যুবক যুবতিদের প্রতি বার্তা

214/514

আত্মা লাভের জন্য দায়িত্ব-৫৯

যুবক-যুবতিদের উপরে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত রয়েছে। ক্রমবর্ধমান জ্যোতি এবং জ্ঞানের এই যুগে বসবাসকারী যুবক-যুবতিদের কাছে ঈশ্বর অনেক প্রত্যাশা করেন। তিনি তাদের মনের ভ্রান্তি এবং কুসংস্কার দূর করে তাদের ব্যবহার করতে চান যা অনেকের মনকে মেঘাচ্ছন্ন করে ফেলে। তাদেরকে তাদের জ্ঞানের ক্ষুদ্র কণার অভিজ্ঞতা একত্র করে নিয়ন্ত্রণ করতে হবে। ঈশ্বর তাদেরকে যে সুযােগ সুবিধা দিয়েছেন তার জন্য তাদের দায়ী করবেন। তাদের একান্ত প্রচেষ্টার লক্ষ্যে তাদের সামনে যে কাজ অপেক্ষা করছে তা যেন তারা সময়ের দাবী অনুসারে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। MYPBen 191.1

যদি যুবক-যুবতিগণ মন এবং হৃদয় প্রভুর সেবায় উৎসর্গ করে তবে তারা দক্ষতা এবং কার্যকারীতার এক উচ্চমানে পৌছতে পারে। প্রভু প্রত্যাশা করেন যেন যুবকগণ এই মানে পৌছতে পারে। এর চেয়ে কম সম্পাদন করার অর্থ ঈশ্বর প্রদত্ত সুযােগের সর্বাত্মক ব্যবহার করতে অস্বীকার করা। এটি ঈশ্বরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করার মত- মানবতার মঙ্গলার্থে কাজের একটি ব্যর্থতা। MYPBen 191.2

প্রিয় যুবক-যুবতিগণ, ঈশ্বরের বাক্য পরিচালনা দানকারী হিসেবে কতটা গুরুত্বপূর্ণ তা অন্যদের জানানাের জন্য, অন্যদের আজ্ঞা পালন করার। জন্য তােমরা কি করছ? তােমরা কি ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্যতার মাধ্যমেই পরিত্রাণ পাওয়া যাবে - এই নীতিবাক্য ঘােষণা করছ ও এর আদর্শ হয়েছ? তােমাদের যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী যদি তােমরা কাজ কর তাহলে তােমরা অন্যদের জন্য আশীর্বাদ স্বরূপ হবে। তােমরা যদি তােমাদের সামর্থ্যের সর্বোচ্চ পরিশ্রম কর তাহলে তােমাদের সামনে সুযােগের নতুন নতুন দ্বার খুলে যাবে। - The Youth’s Instructor, January 1, 1907. MYPBen 191.3