পরম ধন্য আশা
১৬ - পৃথিবীর জনশূণ্যতা
“কেননা উহার পাপ আকাশ পর্যন্ত সংলগ্ন হইয়াছে এবং ঈশ্বর উহার অপরাধ সকল স্মরণ করিয়াছেন ।...সে যে পাত্রে পেয় প্রস্তুত করিত, সেই পাত্রে তাহার জন্য দ্বিগুণ পরিমাণে পেয় । সে যত আত্মগৌরব ও বিলাস করিত, তাহাকে তত যন্ত্রণা ও শােক দেও। কেননা সে মনে মনে বলিতেছে, আমি রাণীর মত সিংহাসনে বসিয়া আছি, কিংবা বিধবা নহি; কোনমতে শােক দেখিব না । এই জন্য একই দিনে তাহার আঘাত সকল মৃত্যু, শােক ও দুর্ভিক্ষ উপস্থিত হইবে; এবং তাহাকে আগুনে পােড়াইয়া দেওয়া যাইবে; কারণ তাহার বিচারকর্তা প্রভু ঈশ্বর শক্তিমান । আর পৃথিবীর যে সকল রাজা তাহার সঙ্গে ব্যভিচার ও বিলাস করিত, তাহারা তাহার সাহের ধূম দেখিয়া তাহার জন্য রােদন ও বক্ষ করাঘাত করিবে; ...বলিবে, হায়! হায়! সেই মহানগরীর, বাবিলের সেই পরাক্রান্তা নগরীর সন্তাপ, কারণ এক ঘন্টার মধ্যেই তােমার বিচার উপস্থিত!”(প্রকাশিত ১৮:৫-১০) । GrHBen 213.1
“আর পৃথিবীর বণিকেরা তাহার নিমিও রােদন ও বিলাপ করিতেছে; কারণ তাহাদের বাণিজ্য-দ্রব্য কেহ আর ক্রয় করে না; কেননা সমুদয় জাতি তাহার বেশ্যা ক্রিয়ার রােষমদিরা পান করিয়াছে, এবং পৃথিবীর রাজাগণ তাহার সহিত ব্যভিচার করিয়াছে, এবং পৃথিবীর বণিকেরা তাহার বিলাসিতার প্রভাবে ধনবান হইয়াছে । ঐ সকলের যে বণিকেরা তাহার ধনে ধনবান হইয়াছিল, তাহারা তাহার যন্ত্রণার ভয়ে দূরে দাঁড়াইয়া রােদন ও বিলাপ করিতে করিতে বলিবে, হায়! হায়! সেই মহানগরীর সন্তাপ, যে মসীনা-বস্ত্র, বেগুনিয়া বস্ত্র ও সিন্দুরবর্ণ বস্ত্র পরিহিতা ছিল, এবং সুবর্ণে ও বহুমূল্য মণি মুক্তায় মণ্ডিতা ছিল; কারণ এক ঘণ্টার মধ্যেই সেই মহাসম্পত্তি ধ্বংস হইল । প্রকাশিত বাক্য ১৮:১১, ৩, ১৫-১৭ । GrHBen 213.2
ঈশ্বরের ক্রোধের দিনে বাবিলের ওপরে এইসব বিচার পড়বে। সে তাঁর পাপের পরিমাপ করেছে; তাঁর সময় এসেছে; সে ধ্বংসের জন্য পরিপক্ক হয়েছে। GrHBen 213.3
ঈশ্বরের স্বর যখন তাঁর বন্দি লােকদের ফিরিয়েছিল, সেখানে যারা জীবনের মহা সংঘর্ষে তাদের সবকিছু হারিয়েছিল, তাদের এক ভয়ঙ্কর জাগরণ। হয়েছিল। যখন অনুগ্রহ চলছিল তারা শয়তানের প্রতারণার দ্বার অন্ধীকৃত হয়েছিল এবং তারা তাদের পাপের ধারা অনুসারে প্রতিপাদিত হয়েছিল । ধনীরা কম ভাগ্যবানদের চেয়ে নিজেদের শ্রেষ্ঠতর বলে গর্বিত হয়েছিল; কিন্তু তারা ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করে তাদের ধনগুলাে লাভ করেছিল। তারা দরিদ্রের খাওয়াতে, উলঙ্গদের কাপড় পরাতে, ন্যায্য আচরণ করতে, এবং অনুগ্রহ ভালবাসতে অবহেলা করেছে। তারা নিজেদের উচ্চে তুলতে এবং তাদের সহপ্রাণীদের কাছ শ্রদ্ধা লাভ করতে চেষ্টা করেছে। যা তাদের মহান করেছিল তা থেকে তাদেরকে এখন বিচ্যুত করা হয়েছে, পরিত্যক্ত করা হয়েছে, এবং নিরাপত্তাহীন করেছে। তারা যাকে ইতােপূর্বে তাদের সৃষ্টিকর্তা বলে স্বীকার করেছিল সেই প্রতিমার ধ্বংসের প্রতি তারা ত্রাসের সাথে তাকায় । তারা তাদের আত্মাগুলােকে পার্থিব ধন এবং আমােদ-প্রমােদের কাছে বিক্রি করেছে, এবং ঈশ্বরের দৃষ্টিতে ধনী হতে চেষ্টা করেনি। এর ফলে তাদের জীবনে বিফলতা এসেছে; তাদের আমােদ প্রমােদ তিক্ততায়, ও তাদের ধন সম্পদ এখন পঁচে গেছে। জীবনকালের জমা করা সম্পদ সকল নিমিষেই উড়ে যাবে । ধনীরা তাদের আলীশান বাসঘরগুলাের ধ্বংস এবং তাদের সােনা রূপার ছড়ানাে দেখে তারা শােক করবে। কিন্তু তাদের বিলাপ তাদের প্রতিমাগুলাের ধ্বংস দেখে তাদের ভয়ের দরুণ নীরব হয়ে যাবে । GrHBen 213.4
দুষ্টলােকেরা, তাদের ও তাদের সহমানবদের ঈশ্বরকে অবহেলা করার জন্য না কিন্তু ঈশ্বর বিজয়ী হয়েছেন এর জন্য দুঃখে পরিপূর্ণ হবে । তারা এরূপ ফল লাভের জন্য বিলাপ করবে। তারা যেরূপ পারত সেরূপ জয়ী হওয়ার জন্য তারা এমন কোন পথে চেষ্টার জন্য বাকী রাখবে না । GrHBen 214.1
পৃথিবী যাদের ঠাট্টা বিদ্রুপ করেছিল এবং ধ্বংস করতে বাসনা করেছিল, সেই একই দলকে তারা মহামারী, ঝড় এবং মহা ভূমিকম্পের মধ্যে নির্বিঘ্নে অতিবাহিত হতে দেখবে । যে তাঁর আজ্ঞা লঙ্ঘন করবে সে গ্রাসকারী ভয়ঙ্কর আগুনে পুড়বে, আর তাঁর লােকেরা নিরাপদ কুটিরে রক্ষা পাবে । GrHBen 214.2
সেই পুরােহিত, যে লােকদের অনুগ্রহ লাভ করবার জন্য সত্যকে ভৎসনা করেছিল, সে এখন তাঁর চরিত্র ও শিক্ষার প্রভাব উপলব্ধি করতে পারবে। এটি স্পষ্ট যে সর্বদ্রষ্টা চোখ সে যখন পুলপিটে দাঁড়িয়েছিল, সে যখন পথে হেটেছিল, সে যখন লােকদের সাথে মেলামেশা করেছিল জীবনের সর্বক্ষেত্রে, তাকে অনুসরণ করেছিল। আত্মার প্রতিটি আবেগে, লেখার প্রতিটি লাইনে, তাঁর বলা প্রতিটি বাক্যে, তাঁর করা প্রতিটি কাজে যা লােকদের মিথ্যে আশ্রয়ের বিশ্রামে পরিচালিত করেছে, সে যে বীজ ছড়াচ্ছিল; চরম দুর্দশায়, আত্মাগণ তাঁর চারপাশে, হারিয়ে যাচ্ছে, এবং সে এখন ফল চয়ন দেখছে । GrHBen 214.3
প্রভু এই কথা বলেন: “আর তাহারা আমার জাতির কন্যার ক্ষত কেবল একটুমাত্র সুস্থ করিয়াছে; যখন শান্তি নাই, তখন বলিয়াছে, শান্তি, শান্তি।” “আমি যে ধার্মিককে বিষন্ন করি নাই, তােমরা মিথ্যাকথা দ্বারা তাহার অন্তঃকরণ দুঃখার্ত করিয়াছ, এবং দুষ্ট লােকের হস্ত সবল করিয়াছ, যেন সে জীবন প্রাপ্তির নিমিত্ত আপন কুপথ হইতে না ফিরে।” যিরমিয় ৮:১১; যিহিষ্কেল ১৩:২২। “সদাপ্রভু কহেন, ধিক সেই পালকদিগকে যাহারা আমার পালের মেষদিগকে নষ্ট ও ছিন্নভিন্ন করে । এই জন্য সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, যে পালকেরা আমার প্রজাগণকে চরায়, তাহাদের বিরুদ্ধে এই কথা কহেন, তােমরা আমার মেষদিগকে ছিন্নভিন্ন করিয়াছ, তাহাদিগকে তাড়াইয়া দিয়াছ, তাহাদের তত্ত্বাবধান কর নাই; দেখ, আমি তােমাদের আচরণের দুষ্টতার প্রতিফল তােমাদিগকে দিব, ইহা সদাপ্রভু কহেন ।” “মেষপালকগণ, তােমরা হাহাকার ও ক্রন্দন কর; মেষাগ্রগামীগণ, তােমরা ধূলিতে লুষ্ঠিত হও, কেননা তােমাদের হত্যার ও ছিন্নভিন্ন হইবার সময় আসিয়া পড়িয়াছে; আর তােমরা মনােহর পাত্রের ন্যায় পতিত হইবে । মেষপালকদের পলায়ন-স্থান কিংবা মেষগ্রগামীদের উত্তরণ স্থান থাকিবে না।” যির, ২৩:১, ২; ২৫:৩৪, ৩৫। GrHBen 215.1
পালকগণ ও লােকেরা দেখে যে তারা ঈশ্বরের সাথে তাদের সম্পর্ক সঠিকভাবে রক্ষা করেননি। তারা দেখে যে সমস্ত সঠিক ও পবিত্র ব্যবস্থার রচয়িতার বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে। স্বর্গীয় নীতিকে পাশে সরিয়ে দেয়াতে হাজার হাজার মন্দতা, বিরােধ, ঘৃণা, অবিচারের ঝর্ণা সৃষ্টি করেছে, যতক্ষণ পর্যন্ত না এই পৃথিবী বিবাদের এক মস্ত বড় ময়দান না হয়, যা ভ্রষ্টতায় ডুবন্ত । যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে এবং অন্যায়ের লালন করেছে তাদের জন্য এটাই এখন পরিণাম । অবাধ্য ও অনানুগত্যরা যে চিরকালের জন্য অনন্তজীবন হারিয়েছে তাঁর কষ্ট কোন ভাষাতেই প্রকাশ করা যাবে না। বিশ্ব যে লােকদের তাদের তালন্ত ও বাকপটুতার জন্য পূজা করেছে, এখন তারা তাদের সত্যের জ্যোতি দ্বারা তা দেখবে। ব্যবস্থা লঙ্ঘনের জন্য তারা যে খেসারত দিয়েছে। এখন তারা তা উপলব্ধি করবে, এবং ঈশ্বরে বিশ্বস্ততার জন্য তারা তাদের অবজ্ঞা এবং উপহাস করেছে, এখন তারা তাদের পায়ে পড়ে স্বীকার করবে যে ঈশ্বর, তাদের ভালবেসেছিলেন। GrHBen 215.2
লোকেরা দেখল যে তারা প্রতারিত হয়েছেন । তারা তাদেরকে ধ্বংসের দিকে পরিচালিত করার জন্য পরস্পরকে দোষারােপ করবে; কিন্তু সকলে তাদের ঘৃণ্য দোষারােপ পুরােহিতদের বিরুদ্ধে পুঞ্জিভূত করবে। অবিশ্বস্ত পালকগণ সরল বিষয়গুলাে ভবিষ্যদ্বাণী করেছে; তারা তাদের শ্রোতাদের ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করতে এবং যারা তা পবিত্রভাবে পালন করেছে তাদের বিরুদ্ধে তাড়না করতে পরিচালিত করেছে। এখন, হতাশায়, এই শিক্ষকগণ পৃথিবীর সামনে তাদের প্রতারণা কাজের কথা স্বীকার করবে । মহাজনতা প্রচণ্ড ক্রোধে পরিপূর্ণ হলাে। “আমরা হারিয়ে গেলাম!” তারা চিৎকার করল, “এবং তােমরাই আমাদের ধ্বংসের কারণ;” তারা ভক্ত শিক্ষকদের প্রতি ফিরে বলল। এই একই ব্যক্তিগণ যারা একদা তাদের মহা প্রশংসা করেছিল তারাই এখন তালের প্রতি ভয়ঙ্কর অভিশাপ উচ্চারণ করবে। সেই একই হাতগুলি তাদের ধ্বংস করার জন্য উত্থিত হবে, একদা যে হাতগুলাে তাদের প্রতি জলপাই জাতীয় বৃক্ষর শাখা উথিত করে সম্মান দেখিয়েছিল । যে তরবারী দিয়ে ঈশ্বরের লােকদের হত্যা করতে চেয়েছিল, সেই তরবারিগুলাে এখন তাদের শত্রুদের হত্যা করার জন্য ব্যবহৃত হল। এবং এখন সর্বত্র বিবাদ ও রক্তপাত দেখা গেল। GrHBen 216.1
“পৃথিবীর প্রান্ত পর্যন্ত নির্ঘোষ ব্যাপিবে; কেননা জাতিগণের সহিত সদাপ্রভুর বিবাদ আছে; তিনি মর্তমাত্রের বিচার করিবেন; যাহারা দুষ্ট, তাহাদিগকে তিনি খড়গে সমর্পণ করিবেন, ইহা সদাপ্রভু কহেন ।” যিরমিয় ২৫:৩১। কারণ ছয় হাজার বছর পর্যন্ত এই সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে; ঈশ্বরের পুত্র এবং তাঁর স্বর্গীয় দূতগণ মন্দ শক্তির সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন, মনুষ্য সন্তানদের সতর্ক, জ্ঞান দিতে, এবং রক্ষা করার জন্য। এখন সবাই তাদের সিদ্ধান্ত নিয়েছে; দুষ্টগণ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সম্পূর্ণভাবে একতাবদ্ধ হয়েছে। ঈশ্বরের পদদলিত ব্যবস্থাকে ক্ষমতার সাথে প্রতিষ্ঠিত করার সময় এসেছে । সংঘর্ষ এখন কেবলমাত্র শয়তানের সাথে না কিন্তু মানুষদের সাথেও । “জাতিগণের সহিত ঈশ্বরের বিবাদ;” “তিনি তাহাদিগকে, দুষ্টদিগকে খড়গের দ্বারা বিনষ্ট করিবেন।” । GrHBen 216.2
“যারা দীর্ঘশ্বাস ফেলেছে এবং সব ধরণের নিদারুণ ঘৃণা করার জন্য যারা কেঁদেছে, তাদের ওপরে উদ্ধারের চিহ্ন স্থাপন করা হবে । যিহিকেলের দর্শনে যেমন দেখান হয়েছিল, হত্যার অস্ত্র হাতে এখন মৃত্যুর দূত এগিয়ে যাচ্ছে, যাদের আজ্ঞা দেয়া হয়েছিল: “বৃদ্ধ, যুবক, কুমারী, শিশু ও স্ত্রীলােকদিগকে নিঃশেষে বধ কর, কিন্তু যাহাদের কপালে চিহ্নটি দেখা যায়, তাহাদের কাহারও নিকটে যাইও না; আর আমার ধর্মধাম অবধি আরম্ভ কর।” ভাববাদী এই কথা বলেন: “তাহাতে তাহারা গৃহের সম্মখস্থিত প্রাচীনগণ অবধি আরম্ভ করিল।” যিহিষ্কেল ৯:১-৬। এই ধ্বংসের কাজ আরম্ভ হয়েছিল তাদের। মধ্য দিয়ে, যাদের লােকদের আধ্যাত্মিক অভিভাবক হওয়ার কথা ছিল। ভক্ত প্রহরীগণই প্রথম পতিত হবে । তাদের কেউই দয়া বা রক্ষা করতে যাবে না । পুরুষ, স্ত্রীলােক, দাসী এবং ক্ষুদ্র শিশু একসঙ্গে বিনষ্ট হবে । GrHBen 216.3
“কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে নির্গমন করিতেছেন, পৃথিবী নিবাসীদের অপরাধের প্রতিফল দিবার নিমিত্ত; পৃথিবী আপনার [উপরে পাতিত] রক্ত প্রকাশ করিবে, আপনার নিহতদিগকে আর আচ্ছাদিত রাখিবে না।” যিশাইয় ২৬:২১। GrHBen 217.1
“আর যে সকল জাতি যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবে সদাপ্রভু এইরূপ আঘাতে তাহাদিগকে আহত করিবেন; চরণে ভর দিয়া দাড়াইবার সময়ে তাহাদের মাংস ক্ষয় পাইবে, কোটরে ঢুকু দুটি ক্ষয় পাইবে ও মুখে জিহ্বা ক্ষয় পাইবে। আর সেইদিন তাহাদের মধ্যে সদাপ্রভু হইতে মহাকোলাহল হইবে; তাহারা প্রত্যেক জন আপন আপন প্রতিবাসীদের হস্ত ধরিবে এবং প্রত্যেকের হস্ত আপন আপন প্রতিবাসীদের বিরুদ্ধে উত্তোলিত হইবে।” সখরিয় ১৪:২১৩। তাদের নিজেদের প্রচণ্ড রােষের উন্মত্ত সংঘর্ষে এবং ঈশ্বরের ভয়ঙ্করভাবে ঢেলে দেয়া অবিমিশ্রিত ক্রোধ, পৃথিবীতে বাস করা দুষ্ট যাজক, শাসক এবং লােকদের, ধনী ও গরীব, উচ্চ ও নীচ সবার ওপরে পড়বে । “তৎকালে সদাপ্রভুর নিহত লােক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত দেখা যাইবে; কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না, এবং তাহাদিগকে সংগ্রহ করা কি কবর দেওয়া যাইবে না, তাহারা ভূমির উপরে সারের ন্যায় পতিত থাকিবে।” যিরমিয় ২৫:৩৩। GrHBen 217.2
খ্রীষ্টের আগমনের সময়ে দুষ্টেরা সমস্ত পৃথিবীর মুখাগ্র হতে মুছে যাবে, তাঁর মুখের আত্মায় নষ্ট হবে এবং তাঁর গৌরবের জ্যোতিতে ধ্বংস হবে । খ্রীষ্ট তাঁর লােকদের ঈশ্বরের নগরে নিয়ে যাবে, এবং পৃথিবীকে তাঁর অধিবাসীদের হতে শূন্য করা হবে । “দেখ, সদাপ্রভু পৃথিবীকে শূন্য করিতেছেন, উৎসন্ন করিতেছেন উল্টাইয়া ফেলিতেছেন, ও তাহার নিবাসীদিগকে ছড়াইয়া ফেলিতেছেন । পৃথিবী শূন্যকৃত, শূন্যকৃত হইবে, ও লুষ্ঠিত, লুষ্ঠিত হইবে, কেননা সদাপ্রভু এই কথা বলিয়াছেন । আর পৃথিবী আপন নিবাসীদের পদতলে অপবিত্র হইল, কারণ তাহারা ব্যবস্থা সকল লঙ্ঘন করিয়াছে, বিধি অন্যথা করিয়াছে, চিরস্থায়ী নিয়ম ভঙ্গ করিয়াছে। এই কারণ অভিশাপ পৃথিবীকে গ্রাস করিল, ও তন্নিবাসীগণ দোষী সাব্যস্ত হইল; এই কারণ পৃথিবী-নিবাসীরা দগ্ধ হইল, অল্প লােকই অবশিষ্ট আছে।” যিশাইয় ২৪:১,৩,৫,৬। GrHBen 217.3
সমস্ত পৃথিবী জনশূন্য প্রান্তরের ন্যায় হবে । ভূমিকম্পের ফলে নগর ও গ্রামগুলাে ধ্বংস হয়ে যাবে, গাছ সকল ওপড়ে যাবে, ভগ্ন পাথর সকল সমুদ্র দ্বারা নিক্ষিপ্ত হবে, অথবা পৃথিবী নিজে ফেটে গিয়ে এর ভূ-পৃষ্ঠে ছড়িয়ে যাবে, পবর্ত-সকলের উৎপত্তিস্থলের ভিত্তি মূলে বিরাট ও গভীর খাদের সৃষ্টি হবে। GrHBen 218.1
এখন এই ঘটনাটি প্রায়শ্চিত্তের দিনের শেষ আনুষ্ঠানিক যজ্ঞে অগ্রবর্তি স্বরূপ দেখানাে হয়েছিল । যখন পবিত্রগণের পবিএর সেবা কাজ পূর্ণ হল, এবং পাপার্থক বলির রক্তের গুণে যখন ইস্রায়েলের পাপ সকল মন্দির হাতে ক্ষমা করা। হল, তখন ঐ পাপবাহী ছাগকে সদা প্রভুর সামনে জীবন্ত তুলে ধরা হতাে; এবং সমস্ত জনমণ্ডলীর সামনে প্রধান পুরােহিত তাঁর ওপর পাপ-স্বীকার করতেন । “ইস্রায়েল সন্তানগণের সমস্ত অপরাধ ও তাহাদের সমস্ত অধর্ম অর্থাৎ তাহাদের সর্ববিধ পাপ তাহার উপরে স্বীকার করিয়া সেই সমস্ত ঐ ছাগের মস্তকে অর্পণ করিবে।” লেবিয় পুস্তক ১৬:১। একইভাবে, স্বর্গীয় ধর্মধামের প্রায়শ্চিত্ত কাজ যখন সম্পন্ন হবে, তখন ঈশ্বরের এবং স্বর্গীয় দূতগণের এবং পরিত্রাণ প্রাপ্তদের প্রভুর সামনে ঈশ্বরের লােকদের পাপ শয়তানের ওপরে স্থাপন করা হবে; তাদের খারাপ কাজ করাবার জন্য তাকে দোষী সাব্যস্ত করে ঘােষণা করা হবে । এবং পাপবাহী ছাগকে যেমন নির্জন ভূমিতে পাঠিয়ে দেয়া হত, দ্রুপ শয়তানও নির্জন পৃথিবীতে, একটি জনমানবহীন এবং শূন্য প্রান্তরে ধ্বংস হবে । GrHBen 218.2
প্রকাশক শয়তানের ধ্বংস হওয়া এবং বিশৃঙ্খলা অবস্থা ও পৃথিবীর নির্জনাবস্থা সম্পর্কে বলেন, এবং তিনি ঘােষণা করেন যে এই অবস্থা এক হাজার বছর পর্যন্ত চলবে । প্রভুর আগমনের ও দুষ্টদের ধ্বংসের দৃশ্য দেখানাের পর ভাববাণী বলেন: “পরে আমি স্বর্গ হইতে এক দূতকে নামিয়া আসিতে দেখিলাম, তাহার হস্তে অগাধ লােকের চাবি এবং বড় এক শৃঙ্খল ছিল। তিনি সেই নাগকে ধরিলেন; এ সেই পুরাতন সর্প, এ দিয়াবল [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ]; তিনি তাহাকে সহস্র বৎসর বদ্ধ রাখিলেন, আর তাহাকে অগাধলােকের মধ্যে ফেলিয়া দিয়া সেই স্থানের মুখ বন্ধ করিয়া মুদ্রাঙ্কিত করিলেন; যেন ঐ সহস্র বৎসর সম্পূর্ণ না হইলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করিতে না পারে; তৎপরে অল্প কালের নিমিত্ত তাহাকে মুক্ত হইতে হইবে ।” প্রকাশিত বাক্য ২০:১-৩। GrHBen 218.3
এই বর্ণনা “অগাধলােক” অন্য শাস্ত্রগুলাে হতে প্রমাণ দেয় যে তা হিতাহিতজ্ঞানশূন্য ও অন্ধকার পৃথিবীর প্রতিনিধিত্ব করে। পৃথিবীর এই অবস্থার পরিপ্রেক্ষিতে “আদিতে”, বাইবেলের লেখনী বলে যে, “পৃথিবী ঘাের ও শূন্য ছিল, এবং অন্ধকার জলধির উপরে ছিল।” আদিপুস্তক ১:২। ভাববাণী শিক্ষা দেয় যে একে ফিরিয়ে আনা হবে, অন্তত পক্ষে এই অবস্থায়, আংশিক হলেও। ঈশ্বরের সেই মহান দিনের পানে চেয়ে, যিরমিয় ভাববাদী ঘােষণা করেন যে: “আমি পৃথিবীতে দৃষ্টিপাত করিলাম, আর দেখ তাহা ঘাের ও শূন্য ছিল; আমি আকাশ মণ্ডলে [দৃষ্টিপাত করিলাম] তাহার দীপ্তি ছিল না । আমি পর্বতগণের প্রতি দৃষ্টিপাত করিলাম আর দেখ সে সকল কাপিতেছে, ও উপপর্বত সকল টলটলায়মান হইতেছে । আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, মনুষ্যমাত্র নাই, এবং আকাশের সমস্ত পক্ষী পলাইয়া গিয়াছে । আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখ, সদাপ্রভুর সম্মুখে ও তাহার জ্বলন্ত ক্রোধের সম্মুখে উদ্যান মরুভূমি হইয়া পড়িয়াছে ও তাহার সমস্ত নগর ভগ্ন হইয়াছে।” যিরমিয় ৪:২৩-২৬। GrHBen 219.1
এখানে শয়তানের সাথে তাঁর দুষ্ট দূতদের এক হাজার বছরের ঘর হবে। এই পৃথিবীতে সীমিত বলে অন্যান্য যেগুলাে কখনও পতিত হয়নি সেই পৃথিবীগুলােকে সে প্রলােভিত ও বিরক্ত করতে পারবে না। এর অর্থ হল এই যে, সে বন্ধন অবস্থায় থাকবে: সেখানে কেউই অবশিষ্ট থাকবে না, যার ওপর সে তাঁর শক্তি ব্যবহার করতে পারবে । সে পুরােপুরি তাঁর প্রতারণার ও ধ্বংস কাজ থেকে বিচ্ছিন্ন হবে যা শত শত বছর ধরে তারা অতিশয় আনন্দের কাজ ছিল। GrHBen 219.2
যিশাইয় ভাববাদী, শয়তানের পতিত হওনের সময় আগে থেকেই চিন্তা করে, বিস্ময়ে বলেন: GrHBen 219.3
“হে প্রভাতি তারা! ঊষা-নন্দন! তুমি, স্বর্গভ্রষ্ট হইয়াছে!
হে জাতিগণের নিপাতকারী,
তুমি ছিন্ন ও ভূপাতিত হইয়াছ!
তুমি মনে মনে বলিয়াছিলেন,
‘আমি স্বর্গারােহণ করিব,
ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার
সিংহাসন উন্নত করিবে;
... আমি পরাৎপরের তুল্য হইব।
তােমাকে তু নামান যাইবে পাতালে, গর্তের গভীরতম তল ।
তােমাকে দেখিলে লােকে একদৃষ্টিতে
তােমার প্রতি নিরীক্ষণ করিবে,
তােমার বিষয়ে বিবেচনা করিবে,
‘একি সেই পুরুষ, যে পৃথিবীকে
কম্পাৱিত করিত,
রাজ্য সকল বিচলিত করিত,
জগৎকে নির্জন স্থানের ন্যায় ক্ষতি,
জগতের নগর সকল উৎপাটন করিত,
বন্দিদিগকে বাটী যাইতে দিত না?’
GrHBen 219.4
” যিশাইয় ১৪:১২-১৭।
শয়তানের ছয় হাজার বছরের বিদ্রোহের কাজ “পৃথিবীকে কম্পন করিয়াছে।” সে “পৃথিবীকে প্রান্তরসম করিয়াই ও তাহার নগর সকলকে ধ্বংস করিয়াছে।” এবং সে “তাহা বন্দিদিগের গৃহসকল খুলে নাই।” কারণ ছয় হাজার বছর ধরে তাঁর কারাগারে ঈশ্বরের লােকদের গ্রহণ করেছে এবং সে চিরদিনের জন্য তাদের নির্বাসনে দিয়েছে; কিন্তু খ্রীষ্ট তাঁর বন্ধন ছিন্ন করেছে এবং বন্দিদেরকে মুক্ত করেছেন । GrHBen 220.1
এমনকি দুষ্টলের এখন শয়তানের শক্তির বাইরে রাখা হয়েছে এবং পাপ কি ফল এনেছে এবং অভিশাপ এনেছে তা এখন তারা বুঝতে পারে । GrHBen 220.2
“জাতিগণের সমুদয় রাজা, সকালেই সসম্মানে,
প্রত্যেকে স্ব-স্ব আগারে শয়ন করিতেছেন;
কিন্তু তুমি আপন কবর স্থান হইতে
দূরে নিক্ষিপ্ত,
কুৎসিত পল্লবের সদৃশ,...
তুমি তাহাদের সহিত কবরস্থ হইবে না;
কারণ তুমি স্বদেশ উচ্ছিন্ন করিয়াছ,
আপন লােকদিগকে বধ করিয়াছ।”
GrHBen 220.3
যিশাইয় ১৪:১৮-২০।
এক হাজার বছর পর্যন্ত, ঈশ্বরের ব্যবস্থার বিরুদ্ধে তাঁর বিদ্রোহের ফল দেখার জন্য শয়তান জনশূন্য পৃথিবীর সর্বত্র ভ্রমণ করবে। এই সময়ে তাঁর দুর্ভোগ প্রচণ্ড রকমের হবে। তাঁর জীবনের পতনের পর তাঁর অবিরত কার্যকলাপ প্রতিবিম্বিত হয়ে ধ্বংস হয়ে যাবে; কিন্তু সে এখন তাঁর শক্তি থেকে বঞ্চিত হবে এবং স্বার্গের সরকারের বিরুদ্ধে তাঁর প্রথম বিদ্রোহের পর থেকে সে যে কাজগুলাে করে এসেছে সেগুলাে এখন সে গভীরভাবে চিন্তা করার সময় পাবে ও সে যে খারাপ কাজগুলাে করেছে এবং সে যে পাপগুলাে করে এসেছে এই সমস্ত কিছুর জন্য ভবিষ্যতে তাকে যে ভয়াবহ যন্ত্রণা ভােগ করতে হবে ঐ সকল চিন্তা করে সে এখন ত্রাসে কাপতে থাকবে। GrHBen 220.4
শয়তানের বন্দিত্ব ঈশ্বরের লােকদের জন্য খুশি ও আনন্দ বয়ে আনবে । ভাববাদী বলেন: “যে দিন সদাপ্রভু তােমাকে দুঃখ ও উদ্বেগ হইতে, এবং যে কঠোর দাসত্বে তুমি বদ্ধ ছিলে, তাহা হইতে বিশ্রাম দিবেন, সেই দিন তুমি বাবিল-রাজের বিরুদ্ধে এই প্রবাদ লইয়া বলিবে, [এখানে শয়তানকে বলা হচ্ছে), আহা, উপদ্রকারী কেমন শেষ হইয়াছে! সদাপ্রভু দুষ্টদের দন্ত ভাঙ্গিয়াছেন, শাসন কর্তাদের রাজদণ্ড ভগ্ন করিয়াছেন। সে ক্রোধে প্রজাদিগকে আঘাত করিত, আঘাত করিতে ক্ষান্ত হইত না, সে কোপে জাতিগণকে শাসন করিত, অনিবার তাড়না করিত।” ৩-৬ পদ। GrHBen 221.1
প্রথম ও দ্বিতীয় পুনরুত্থানের মধ্যবর্তী সময়ে এই এক সহস্র বছরের সময়ে দুষ্টদের বিচার অনুষ্ঠিত হবে। প্রেরিত পৌল এই বিচারের সময়ের কথা বলেন যে সেটা দ্বিতীয় আগমনের পরে ঘটবে । “অতএব তােমরা সময়ের পূর্বে, যে পর্যন্ত প্রভু না আইসেন, সেই পর্যন্ত কোন বিচার করিও না; তিনিই অন্ধকারের গুপ্ত বিষয় সকল দীপ্তিতে আনিবেন এবং হৃদয়সমূহের মন্ত্রণা সকল প্রকাশ করিবেন।” ১ করিন্থীয় ৪:৫। দানিয়েল ঘােষণা করেছেন যে: যে পর্যন্ত না সেই অনেক দিনের বৃদ্ধ আসিলেন, আর “পরাৎপরের পবিত্রগণের হস্তে বিচারভার দত্ত হইল এবং পবিত্রগণের রাজত্ব ভােগের সময় উপস্থিত হইল।” দানিয়েল ৭:২২ । GrHBen 221.2
এই সময়ে ধার্মিকগণ রাজা ও যাজকগণের ন্যায় ঈশ্বরের সাথে রাজত্ব করবেন । যােহন প্রকাশিত বাক্যে বলেন: “পরে আমি কয়েকটি সিংহাসন দেখিলাম, সেগুলির উপরে কেহ কেহ বসিলেন, তাহাদিগকে বিচার করিবার ভার দত্ত হইল।” “কিন্তু তাহারা ঈশ্বরের ও খ্রষ্টের যাজক হইবে, এবং সেই সহস্র বৎসর তাহার সঙ্গে রাজত্ব করিবে ।” প্রকাশিত বাক্য ২০:৪, ৬। এটি এ সময়, যেভাবে পৌল বলেছিলেন, “পবিত্রগণ জগতের বিচার করিবেন।” ১ করিন্থীয় ৬:২। খ্রীষ্টের সাথে একসাথে তারা দুষ্টদের বিচার করিবেন, তাদের কাজ সকল ব্যবস্থা, পুস্তকের সাথে, বাইবেলের সাথে তুলনা করে, এবং প্রতিটি ঘটনা ও তাদের দেহে সংঘটিত কাজসমূহ অনুসারে সিদ্ধান্ত নেয়া হবে । GrHBen 221.3
এরপর দুষ্টলের কাজ অনুসারে তাদের যে শাস্তি অবশ্যই ভােগ করতে হবে, তা পরিমাপ করে তাদের দেয়া হবে এবং তা তাদের নামে মরণ পুস্তকে। নথিভূক্ত করা হয়েছিল । GrHBen 222.1
শয়তান নিজে এবং মন্দ দূতেরা খ্রীষ্ট ও তাঁর লােকদের দ্বারা বিচারিত হবে । পৌল বলেন: “আর যে স্বর্গদূতেরা আপনাদের আধিপত্য রক্ষা না করিয়া নিজ বাসস্থান ত্যাগ করিয়াছিল, তাহাদিগকে তিনি মহাদিনের বিচারার্থে ঘাের অন্ধকারের অধীনে অনন্তকালীন খেলে বদ্ধ রাখিয়াছেন।” যিহূদা ৬। GrHBen 222.2
সহস্র বহুরর নিকটবর্তী সময়ে দ্বিতীয় পুনরুত্থান ঘটবে । তখন দুষ্টের। মৃত্যু হতে উঠবে এবং ঈশ্বরের সামনে উপস্থিত হবে “লেখা অনুসারে বিচার” সম্পাদন করার উদ্দেশ্যে। প্রকাশক, ধার্মিকগণের পুনরুত্থান সম্পর্কে বর্ণনা। করার পর এরূপে বলেন: “যে পর্যন্ত সেই সহস্র বৎসর সমাপ্ত না হইল, সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হইল না।” প্রকাশিত বাক্য ২০:৫। এবং যিশাইয় দুষ্টদের সম্পর্কে বলেন, “তাহাতে তাহারা একত্রীভূত বন্দিগণের ন্যায় একত্রীকৃত হইবে ও কারাগারে বদ্ধ হইবে, পরে অনেকদিন গত হইলে তাহাদের তত্ত্ব লওয়া যাইবে।” যিশাইয় ২৪:২২ । GrHBen 222.3
*****