যুবক যুবতিদের প্রতি বার্তা

125/514

জেগে থাক এবং প্রার্থনা কর

প্রিয় যুবক-যুবতিরা, দিনের আরম্ভেই একান্ত ভাবে যীশুর কাছে প্রার্থনা করতে অবহেলা কর না; তিনি তােমাকে শক্তি এবং অনুগ্রহ দান করবেন যেন শত্রু যে কোনাে আকারে আসুক না কেন তুমি শত্রুর প্রলােভন দমন করতে পার। আর যদি তুমি সর্বান্তঃকরণে প্রার্থনা কর, বিশ্বাস এবং আত্মায় অনুতাপ ও অনুশােচনায় প্রার্থনা কর, প্রভু তােমার প্রার্থনা শুনবেন। কিন্তু তােমাকে জেগে থাকতে এবং প্রার্থনা করতে হবে। যীশু বলেছেন: “যাচা কর, তােমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর পাইবে; দ্বারে আঘাত কর, তাহা খুলিয়া দেয়া যাইবে, কেননা যে কেহ যাচঞা কর সে পায়; আর যে কেহ অন্বেষণ করে সে পায়, যে দ্বারে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। তােমাদের মধ্যে এমন লােক কে যে, আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিম্বা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? অতএব তােমরা মন্দ হইয়াও যদি তােমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জান, তবে ইহা কত অধিক নিশ্চয় যে, তােমাদের স্বর্গস্থ পিতা, যাহারা তাহার কাছে যাচঞা করে, তাহাদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন।” MYPBen 116.2

ছােট ছেলে-মেয়েরা ও যুবক-যুবতিরা তাদের বােঝা এবং জটিল সমস্যা নিয়ে যীশুর কাছে আসত, আর তারা জানত যে, তিনি তাদের আবেদনের প্রতি সম্মান প্রদর্শন করবেন, এবং তাদের প্রয়ােজনীয় বস্তু দান করবেন। আন্তরিক হও; দৃঢ় প্রতিজ্ঞ হও। ঈশ্বরের প্রতিজ্ঞা উপস্থাপন কর; এবং পরে নিঃসন্দেহে বিশ্বাস কর । প্রভু তােমাকে উত্তর দেবেন, তার পূর্বে তুমি কোনাে নির্দিষ্ট উপায়ের চিন্তা কর না। তুমি যা চেয়েছ তা পাবে- সে বিশ্বাস না করে অন্য কোনাে কিছু ঠিক করাে না। কিন্তু তার বাক্যে বিশ্বাস কর, এবং পূর্ণ বিশ্বাসে সমস্ত ব্যাপার প্রভুর হাতে ছেড়ে দেও, যে তােমার প্রার্থনা সমাদৃত হবে এবং উত্তর একই সময় এবং একই উপায়ে আসবে, তােমার স্বর্গ পিতা তােমার মঙ্গল বিন্তা করেন, তােমার প্রার্থনার বিষয়ে নিশ্চিন্ত থাক। নম্রভাবে গমনাগমন কর এবং সম্মুখে অগ্রসর হও। MYPBen 117.1

“কেননা সদাপ্রভু ঈশ্বর সূর্য এবং ঢাল: সদাপ্রভু অনুগ্রহ প্রতাপ প্রদান করেন; যাহারা সিদ্ধতায় চলে, তিনি তাহাদের মঙ্গল করিতে অস্বীকার করিবেন ।” গীত ৮৪:১১। MYPBen 117.2

“হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় কর, কেননা তাহার ভয়কারীদের অভাব হয় না। যুবসিংহের অনটন ও ক্ষুধার ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাহাদের কোন মঙ্গলের অভাব হয় না।” গীত ৩৪:৯, ১০। MYPBen 117.3

“তুমি হিংসা হইতে তােমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তােমার ওষ্ঠকে সাবধানে রাখ। মন্দ হইতে দূরে যাও, যাহা ভাল তাহাই কর; শান্তির অন্বেষণ ও অনুধাবন কর। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাদের আর্তনাদের প্রতি কর্ণ আছে। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহার স্মরণ উচ্ছেদ করিবেন। (ধার্মিকেরা) ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সঙ্কট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন।” গীত ৩৪:১৩১৮। MYPBen 117.4

এখানে বহুমূল্য এবং প্রচুর শর্তের উপর প্রতিজ্ঞাসমূহ রয়েছে যে, তুমি মন্দ কাজ থেকে বিরত থাক এবং সৎ কাজ শিক্ষা কর। অতঃপর তােমাদের জীবনের লক্ষ্য উচ্চে রাখ, যেমন যােষেফ, দানিয়েল এবং মােশি রেখেছিলেন; সময়ের জন্য অনন্ত জীবনের জন্য গঠন কর, চরিত্র গঠনের মূল্য বিবেচনা কর। MYPBen 118.1

আমরা দুর্বল এবং অজ্ঞান, কিন্তু ঈশ্বর বলেছেন: “যদি তােমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচঞা করুক, তিনি সকলকে অকাতরে দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে।” যাকোব ১:৫। পূর্ণাঙ্গ হতে চেষ্টা কর, কখনও ঈশ্বরকে ছেড়ে যেও না, তার সেবায় রত থাক, তাতে তুমি মেষশাবকের রক্তের মাধ্যমে বিজয়ী হবে। MYPBen 118.2