স্বাস্থ্য এবং সুখ

70/269

গৃহহীনদের জন্য সুযোগ

প্রকৃতির সর্বোৎকৃষ্ট লীলাভূমিতে দরিদ্র ও অসহায় লোকদের বাসস্থানের জন্য জায়গা রয়েছে। প্রকৃতির বিস্তীর্ণ রক্ষাস্থলে তাদের খাদ্যের জন্য রয়েছে যথেষ্ট সম্পদ। যারা সাহস, ই‪ছা ও‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ আধ্যাত্মিকতাকে কাজে লাগিয়ে প্রকৃতির গুপ্তধন সংগ্রহ করতে চায় ভূপৃষ্ঠের অভ্যন্তরে তাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ লুকিয়ে রয়েছে। ঈশ্বর এদনে মানুষের জন্য চাষের জমি এবং যে কাজ নির্ধারণ করেছিলেন যা একটি ক্ষেত্র উন্মুক্ত করে দেয়, সেখানে বহুলোকের ভরণপোষণের উপায় ক্সতরী হয়েছিল। MHBen 169.7

“সদাপ্রভুতে নির্ভর কর, সদাচরণ কর, দেশে বাস কর, বিশ্বস্ততার ক্ষেত্রে চর।”গীত ৩৭:৩। হাজার হাজার লোক জমি চাষ করেই জীবিকা নির্বাহ করতে পারত কিন্তু সামান্য কিছু উপার্জনে আপনারা অনেক ক্ষেত্রে এই অসামান্য অর্থ তাদের খাদ্যের জন্য ব্যয় করা হয়নি বরং মন্দ বিক্রেতাদের দেয়া হয়েছিল তাদের আত্মা ও শরীরকে ধ্বংস করতে। MHBen 170.1

অনেককেই মজুরদের মতো শ্রম দিতে দেখা গেল এবং তারা সৎভাবে পরিশ্রম না করে বরং ষড়যন্ত্র করে অসৎভাবে জীবিকার উপায় খুঁজে পাওয়ার চেষ্টা করে। বিনাশ্রমে জীবিকা নির্বাহের এইরূপ প্রবণতা তাদের জন্য সীমাহীন দুর্ভাগ্য, অপরাধ এবং লাম্পট্য বয়ে আনল। MHBen 170.2