স্বাস্থ্য এবং সুখ

53/269

প্রত্যাশা দ্বারা পরিত্রাণ প্রাপ্ত

“কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি।”(রোমীয় ৮:২৪)। যারা পাপে পড়ে আছে তাদেরকে এই অনুভব করে পরিচালিত করতে হবে, যে ফিরে আসার জন্য তাদের খুব দেরী হয়ে যায়নি। যীশু মানুষকে তাঁর আশা দিয়ে সম্মান করেন, এইভাবে তাকে নিজে সম্মানে প্রতিষ্ঠিত করেন। এমনকি যারা গভীরতম পাপে পতিত হয়েছে তাদেরকেও পরিত্রাণকর্তা সম্মান করেন। আমাদের শত্রুতা, নৈতিক কলুষিত এবং অপবিত্রতার সংস্পর্শ খ্রীষ্টের চিরদুঃখ; কিন্তু তাঁর অনুভূতিতে যে আঘাত লাগে অথবা তাঁর রুচিতে যে বিঘ্ন সৃষ্টি হয় তা কখনও একদিনের জন্যও তিনি প্রকাশ করেন নি। যেভাবেই আমাদের কু-স্বভাব, প্রবল কুসংস্কার, অথবা মাত্রাতিরিক্ত মানবীয় যাতনা, হোক কোমল দয়ার্দ্রতায় তিনি তাদের সাথে সাক্ষাৎ করেন। আমরা যখন তাঁর আত্মার অংশী হবো, আমরা তখন সমস্ত লোককে আমাদের, একই প্রলোভন এবং পরীক্ষায়, পতিত হওনে, এবং পুনরুত্থিত হওনের জন্য সংগ্রামে, নিরুৎসাহের এবং কষ্টের বিরুদ্ধে যুদ্ধে, সহানুভূতি এবং সাহায্যের জন্য আকুলভাবে কামনায় ভাই হিসেবে গণ্য করবো। তখন আমরা তাদের সাথে এমনভাবে সাক্ষাৎ করবো যে তাদেরকে নিরুৎসাহিত করবো না অথবা হটাইয়া দেব না, কিন্তু তাদের হৃদয়ে আশার সঞ্চার ঘটাবো। তারা যখন এরূপ উৎসাহিত হবে, তারা আত্মবিশ্বাসের সাথে বলতে পারবে, “হে আমার বিদ্বেষিণী, আমার বিরুদ্ধে আনন্দ করিও না; পতিত হইলেও আমি উঠিব, অন্ধকারে বসিলেও সদাপ্রভু আমার আলোকস্বরূপ হইবেন। আমি সদাপ্রভুর ক্রোধ বহন করিব, কারণ আমি তাঁহার বিরুদ্ধে পান করিয়াছি; শেষে তিনি আমার বিবাদে পক্ষবাদী হইয়া আমার বিচার নিস্পত্তি করিবেন; তিনি আমাকে বাহির করিয়া আলোকে আনিবেন, আমি তাঁহার ধর্মশীলতা দর্শন করিব।”মীখা ৭:৮-৯। MHBen 146.1

তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন
পৃথিবীর সমস্ত বিশ্বাসীর উপরে।
তিনি তাহাদের সমস্ত কার্য্যালোচনা করেন।
MHBen 146.2

গীত ৩৩:১৪, ১৫।

তিনি আমাদেরকে প্রলোভিত এবং ভুলকারীদের সাথে এ বিবেচনায় আচরণ করতে আহ্বান জানান, “আপনাকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে পড়।”গালাতীয় ৬:১। আমরাও যে ভুল করি এই অনুভূতিতে, অন্যদের ভুলের সাথেও আমাদের সমবেদনা থাকা উচিত। MHBen 147.1

“কেননা কে তোমাকে বিশিষ্ট করে? আর যাহা না পাইয়াছ এমনই বা তোমার কি আছে? আর যাহা পাইয়াছ; এখন যেন পাও নাই, এরূপ শ্লাঘা যেন করিতেছ?” ১করি: ৪:৭। MHBen 147.2

“কিন্তু তুমি কেন তোমার ভ্রতার বিচার কর? কেনই বা তুমি তোমার ভ্রাতাকে তু‪ছ কর?” রোমীয় ১৪:১০। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 147.3

“অতএব আইস, আমরা পরস্পর কেহ কাহারও বিচার আর না করি, বরং তোমরা এই বিচার কর যে, ভ্রাতার ব্যাঘাতজনক বা বিঘ্নজনক কিছু রাখা অকর্ত্তব্য।”রোমীয় ১৪:১৩। MHBen 147.4