স্বাস্থ্য এবং সুখ

4/269

ব্যক্তিগত পরিচর্যা

খ্রীষ্ট পরিত্রাণের সুসমাচার বার্তা ঘোষণার সুযোগের কোন অবহেলা করেননি। শমরীয়ার একজন নারীর প্রতি তার চমৎকার বাণী শুনুন। তিনি যাকোবের কূপের কাছে বসেছিলেন; এরই মধ্যে শমরীয়া নারী জল তুলতে এসেছিল। তিনি তার কাছে আকস্মাৎ একটু জল চাইলে নারী অবাক হল। তিনি বললেন, “আমাকে পান করিবার জল দেও,” তিনি একঢোক ঠান্ডা জল পান করতে চাইলেন, এবং এই সময় তিনি পথ উন্মুক্ত করতে ই‪ছা করলেন, যেন তিনি তাকে জীবন দিতে পারেন। শমরীয় স্ত্রী লোকটা বলল, “আপনি যিহূদী হইয়া কেমন করিয়া আমার নিকট পান করিবার জল চাহিতেছেন? আমি ত শমরীয় স্ত্রীলোক। - কেননা শমরীয়দের সহিত যিহূদীদের ব্যবহার নাই।” -যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে, ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছেন, ‘আমাকে পান করিবার জল দেও,’ তবে তাঁহারই নিকটে তুমি যা‪ঞা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। ...যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে, তাহার আবার পিপাসা হইবে; কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনও হইবে না; বরং আমি তাহাকে যে জল দিব, তাহা তাহার অনন্ত এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে।” (যোহন ৪:৭-১৪)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 14.2

খ্রীষ্ট, একজন স্ত্রীলোকের প্রতি কিরূপই না আগ্রহ প্রকাশ করলেন! তাঁর কথা সকল কিরূপই না চমৎকার ছিল! স্ত্রীলোক এ কথা শুনে তার কলসী ফেলে রেখে নগরে চলে গেল, আর লোকদেরকে বলল, “আইস, একটী মানুষকে দেখ, আমি যাহা কিছু করিয়াছি, তিনি সকলই আমাকে বলিয়া দিলেন; তিনিই কি সেই খ্রীষ্ট নহেন?” আমরা পড়েছি; “ঐ নগরে শমরীয়দের অনেকে তাঁহাকে বিশ্বাস করিয়াছিল।” (যোহন ৪:২৯, ৩৯)। আর কে প্রভাব পরিমাপ করতে পারে যা এই সকল কথা বহু বছর আগে থেকে আত্মাগণের পরিত্রাণের জন্য বিস্তার করছে? MHBen 15.1

যখনই অন্তঃকরণ সকল সত্য গ্রহণের জন্য খুলে যায়, খ্রীষ্ট তখনই তাদের শিক্ষা দেবার জন্য প্রস্তুত। তিনি তাদের কাছে পিতাকে প্রকাশ করেন, এবং তিনি অন্তঃকরণ পাঠ করেন, তার কাছে সেবা গ্রহণযোগ্য। এরূপ ব্যক্তিদের জন্য তিনি দৃষ্টান্ত ব্যবহার করেন না। তাদের কাছে কূয়ার কাছে স্ত্রীলোককে তিনি বলেন, “আমিই সেই, যিনি তোমার নিকটে কথা বলেন।” MHBen 15.2

*****