খ্রীষ্টীয় পরিচর্যা

154/273

অত্যাচার অপরিহার্য

যখন তারা উৎপীড়িত হয়ে ছিন্নভিন্ন হয়েছিলেন,তারা অগ্রসর হয়েছিলেন মিশনারি উদ্যম নিয়ে। তারা তাদের মিশনের দায়িত্ব অনুভব করেছিলেন।তারা জানতেন যে দুর্ভিক্ষময় জগতের জন্য তাদের হাতে আছে প্রাণের রুটি; এবং তারা খ্রীষ্টের প্রেমে জারিত হয়ে বুভুক্ষু সকলের জন্য সেই রুটি অনুপ্রেরিত হয়েছিলেন। -The Acts of the Apostles 106. ChSBen 160.1

ঈশ্বর চান যেন সত্যকে পরীক্ষার মাধ্যমে সামনে আনা হয় এবং তা পরীক্ষণ ও আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে, এমন কি এর উপরে আরোপিত আপবাদের মাধ্যমে হলেও জনগণের মনকে অবশ্যই আন্দোলিত করতে হবে। প্রতিটি বিতর্ক, প্রতিটি নিন্দা, প্রতিটি অপবাদ, ত্যাথানুসন্ধান এবং জাগ্রত করার ঐশী মাধ্যম হবে, নতুবা তা ঘুমিয়ে পড়বে। -Testimoies for the Church 5:553. ChSBen 160.2