যুবক যুবতিদের প্রতি বার্তা
যুবক-যুবতিগণ শ্রমজীবি হবার জন্য আহুত- ৫৮
বহু সংখ্যক খ্ৰীষ্টিয়ান যুবক-যুবতি রয়েছে তারা যদি মহান শিক্ষক খ্রীষ্টের স্কুল থেকে শিক্ষা লাভ করে তাহলে তারা মঙ্গলজনক কাজ করতে পারে। পুরােহিতগণ, প্রচারকগণ, এবং শিক্ষকগণ যদিও হারানােদের অন্বেষণে অবহেলা করে, কোনাে শিশু এবং যুবক-যুবতি যেন বাক্যের কার্যকারী হতে অবহেলা না করে।...] MYPBen 189.1
তরুণ-তরুণি এবং শিশুরা যীশুর নামে কাজে বেরিয়ে পড়ুক। তারা একসঙ্গে কাজের জন্য কোনাে না কোনাে পরিকল্পনায় যুক্ত হােক। তােমরা কি একটি কর্মীদল গঠন করতে পার না, এবং একত্রে প্রার্থনার সময় ঠিক করতে প্রভুর কাছে অনুগ্রহ যা করতে পার না, এবং একসঙ্গে কাজে লেগে যেতে পার না? যারা ঈশ্বরকে প্রেম করে ও ভয় করে, এবং যাদের ঈশ্বরের পক্ষে কাজের অভিজ্ঞতা রয়েছে, তােমরা তাদের পরামর্শ গ্রহণ কর যেন ঈশ্বরের আত্মার পরিচালনায় তােমরা পরিকল্পনা করতে পার এবং এমন পদ্ধতি অবলম্বন করতে পার যার মাধ্যমে তােমরা ঐকান্তিকতার সহিত নিশ্চিৎ কোনাে ফলাফলের জন্য কাজ করতে পার। ঈশ্বর তাদের সাহায্য করবেন যারা তাদের ঈশ্বর দত্ত দক্ষতা তাঁর নামের গৌরবের জন্য ব্যবহার করবে। আমাদের তরুণ তরুণিগণ যারা সত্য বিশ্বাস করে, তারা কি জীবন্ত মিশনারি হবে? ... MYPBen 189.2