যুবক যুবতিদের প্রতি বার্তা

389/514

চরিত্র গঠনের উপাদান—১১৭

আমাদের ছেলেমেয়েদের এবং যুবক-যুবতিদের প্রশিক্ষিত হতে হবে যেন তারা তাদের কথা ও কাজগুলাে পাহারা দিতে শেখে আর এটি খুবই গুরুত্বপূর্ণ; কারণ তাদের কথা ও কাজের কারণে শুধু তাদের নিজ গৃহ নয় বরং যারাই তাদের সংস্পর্শে আসবে তারা হয় আলােকিত হবে নয় অন্ধকারে পতিত হবে। তবে যুবক-যুবতিদের মাঝে সমস্ত প্রকার মন্দতা পরিলক্ষিত হওয়া থেকে বিরত হওয়ার পূর্বে এবং সতর্ক ও চিন্তাশীল হওয়া পূর্বে তাদের অবশ্যই প্রজ্ঞা ও শক্তির অধিকারী হতে হবে যা উপর থেকে আসে যা একমাত্র যীশু দিয়ে থাকেন। ... । MYPBen 337.1