স্বাস্থ্য এবং সুখ

36/269

৯ - শিক্ষা দান ও সুস্থকরণ

“তিনি তাদেরকে ঈশ্বরের রাজ্য প্রচার ও
অসুস্থদের সুস্থ করতে পাঠালেন।”

যীশু যখন তাঁর বারোজন শিষ্যকে মিশনারী কাজে প্রথম পাঠালেন, তিনি তাদেরকে বললেন, “আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করিও, স্বর্গ রাজ্য সন্নিকট হইল।”পীড়িতদিগকে সুস্থ করিও, মৃতদিগকে উত্থাপন করিও, কুষ্ঠীদিগকে শুচি করিও, ভূতদিগকে ছাড়াইও; তোমরা বিনামূলে পাইয়াছ, বিনামূল্যেই দান করিও।”(মথি ১০:৭,৮)। MHBen 117.1

পরবর্তীতে সত্তর জনকে পাঠাতে গিয়ে তিনি বলেছিলেন, “আর তোমরা যে কোন নগরে প্রবেশ কর, আর সেখানকার পীড়িতদিগকে সুস্থ করিও, তাহাদিগকে বলিও, ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট হইল।”(লূক ১০: ৮, ৯)। যীশুর উপস্থিতি ও তাঁর শক্তি তাদের সাথে ছিল। আর “সেই সত্তর জন আনন্দে ফিরিয়া আসিয়া কহিল, আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়।”(লূক ১০:১৭)। MHBen 117.2

যীশুর স্বর্গে চলে যাবার পরে একই কাজ অব্যাহত থাকল। তাঁর পরিচর্যার দৃশ্য পুনঃ আবৃত হলো। “আর যিরূশালেমের চারিদিকের নগরসমূহ হইতেও অনেক লোক রোগীদিগকে এবং অশুচি আত্মা দ্বারা ক্লিষ্ট ব্যক্তিদিগকে লইয়া সমাগত হইত, আর তাহারা সকলেই সুস্থ হইত।”(প্রেরিত ৫:১৬)। MHBen 117.3

আর “তাঁহারা প্রস্থান করিয়া সর্বত্র প্রচার করিতে লাগিলেন; এবং প্রভু সঙ্গে সঙ্গে কার্য করিয়া অনুবর্তী চিহ্নসমূহ দ্বারা সেই বাক্য সপ্রমাণ করিলেন।”(মার্ক ১৬:২০)। “আর ফিলিপ শমরিয়ার নগরে গিয়া লোকদের কাছে খ্রীষ্টকে প্রচার করিতে লাগিলেন। আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাঁহার কৃত চিহ্ন-কার্য সকল দেখিয়া একচিত্তে তাঁহার কথায় অবধান করিল। কারণ অশুচি আত্মাবিষ্ট অনেক লোক হইতে সেই সকল আত্মা উচ্চঃস্বরে চেঁচাইয়া বাহির হইয়া আসিল, এবং অনেক পক্ষাঘাতী ও খঞ্জ সুস্থ হইল; তাহাতে ঐ নগরে বড়ই আনন্দ হইল।”(প্রেরিত ৮:৫-৮)। MHBen 117.4