গে গান ও প্রার্থনা করুন। -The Review and Herald, September 29,1891. ChSBen 181.3