স্বাস্থ্য এবং সুখ

64/269

মহামূল্যবান প্রতিজ্ঞাসমূহ

যে সব আত্মা খ্রীষ্টেতে বিশ্বস্ত থাকেন তারা এই মহামূল্যবান বাক্যগুলো তাদের নিজের করে নিতে পারেন। তিনি বলতে পারেন:- MHBen 163.4

“আমি সদাপ্রভুর প্রতি দৃষ্টি রাখিব, আমার ত্রাণেশ্বরের অপেক্ষা করিব;
আমার ঈশ্বর আমার বাক্য শুনিবেন। হে আমার বিদ্বেষিণি, আমার
বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে
বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন।”

“তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন; তিনি আমাদের অপরাধ
সকল পদতলে মর্দ্দিত করিবেন; হ্যাঁ, তুমি আপন লোকদের
সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে।”
MHBen 164.1

(মীখা ৭:৭, ৮; ৭:১৯)।

ঈশ্বর প্রতিজ্ঞা করছেন:- MHBen 164.2

“আমি উত্তম সুবর্ণ হইতে মর্ত্ত্যকে,
ওফীরের কাঞ্চন হইতে মনুষ্যকে দুর্লভ করিব।”
MHBen 164.3

(যিশাইয় ১৩:১২)।।

“তোমরা বাথান মধ্যে শয়ন করিবে, রে․প্যমণ্ডিত কপোতের
পক্ষবৎ হইবে, যাহার পালখ হরিৎ সুবর্ণমণ্ডিত।”
MHBen 164.4

(গীতসংহিতা ৬৮:১৩)।

খ্রীষ্টানদেরকে ক্ষমা করেছেন তাদের মধ্যে
অধিকাংশই তাঁকে অত্যাধিক ভাল বাসেন। আর এরাই
হবেন সেই লোক যারা শেষদিনে তাঁর
সিংহাসনের পাশে দাঁড়িয়ে থাকবেন।
“তাঁহার মুখ দর্শন করিবে, এবং তাঁহার নাম তাহাদের
ললাটে থাকিবে।”
MHBen 164.5

(প্রকাশিত বাক্য ২২:৪)।

*****