যুবক যুবতিদের প্রতি বার্তা

121/514

৪র্থ খণ্ড - আলােতে গমনাগমন।

ত্রাণকর্তা তার রক্তে কৃত ব্যক্তির উপরে নীচু হয়ে অবর্ণনীয় করুণা এবং সমবেদনা সহ বললেন, “তুমি কি সুস্থ হতে চাও?” তিনি তােমাকে আদেশ করলেন, শক্তির লাভ কর এবং সুস্থ হও। তুমি সুস্থ হয়েছ, এটি বােঝার জন্য দেরী কর না। ত্রাণকর্তার বাক্যে বিশ্বাস কর। তােমার ইচছা খ্রীষ্টের বাক্যে রাখ। তাঁর সেবা করার ইচ্ছায়, এবং তার বাক্য অনুসারে কাজ করার জন্য তুমি শক্তি লাভ করবে । যে কোনাে মন্দ আচরণ হােক না কেন, চরম দুঃখ ভােগ যা দীর্ঘ সময়ে আত্মা ও শরীরকে জড়িয়ে। রাখে, তা থেকে খ্রীষ্ট তােমাকে মুক্তি দিতে সমর্থ এবং তা করতে চান। যে “অনধিকার চর্চায় মৃত” তিনি সেই আত্মাকে জীবন দিতে চান। তিনি আত্মাকে জীবনের অংশীদার করতে চান। তিনিদুর্বলতা, দুর্ভাগ্যে এবং পাপের শৃঙ্খলে বন্দিকে মুক্তি cacoal
-“ Misnistry of Healing ”, p. 84, 85.
MYPBen 114.1