খ্রীষ্টীয় পরিচর্যা
দেশে প্রচার বনাম বিদেশে প্রচার
স্বদেশে মিশনারি কাজ সব দিক থেকে উন্নত হবে যখন আরও উদার স্ব-অস্বীকারকারী, আত্মত্যাগমূলক মনোবাব বিদেশী মিশনের সমুদ্ধির জন্য প্রকাশ পাবে; কেননা দেশের কাজের সমৃদ্ধি অনেকটা ঈশ্বরের অধীনে, দুরবর্তী দেশগুলিতে প্রচারিত কাজের প্রতিফলিত প্রভারে উপর নির্ভরশীল। ঈশ্বরের লক্ষ্য পূরণের প্রয়োজনীয়তা মেটাতে সক্রিয়ভাবে কাজ করে আমরা সকল শক্তির উৎসের সংস্পর্শে নিজেদরে নিয়ে আসি। -Testimonies for the Church 6:27. ChSBen 171.3
জনৈক আমেরিকান ব্যবসায়ী ছিলেন একনিষ্ঠ খ্রীষ্টসেবক, তিনি তার এক সহকর্মীর সঙ্গে আলাপনের মধ্যে উল্লেখ করেন যে তিনি নিজে খ্রীষ্টের জন্য দিনে চব্বিশ ঘন্টা কাজ করেন। তিনি বলেছিলেন যে, ” আমার সমুদয় ব্যবসায়িক সম্পর্কে, আমি আমার প্রতিপালককে উপস্থাপন করার চেষ্টা করি। সুযোগ পেলেই আমি অন্যদের তাঁতে জয় করার প্রচেষ্টা চালাই। আমি সারা দিন খ্রীষ্টের জন্য কাজ করছি । এবং রাত্রে আমি যখনই ঘুমাই, আমার একজন লোক আছেন যিনি চীনদেশে প্রভুর প্রচার করেন।” ব্যাখ্যা দিতে তিনি আরও বলেন, “যৌবনকালে আমি স্থির করেছিলাম মিশনারি হয়ে পরদেশে যাব । কিন্তু আমার বাবার মৃত্যুর কারণে আমাকে পরিবারের ভরণপোষণের জন্য তার ব্যবসায়ের দায়িত্ব নিতে হয় । তাই স্বয়ং যাওয়ার পরিবর্তে , আমি একজন মিশনারির দায়িত্ব বহন করি। চীন প্রদেশের এক শহরে আমার কর্মীটি প্রচারকার্যে নিয়োজিত আছেন। আর সেই জন্যই যখন আমি ঘুমিয়ে পড়ি, আমার প্রতিনিধির মাধ্যমে তখনও আমি খ্রীষ্টের কাজ করতে থাকি। ” ChSBen 171.4
এইরকম কাজ করার জন্য কি কোন সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট নাই? ইতিমধ্যেই যারা সত্য অবগত হয়েছেন সেই মণ্ডলীতে পরিচর্যায় আবদ্ধ থাকার পরিবর্তে , চার্চের সদস্যগণ এই কর্মীদেরকে বলুনঃ” অন্ধকারে যে সমস্ত প্রাণ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের জন্য কাজ করতে যান। আমরা নিজেরাই মন্ডলীর কাজকে এগিয়ে নিয়ে যাব, আমরা সভা-সমাবেশ সচল রাখব এবং খ্রীষ্টের মধ্যে বাস করার মাধ্যমে আত্মিক জীবন বজায় রাখব। আমাদের সন্নিহিত আত্মাদের জন্য আমরা কাজ করব এবং বেশি অভাবগ্রস্ত ক্ষেত্রের জন্য আমরা আমাদের প্রার্থনা এবং উপহার পাঠাব।” -Testimonies for the Church 6:29,30 ChSBen 171.5