যুবক যুবতিদের প্রতি বার্তা

299/514

সুপ্রতিষ্ঠিত প্রত্যাশা—৮৭

তুমি কিভাবে জানবে যে, ঈশ্বর তােমাকে গ্রহণ করেছেন? প্রার্থনা সহকারে তার বাক্য অধ্যয়ন কর। এটিকে অন্য বইয়ের পার্শ্বে রেখে দিও না। এই পুস্তকখানি পাপকে পরাভূত করে। এটি পরিষ্কার ভাবে পরিত্রাণের উপায় প্রকাশ করে। এটি একটি উজ্জ্বল এবং গৌরবময় পুরস্কার প্রকাশ করে। এটি তােমার কাছে একজন সম্পূর্ণ ত্রাণকর্তাকে প্রকাশ করে, এবং তােমাকে শিক্ষা দেয় যে, তার একমাত্র অসীম অনুগ্রহের মাধ্যমে পরিত্রাণ প্রত্যাশা করতে পার। MYPBen 260.1

গােপন প্রার্থনা অবহেলা করবে না, কারণ এটি ধর্মের জীবন । ঐকান্তিক, দৃঢ় প্রার্থনা আত্মার পবিত্রতার জন্য আবেদন কর। এমন একান্ত, আগ্রহ সহকারে তােমার নৈতিক জীবনের জন্য আবেদন কর, মনে কর তুমি মারাত্মক বিপদগ্রস্ত। যাবৎ না তােমার মধ্যে পরিত্রাণের একান্তবাসনা জন্ম। গ্রহণ করে, এবং ক্ষমা প্রাপ্ত পাপের প্রীতিকর প্রমাণ পাওয়া যায় ততক্ষণ ঈশ্বরের কাছে থাক। MYPBen 260.2

অনন্ত জীবনের প্রত্যাশা অসাবধান ভিত্তির উপরে পাওয়া যাবে না। এটি ঈশ্বর এবং তােমার নিজের আত্মার মধ্যে স্থিরিকৃত হতে হবে। অনন্ত কালের জন্য স্থিরিকৃত। একটি অনুমিত প্রত্যাশা, এবং অধিক কিছুই নয়, তােমার ধ্বংস স্থিরিকৃত হবে। যেহেতু তােমাকে হয় ঈশ্বরের বাক্য দ্বারা দাঁড়াতে অথবা পতিত হতে হবে, এটি ঐ বাক্যের কাছে তােমার ব্যাপারে সাক্ষ্যের জন্য তােমাকে দৃষ্টিপাত করতে হবে। তুমি দেখতে পারবে একজন। খ্রীষ্টিয়ান হতে কি আবশ্যক। তুমি বিজয় লাভ না করা পর্যন্ত এবং তােমার মুক্তিকর্তায় বিজয়ী না হওয়া পর্যন্ত তােমার যুদ্ধাস্ত্র রেখে দেবে না অথবা যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবে না।-“ Testimonies for the Church Vol-1. pp-163, 164. MYPBen 260.3