স্বাস্থ্য এবং সুখ

19/269

আত্মার পরিচর্যা

চিকিৎসা সংক্রান্তমিশনারী কাজে আত্মাগণের জন্য গভীর আকা‫ক্ষা আনতে হবে। মানুষের ওপরে ন্যাসড় দায়িত্বের মধ্যে সুসমাচার প্রচারকের সাথে চিকিৎসককে সমভাবে সর্বোচ্চ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি উপলব্ধি করুন আর নাই করুন প্রত্যেক চিকিৎসকের ওপরেই আত্মার নিরাময়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। MHBen 96.2

রোগ ও মৃত্যু নিয়ে তাদের নিত্যদিনের কাজে প্রায়ই চিকিৎসকেরা ভবিষ্যৎ জীবনের গাম্ভীর্যপূর্ণ বাস্তবতা দৃশ্যপট থেকে হারিয়ে ফেলেন। দৈহিক বিপদ অপসারণ করতে তাদের আন্তরিক প্রচেষ্টা চালাতে গিয়ে তারা আত্মার মহা বিপদের কথা ভুলে যান। যার সেবা তারা করছেন সম্ভবতঃ তারা তার জীবনকে হাতছাড়া করছেন। তার প্রতি শেষ সুযোগগুলোও হয়তো তার নাগালের বাইরে চলে যা‪চ্ছে। যীশুর বিচারাসনের সম্মুখে চিকিৎসককে এই আত্মাদের জন্য বিচারের মুখোমুখী হতে হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 96.3

সময় মত একটি কথা বলতে অবহেলা করে আমরা প্রায়ই মহামূল্যবান আশীর্বাদ থেকে বঞ্চিত হই। যদি সুবর্ণ সুযোগটার প্রতি নজর না রাখা হয় তবে আমরা তা হারাব। রুগ্ন ব্যক্তির শয্যাপাশে ধর্মীয় গোষ্ঠি কিম্বা তর্ক বিষয়ক একটা কথাও বলা উচিত হবে না। বরং দুর্দশাগ্রস্ত ব্যক্তিকে একজনের দিকে পরিচালিত করুন, যিনি তাদের সকলকে পরিত্রাণ দিতে পারেন যদি তারা বিশ্বাসের সাথে তাঁর কাছে আসে যে আত্মা জীবন ও মরনের মাঝামাঝি ভেঁসে বেড়া‪চ্ছে। আন্তরিকতা, প্রেমে ও সহমর্মিতায় তাকে সাহায্য করতে চেষ্টা করুন। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 96.4

চিকিৎসক যিনি জানেন যে যীশুই তার ব্যক্তিগত পরিত্রাণকর্তা, কেননা তিনি নিজেই আশ্রয় দূর্গের দিকে পরিচালিত হয়েছেন, তাই তিনি এই ভীত-সন্ত্রস্ত, অপরাধী, পাপে আক্রান্ত আত্মাগণ যারা সাহায্যের জন্য তার দিকে ফেরে, তাদের সাথে কি প্রকার আচরণ করতে হবে তা তিনি জানেন। “পরিত্রাণ পাইতে হইলে আমাকে কি করিতে হইবে?” এই অনুসন্ধানের উত্তর দিতে পারেন। তিনি মুক্তিদাতার প্রেমের গল্প বলতে পারেন। তিনি পাপ স্বীকার ও বিশ্বাসের ক্ষমতা সংক্রান্তঅভিজ্ঞতা সম্পর্কে কথা বলতে পারেন। তিনি প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে সরল ভাষায় আন্তরিক আবেদনের মাধ্যমে আত্মার চাহিদা উপস্থাপন করতে পারেন এবং রুগ্ন ব্যক্তিকে প্রার্থনার মাধ্যমে তাঁর আশীর্বাদ কামনা করতে এবং দরদী পরিত্রাণকর্তার আশীর্বাদ গ্রহণ করতে উৎসাহিত করতে পারেন এভাবে যেমন তিনি রুগ্ন ব্যক্তির শয্যা পাশে সেবা প্রদান করা রত অবস্থায়, এমন সব কথা বলতে চেষ্টা করেন যা তাকে সান্ত্বনা দিতে ও সাহায্য করতে পারে, তখন প্রভু তার সঙ্গে এবং তার মাধ্যমে কাজ করে থাকেন। যেমন ক্লেশাপন্ন ব্যক্তির মন পরিত্রাণকর্তার দিকে পরিচালিত হয়, তখন যীশুর শান্তিতে তার অন্তর পরিপূর্ণ হয়, আর তাতে যে আধ্যাত্মিক সুস্থতা তার মাঝে আসে তা তার শারীরিক রুগ্নতা নিরাময়ে ঈশ্বরের আশীর্বাদকারী হাতরূপে কাজ করে থাকে। MHBen 97.1

রোগীর দেখাশোনা করতে এসে চিকিৎসক প্রায়ই ক্লেশাপন্ন ব্যক্তির বন্ধুদের পরিচর্যার সুযোগ পেয়ে থাকেন। যখন তারা যাতনাগ্রস্ত ব্যক্তির শয্যা পাশে এসে অনুভব করেন যে ক্লেশাপন্ন ব্যক্তির নিদারুন যাতনার সামান্যতম অংশও তারা উপশম করতে অপারগ, তখন তাদের জীবন গলে যায়। প্রায়ই অন্যদের মাঝে গুপ্ত দুঃখ বেদনা চিকিৎসকের কাছে ব্যক্ত করে ফেলে। আর তখনই সুযোগ আসে এই দুঃখার্তদেরকে তাঁর দিকে দৃষ্টি নিবদ্ধ করতে যিনি পরিশ্রান্ত ও ভারাক্রান্তদেরকে তাঁর কাছে আসতে আহ্বান করেছেন। আর সেই ক্ষেত্রে তাদের জন্য তাদেরকে সঙ্গে নিয়ে সমস্ত দুঃখ বেদনা ও অভিশাপের আরোগ্যকারী সান্ত্বনা দাতার কাছে তাদের চাহিদা প্রার্থনার মাধ্যমে উপস্থাপন করতে পারেন। MHBen 97.2