স্বাস্থ্য এবং সুখ

24/269

প্রকৃতির নিরাময়কারী শক্তি

অতএব একমাত্র আশা হ‪চ্ছে লোকদের সঠিক স্বাস্থ্য নীতি শিক্ষা দেয়া। চিকিৎসকদের লোকদের শিক্ষা দিতে হবে যে, ওষুধে কোন নিরাময় ক্ষমতা নেই কিন্তু প্রকৃতিতে আছে। স্বাস্থ্যের নিয়ম ভঙ্গের ফলে যে অবস্থার উদ্ভব হয় সে অবস্থা থেকে দৈহিক পদ্ধতিকে মুক্ত করতে প্রকৃতির একেকটি প্রচেষ্টাই এক একটা রোগ। রুগ্নতার ক্ষেত্রে তার কারণ সম্পর্কে নিশ্চিত হতে হবে। অস্বাস্থ্যকর অবস্থার পরিবর্তন করতে হবে এবং মন্দ অভ্যাসগুলো সংশোধন করতে হবে। তাহলে খারাপ জিনিসগুলো দেহ থেকে বের করে দিতে প্রকৃতির সহায়তা করা হবে এবং দৈহিক পদ্ধতিতে সঠিক অবস্থা পুনঃর্বহাল করা হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 105.2