খ্রীষ্টীয় পরিচর্যা
ঐশ্বরিক সুরক্ষা
তবে সংঘর্ষ নিরবচ্ছিন্ন হলেও কাউকে একা সংগ্রাম করতে হবে না। ঈশ্বরের সম্মুখে যারা বিনীতভাবে চলাফেরা করেন তাদের স্বর্গদূতগণ সাহায্য ও সুরক্ষা দেবেন। যিনি প্রভুতে বিশ্বাস রাখেন আমাদের প্রভু তার বিশ্বাস ভাঙবেন না। মন্দ থেকে রক্ষা পেতে তাঁর সন্তানগণ যতই তাঁর নিকটবর্তী হন, মমতা ও ভালবাসায় তিনি তাদের জন্য শত্রুর বিরুদ্ধে একটি আদর্শ উত্থাপন করেন। ওদের স্পর্শ করো না, তিনি বলেন; কেননা ওরা আমার। আমি আমার হাতের তালুতে তাদের খোদাই করেছি।- Prophets and Kings, 571. ChSBen 166.3
যারা সৎকর্মের জন্য দুঃখভোগ করেন তাদের কাছে স্বর্গ খুর সন্নিকট। খ্রীষ্ট তাঁর বিশ্বস্ত লোকদের স্বার্থের সঙ্গে তাঁর আগ্রহগুলি চিহ্নিত করেন; তিনি তাঁর সন্তদের দেহে কষ্টভোগ করেন; এবং যে তাঁর মনোনীত লোকদের স্পর্শ করে, তাকেঁই স্পর্শ করে। শারীরিক ক্ষতি বা দুর্দশা থেকে রক্ষা করতে যে শক্তিটি কাছাকাছি রয়েছে তা বৃহত্তর মন্দ থেকেও রক্ষা করার কাছাকাছি , যা ঈশ্বরের দাসগণের পক্ষে সমস্ত পরিস্তিতিতে তাদের সংহতি বজায় রাখা সম্ভব করে তোলে। -Prophets and Kings, 545. ChSBen 167.1
অনেক সময় ঈশ্বরে তাঁর মণ্ডলীয় দুরবস্থা এবং তার শত্রুতা দেওয়া আঘাতের কথা ভুলে গেছেন বলে মনে হয়। কিন্তু ঈশ্বর ভুলে যাননি। জগতের কিছুই ঈশ্বরের কাছে মণ্ডলীর তুল্য প্রিয় নাই তাঁর ইচ্ছা নয় যে পার্থিব নীতি মন্ডলীর আদর্শকে কলুষিত করবে। তিনিই তাঁর প্রজাদের শয়তানের প্রলোভনে পরাভূত হতে ছেড়ে দেননি। যারা তাঁকে ভ্রান্তভাবে উপস্থাপন করে তিনি তাদের শাস্তি দেবেন, কিন্তু যারা আন্তরিকভাবে অনুশোচনা করবেন তাদের সকলের প্রতি তিনি দয়াবান হবেন। -Prophets and Kings, 590. ChSBen 167.2