সুষম শিক্ষা

3/67

ভূমিকা

শিক্ষা সংক্রান্ত লেখকের কালজয়ী সংজ্ঞা এ-লেখনীতে পাওয়া যায়: “প্রকৃত শিক্ষার অর্থ, সুনির্দিষ্ট একটি পাঠ্যক্রম অনুসরণ করার চেয়ে বেশী কিছু। জীবনের জন্য প্রস্তুতি করা অপেক্ষাও শিক্ষার তাৎপর্য অনেক বেশী। এর অর্থ শারীরিক, মানসিক, ও আধ্যাত্মিক শক্তির সমন্বয়পূর্ণ বিকাশ লাভ।” এই উক্তিটি করেছেন ঈলেন জি হােয়াইট, তার Education নামক ইংরেজী ভাষায় লেখা বই-এ। আরেকটি যুগান্তকারী উক্তি তিনি এ-বইএ করেছেন যা সবার কাছে সমাদৃত, তা হচ্ছে: “প্রথিবীর সর্বশ্রেষ্ঠ চাহিদা সেই মানুষের যাদের বেচা-কেনা যায় না, যারা অন্তরাত্মায় সৎ ও সিদ্ধ, যারা পাপকে পাপ বলতে ভয় পায় না, যার বিবেক ধ্রুব তারা। নির্দেশক কম্পাসের কাটার ন্যায় কর্তব্যে বিশ্বস্ত, যারা আকাশমণ্ডল ভেঙ্গে পড়লেও সত্যের পক্ষে অটল থাকে।” EdBen 6.1

উক্ত বইটির বাংলা অনুবাদের দায়িত্বভার মি. নেলসন নিতিশ সরকারের ওপর অর্পণ করা হয়। তিনি তার কাজ ও দায়িত্ব যথা সময়ে শেষ করতে সক্ষম হন। বস্তুত, তিনি অনুবাদের কাজটি একবিংশ শতকের প্রথম দিকেই, মানে এক যুগেরও আগে শেষ করেছিলেন। এ জন্য তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি। বাংলা অনুবাদের কাজ শেষ হলেও অর্থের সংকুলান না হওয়ায় বইটি ছাপা হয় নি। ড, আর পি, বালা, ইউনিয়নের প্রাক্তন এডুকেশন ডিরেক্টর, ২০১০ সালে এ-বইটি ছাপাবার জন্য উদ্যোগ নিয়েছিলেন কিন্তু কোন কারণে ছাপা স্থগিত রয়ে যায় । EdBen 6.2

দীর্ঘ সময় অপেক্ষার পর একজন সহৃদয় ব্যক্তির সন্ধান পাওয়া গেল যিনি বইটি ছাপার সব খরচাদির জন্য অনুদান দিতে ইচ্ছা প্রকাশ করলেন--তার নাম এল্ডার কিয়ং শিন চো (Kyeong Shin Cho), তিনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। অর্থ সংগ্রহের সমন্বয় কাজটি বাংলাদেশ ইউনিয়ন মিশনের প্রেসিডেন্ট, ড. মায়ুন জু লি করেছেন এবং এল্ডার চো হচ্ছেন ড, লি’র বন্ধুবর। এ-বছর থেকে শুরু করে তিনি আগামী কয়েক বছরে মিসেস হােয়াইটের আরও অনেকগুলাে বই বাংলায় অনুবাদ ও ছাপার জন্য সব অর্থ যােগান দিবেন বলে অঙ্গিকার করেছেন। বাংলাদেশ ইউনিয়ন ও বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সমাজের পক্ষ থেকে আমি তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। EdBen 6.3

এ বই-এর পিছনে আরও অনেকে যারা শ্রম দিয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এ ছাড়াও যারা কোন-না-কোন ভাবে সম্পৃক্ত ছিলেন এ বইটি ছাপননা ও প্রকাশ করার ক্ষেত্রে, তাদেরকেও আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেক শ্রম ও অর্থের বিনিময়ে এ-বইটি আপনার হাতে এসেছে যেন আপনার মত জ্ঞান-পিপাসু মানুষের মনের খােরাক যােগাতে পারে, বিশেষ করে অধ্যয়নরত ছাত্র-ছাত্রিবৃন্দ, শিক্ষকমণ্ডলীর, এবং অন্যান্য পড়য়া ব্যক্তিদের জন্য। EdBen 7.1

সম্মানিত পাঠক, এ-বইটি পড়ে আপনি যেমন উপকৃত হবেন, আপনার মত জ্ঞান-পিপাসুরাও এটা পড়ে আরও জ্ঞান আহরণ করে নিজনিজ জ্ঞান-ভাণ্ডার সমৃদ্ধিশালী করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। EdBen 7.2

ধন্যবাদান্তে,
বেনজামিন রাকসাম, পাব্লিশিং ডিরেক্টর

বাংলাদেশ ইউনিয়ন মিশন

সেপ্টেম্বর ২০১৬, ঢাকা