যুবক যুবতিদের প্রতি বার্তা
চিন্তারাশি বশে রাখা
তােমাকে শয়তানের জাদুমুগ্ধ ভূমি থেকে দূরে রাখতে হবে, এবং শয়তানের বশ্যতা থেকে তােমার মনকে নিয়ন্ত্রণে রেখে ঈশ্বরের বাধ্য থাকতে হবে। খ্রীষ্টের মাধ্যমে তােমার সুখি থাকতে হবে এবং তুমি তা পার, আর আত্ম-নিয়ন্ত্রণ অভ্যাস করতে হবে। এমন কি তােমার চিন্তা রাশিকে ঈশ্বরের ইচ্ছার বশে রাখতে হবে, এবং তােমার অনুভূতি সমূহকে সঙ্গত কারণ এবং ধর্মের বশে রাখতে হবে। তােমার কল্পনা তােমাকে আইন বিরুদ্ধ আচরণ করতে এবং তােমার নিজের ইচ্ছামত কোনাে প্রচেষ্টা অথবা শৃঙ্খলা বিহীন। চলতে দেয়া হয়নি। যদি চিন্তারাশি ভুল হয়, অনুভূতি ভুল হবে; এবং চিন্তারাশি এবং অনুভূতি একত্রে নৈতিক চরিত্র গঠন করে। যখন তুমি স্থির কর যে, খ্ৰীষ্টিয়ান হিসাবে তােমাকে তােমার চিন্তারাশি এবং অনুভূতিকে বশীভূত রাখতে হবে না, তাহলে তুমি মন্দ দূতগণের প্রভাবে এবং তাদের উপস্থিতি এবং তাদের নিয়ন্ত্রণে আহুত। যদি তুমি তােমার ধারণা বা বিশ্বাসের প্রতি আত্ম-সমর্পণ কর, এবং তােমার চিন্তারাশিকে একটি অবিশ্বাস, সন্দেহ এবং বিরক্তির প্রণালীতে নির্গত হতে দেও, তবে তােমার জীবন ব্যর্থ বলে প্রমাণ। করবে। -“ Testimonies for the Church, vol 5, p. 310. MYPBen 86.1