স্বাস্থ্য এবং সুখ
নিয়োগ; স্বনির্ভর
যারা সংশোধিত হওয়ার চেষ্টা করছেন তাদেরকে কাজে নিয়োগ করা উচিত। যারা কাজ করতে পারেন তাদেরকে শিক্ষা দেয়া উচিত যে, তারা যেন বিনা মূল্যে খাদ্য, বস্ত্র ও বাসস্থানের প্রত্যাশা না করেন। তাদের নিজেদের স্বার্থে একই সাথে অপরের স্বার্থে, এমন কিছু উপায় পরিকল্পনা করা উচিত যার দ্বারা তারা কিছু দিতে পারেন সমমূল্যের কিছু পেতেও পারেন। প্রত্যেক প্রচেষ্টাকে স্বনির্ভরতার দিকে উৎসাহিত করুন। এটা তাদের আত্ম-সম্মান ও মহৎ স্বাধীনতাকে শক্তিশালী করবে। এবং প্রলোভনের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে শরীর ও মনকে কোন কাজের মধ্যে নিয়োজিত রাখা খুবই প্রয়োজন। MHBen 158.2