যুবক যুবতিদের প্রতি বার্তা
মহত্তের পরিচয়চিহ্ন —— ৭৬
তিন বছর ব্যাপি প্রশিক্ষণ কালে দানিয়েল ও তার সহযােগীরা তাদের মিতাচারী অভ্যাস, ঈশ্বরের প্রতি তাদের আনুগত্যতা ও তাঁর শক্তির উপর নির্ভর করার বিষয়গুলাে অবিরত চালিয়ে গেল। আর রাজ্যের সেবাদানার্থে তাদের সামর্থ ও গুণগুলাে যখন রাজা কর্তৃক পরীক্ষা নেবার সময় এল তখন অন্য লােকদের সঙ্গে তাদেরও পরীক্ষা করা হল। আর “তাহাদের মধ্যে দানিয়েল, হনানিয়, মীশায়েল ও অসরিয়, এই কয়েক জনের সমকক্ষ কাহাকেও দেখিতে পাওয়া গেল না।” তাদের তীক্ষ উপলব্ধি বােধ, তাদের মনােনয়ন এবং উপযুক্ত ভাষা, তাদের বিস্তৃত জ্ঞান, তাদের বলিষ্ঠ মানসিক ক্ষমতা ও অক্ষত শক্তি প্রমাণিত হয়েছিল। আর সেই কারণে তারা রাজার সম্মুখে দাঁড়াতে পেরেছিল। “আর জ্ঞান ও বুদ্ধি-সংক্রান্ত যে কোন কথা রাজা তাঁহাদিগকে জিজ্ঞাসা করিলেন, তদ্বিষয়ে তাঁহার সমগ্র রাজ্যস্থ সমুদয় মন্ত্রবেত্তা ও গণক হইতে তাঁহাদিগকে দশগুণ অধিক বিজ্ঞ দেখিতে পাইলেন।” MYPBen 233.1
ঈশ্বর সত্যকে সব সময় সম্মান করেন। মহান রাজা কর্তৃক বশীভূত সব রাজ্য থেকে সর্বাধিক সম্ভাবনাময় যুবকদের ধরে এনে বাবিলে জড় করা হয়েছিল, তথাপি তাদের মধ্যে ইব্রীয় যুবকরা ছিল অপ্রতিদ্বন্দ্বী। দৃঢ়, নমনীয় ও সতর্ক পদক্ষেপ, প্রসন্ন মনােভাব, উজ্জ্বল অনুভূতি, নিষ্কলঙ্ক জীবন, —এগুলােই হল মহত্বের পরিচয়সূচক যার মাধ্যমে প্রকৃতিও তাদের সম্মান করে বিশেষ করে যারা তার নিয়মগুলাের প্রতি বাধ্য হয়। MYPBen 233.2