স্বাস্থ্য এবং সুখ
পুঙ্খানুপুঙ্খ যোগ্যতার মূল্য
চিকিৎসক যিনি যীশুর কাছে গ্রহণযোগ্য সহকর্মী হতে আশা করেন, তিনি তার পেশার প্রতি ক্ষেত্রে দক্ষ হতে কঠোর প্রচেষ্টা চালাবেন। তিনি অধ্যবসায় সহকারে অধ্যয়ন করবেন যেন তার পেশাগত দায়িত্বের নিমিত্ত যথেষ্ট যোগ্য হতে পারেন এবং উন্নততর অবস্থানে পৌঁছানোর জন্য অবিরাম চেষ্টা চালাবেন, ক্রমবর্ধমান জ্ঞানে অন্বেষণ, উচ্চতর দক্ষতা ও গভীরতর প্রভেদ উপলব্ধি জ্ঞান অর্জন করবেন। প্রত্যেক চিকিৎসকের উপলব্ধি করা উচিত যে, যিনি কার্যত দুর্বল ও অদক্ষ তিনি কেবল রোগীদেরই ক্ষতি করবেন না বরং তার সহচিকিৎসকদের সাথেও অবিচার করেন। চিকিৎসক যিনি নিম্নমানের দক্ষতা ও জ্ঞানে তৃপ্ত তিনি কেবল চিকিৎসা পেশাকেই হেয় করেন না বরং প্রধান চিকিৎসক মশীহের প্রতিও অসম্মান প্রদর্শন করেন। MHBen 92.1
যারা চিকিৎসা কাজে বেমানান বা অযোগ্য মনে করে তারা তাদের জন্য অন্য কোন কাজ বেছে নেয়া উচিত। যারা রোগীদের সেবা যত্নে যথেষ্ট উপযোগী, কিন্তু চিকিৎসা কাজে তাদের শিক্ষাগত যোগ্যতা সীমিত, তারা একটু নিম্নমানের কাজ সেবক/ সেবিকা হিসেবে বিশ্বস্ততা সহকারে সেবা কাজ করলে ভাল করতে পারবে। দক্ষ চিকিৎসকের অধীনে রোগীদের সেবার মাধ্যমে তারা অবিরত শিক্ষা লাভ করতে পারবে এবং জ্ঞান অর্জনার্থে প্রতিটি সুযোগের উৎকর্ষ সাধন করে কালক্রমে তারা চিকিৎসকের কাজ করার জন্য পুরোপুরি যোগ্য হয়ে যেতে পারে। নূতন চিকিৎসকেরা “আর তাঁহার সঙ্গে কার্য করিতে করিতে আমরা নিবেদনও করিতেছি, তোমরা ঈশ্বরের অনুগ্রহ বৃথা গ্রহণ করিও না। কেননা তিনি কহেন, MHBen 92.2
‘আমি প্রসন্নতার সময়ে তোমার প্রার্থনা
শুনিলাম, এবং পরিত্রাণের দিবসে তোমার
সাহায্য করিলাম।’
MHBen 93.1
দেখ, এমন সুপ্রসন্নতার সময়; দেখ এখন পরিত্রাণের দিবস।-আমরা কোন বিষয়ে কোন ব্যাঘাত জন্মাই না, যেন সেই পরিচর্য্যা-পদ কলঙ্কিত না হয়; কিন্তু ঈশ্বরের পরিচারক বলিয়া সর্ব্ববিষয়ে আপনাদিগকে যোগ্যপাত্র দেখাইতেছি,” (২করিন্থীয় ৬:১-৪)। MHBen 93.2
আমাদের জন্য ঈশ্বরের বাসনা এই যেন আমরা সর্বদা ওপরের দিকে উঠি। একজন প্রকৃত মিশনারী চিকিৎসক হবেন ক্রমবর্ন্ধনশীল দক্ষ পেশাদার ডাক্তার। পেশাদার উচ্চতর ক্ষমতা সম্পন্ন তালন্তওয়ালা যীশুর চিকিৎসককে খুঁজে বের করে ঈশ্বরের সেবা কার্যের এমন স্থানে কাজ করতে উৎসাহিত করা উচিত যেখানে তারা অন্যদেরকে চিকিৎসক মিশনারী হতে শিক্ষিত করতে ও প্রশিক্ষণ দান করতে পারেন। MHBen 93.3
চিকিৎসককে তার আত্মার মাঝে ঈশ্বরের পবিত্র বাক্যের আলো সঞ্চয় করতে হবে। তাকে দয়াতে ও ভালবাসায় অবিরাম বৃদ্ধি লাভ করতে হবে। তার কাছে ধর্ম কেবল অন্যদের মধ্যে এক প্রভাব বিস্তার কারক হলে চলবে না বরং এটা অন্য সকলের ওপরে আধিপত্য বিস্তারকারী প্রভা হতে হবে। তাকে উপরিস্থ পবিত্র প্রেরণা নিয়ে কাজ করতে হবে, যে প্রেরণা সমূহ শক্তিমান। কেননা মন্দতাকে পরাভূত করতে যিনি তাঁর জান বলি দিয়ে আমাদেরকে শক্তি যোগান দিয়েছেন তাঁর থেকেই সেই প্রেরণা সমূহ নির্গত হয়। MHBen 93.4
যদি কোন চিকিৎসক বিশ্বাস ও অধ্যবসায় সহকারে নিজেকে তার পেশায় দক্ষ করতে কঠোর প্রচেষ্টা চালান, যদি যীশুর কাছে নিজেকে উৎসর্গ করেন এবং নিজ অন্তর অনুসন্ধান করতে সময় ব্যয় করেন, তাহলে তার পবিত্র আহ্বানের রহস্য উপলব্ধি করার উপায় অনুধাবন করতে পারবেন। এভাবে তিনি নিজেকে সুশৃখল ও শিক্ষিত করতে পারবেন। ফলে, তার প্রভাবের পরিমণ্ডলে সকলে একজন কর্তৃক অর্জিত জ্ঞান ও শিক্ষার পরম উৎকর্ষ দেখতে পাবে, যিনি বিজ্ঞতায় ক্ষমতার মালিক ঈশ্বরের সঙ্গে সংযুক্ত। MHBen 93.5