খ্রীষ্টীয় পরিচর্যা
প্রতি খন্ডের ঐশ্বর্য
কয়েকটি রুটি ও মাছ দিয়ে বিপুল জনতাকে খাওয়ানোর অলৌকিক ঘটনায়, খ্রীষ্টের হাত থেকে ভোজনকারীদের কাছে পৌঁছানোর মধ্যে খাদ্য প্রচুরভাবে বৃদ্ধি পায়। আমাদের সাহিত্য বিতরণের ক্ষেত্রেও যেন এমনটা ঘটে। ঈশ্বরের সত্য হস্তান্তরের সঙ্গে সঙ্গে বহুগুণ হয়ে যাবে। এবং শিষ্য হিসেবে খ্রীষ্টের নির্দেশে, তারা যেমন টুকরোগুলি সংগ্রহ করেছিলেন যাতে কিছুই নষ্ট না হয়, তদ্রূপ আমাদের এই সময়ের সত্য সম্বলিত সাহিত্যের প্রতিটি খন্ডকে মর্যাদা দিতে হবে। তৃতীয় স্বর্গদূতের বার্তার সত্য সম্বলিত একটা ছেড়া পাতা সত্যান্বেষীর হৃদয়ে যে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে তা কেউ অনুমান করতে পারে না। -The Southern Watchman, January 5,1904. ChSBen 154.2