স্বাস্থ্য এবং সুখ

58/269

ইচ্ছা শক্তি

প্রলোভনের শিকার ব্যক্তিকে প্রকৃত ই‪ছা শক্তি সম্পর্কে জানা প্রয়োজন। এটা মানব চরিত্রের একটা চালিকা শক্তি,- সিদ্ধান্ত নেয়ার শক্তি, মনোনয়ন করার শক্তি। সবকিছু নির্ভর করে ই‪ছা শক্তির সঠিক কার্যকারিতার ওপর। সদ্গুণ ও বিশু‫ উত্তম, ‪দ্ধতার আকাঙ্ক্ষা উত্তম, এ ব্যাপারে তবে যতদূর ইচ্ছা অগ্রসর হতে পারেন; তবে যদি তারা এখানেই থেমে যায় তাহলে তাদের সব প্রচেষ্টা ব্যর্থতায় পরিণত হবে। অনেকে তাদের কু-বাসনাগুলো জয় করার প্রত্যাশা ও আকা‫ক্ষা করেও ধ্বংস হয়ে যাবে। তারা নিজেদেরকে ঈশ্বরের ই‪ছার কাছে আত্মসমর্পণ করে না। তারা তাঁর সেবাকে নিজের জন্য বেছে নেন না। MHBen 157.1

ঈশ্বর আমাদের মনোনয়ন শক্তি দিয়েছেন; এটা আমাদের ব্যবহারের জন্য; আমরা আমাদের হৃদয় পরিবর্তন করতে পারি না, আমরা আমাদের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করতে পারি না, আমাদের তাড়না, আমাদের স্নেহ মমতাকেও না। ঈশ্বরের কাজের জন্য আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারি না, যোগ্য করতে পারি না। তবে আমরা ঈশ্বরকে সেবা করার কার্য মনোনয়ন করতে পারি, তাহলে আমাদের ই‪ছাশক্তি তাকে দিতে পারি; তাহলে তিনি তাঁর ই‪চ্ছানুযায়ী আমাদের ই‪ছা শক্তিকে আমাদের মাঝে ব্যবহার করবেন। আর তাহলে আমাদের সমস্ত স্বভাব বা চারিত্রিক বৈশিষ্ট্য খ্রীষ্টের নিয়ন্ত্রণাধীনে চলে আসবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 157.2

ই‪ছা শক্তির সঠিক চর্চার মাধ্যমে, আমাদের গোটা জীবনটাই পরিবর্তিত হতে পারে। খ্রীষ্টের কাছে আমাদের ই‪ছাকে সমর্পণের মাধ্যমে আমরা আমাদেরকে স্বর্গীয় শক্তির সঙ্গে সম্পর্কিত করতে পারি। আমরা নিজেদেরকে অবিচলিত রাখার জন্য উর্দ্ধ থেকে শক্তি পেয়ে থাকি। যারা তাদের দুর্বলতা, দোদুল্যমান মানসিক ই‪ছা সর্বশক্তিমান ঈশ্বরের অবিচলিত ই‪ছার কাছে সপে দেয় তাদের পক্ষে একটা বিশুদ্ধ ও মহৎ জীবন, ক্ষুধা ও লালসার বিরুদ্ধে একটা বিজয়ী জীবন অর্জন সম্ভব।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 157.3