খ্রীষ্টীয় পরিচর্যা
কর্মীদের প্রতি উপদেশ
ফসল সংগ্রহ প্রচারাভিযানের জন্য প্রস্তুত কাগজপত্রের সঙ্গে যারা প্রচারে বিশেষ দায়িত্ব নিতে চলেছেন তাদের সকলকে আমি বলবঃ আপনার প্রচেষ্টায় পরিশ্রমী হোন; পবিত্র আত্মার তত্ত্ববধানে বসবাস করুন। আপনার খ্রীষ্টীয় অভিজ্ঞতা বর্ধিত করুন। যাদের বিশেষ অভিনিবেশ আছে, তারা উচ্চস্তানের পাশাপাশি জীবনের নিম্নস্থানে অবিশ্বাসীদের জন্য কাজ করুন। মুমূর্ষু আত্মাদের মরিয়াভাবে অন্বেষণ করুন। ওহ, হারিয়ে যাওয়া মানুষকে পুনরায় নিজের কামারে ফিরিয়ে আনার জন্য খ্রীষ্টর আকুল আকাঙ্ক্ষার কথা একবার ভাবুন! আত্মার তদারকি করুন কেননা তাদের জন্য হিসাব দিতে হবে। আপনার মণ্ডলী এবং আশপাশের মিশনারি কাজের মধ্যে আপনার আলো মানুষের উপর এমন স্পষ্ট রশ্মিতে উদ্ভাসিত হোক যে, কেউ যেন বিচারের কাঠগড়ায় দাড়িঁয়ে বলতে না পারেন, ” আপনি কেন সত্যের বিষয়ে আমাকে বলেন নি? কেন আপনি আমার প্রাণের যত্ন নিলেন না? ” তাহলে আসুন আমরা আমাদের বিশ্বাসে যারা বিশ্বাসী নয় তাদের জন্য সযত্নে প্রচারপত্র বিতরণে তৎপর হই। অবিশ্বাসীদের মনোযোগ আকৃষ্ট করার জন্য প্রতিটি সুযোগকে আমাদের যথাসাধ্য কাজে লাগাতে ঘোষণার জন্য নিজেদের উৎসর্গ করি,” তোমরা প্রান্তরে সদাপ্রভুর পথ প্রস্তুত কর, মরুভূমিতে আমাদের ঈশ্বরের জন্য রাজপথ সরল কর।” -Manuscript 2, ‘‘ Consecrated Efforts to Reach Unbelievers,’’ June 5,1914 ChSBen 170.1