স্বাস্থ্য এবং সুখ
ভুলের প্রতি ধৈর্যশীলতা
যারা খ্রীষ্টের নামধারী কার্যকারী তারা সকলে তাঁর বিশ্বস্ত শিষ্য নয়। যারা তাঁর নাম ধারণ করে এবং তাঁর কার্যকারীদের তালিকাতে সংযুক্ত তাদের মধ্যে কেউ কেউ তাঁর চরিত্র অন্যের কাছে প্রতিনিধিত্ব করে না। তারা তাঁর নীতি দ্বারা পরিচালিত নয়। প্রায়ই এ সব লোকেরা তাদের সহকর্মী এবং যীশু খ্রীষ্টের বিশ্বাসে নবজাত যারা তাদের জন্য হতাশা এবং জটিলতার কারণ; কিন্তু ভ্রান্ত হবার প্রয়োজন নেই। খ্রীষ্ট আমাদের আদর্শ। তিনি আমাদের তাঁকে অনুসরণ করতে আহ্বান করেছেন। MHBen 474.1
শেষকাল পর্যন্তফসলের ক্ষেতে আগাছা থাকবে। যখন গৃহকর্তার দাসেরা, তার সম্মান রক্ষার জন্য অতি উৎসাহের সঙ্গে সব আগাছা তুলে ফেলতে চেয়েছিল, তখন গৃহকর্তা বলেছিলেন; “না, কি জানি, শ্যামাঘাস সংগ্রহ করিবার সময়ে তোমরা তাহার সহিত গমও উপড়াইয়া ফেলিবে। শস্যছেদনের সময় পর্যন্তউভয়কে একত্রে বাড়িতে দেও। পরে ছেদনের সময়ে আমি ছেদকদিগকে বলিব, তোমরা প্রথমে শ্যামাঘাস সংগ্রহ করিয়া পোড়াইবার জন্য বোঝা বাঁধিয়া রাখ, কিন্তু গম আমার গোলায় সংগ্রহ কর,“(মথি ১৩:২৯,৩০)। MHBen 474.2
ঈশ্বর তাঁর অসীম প্রেম এবং ক্সধর্যসহকারে বিপদগামী এবং বিশ্বাসঘাতক লোকদের সঙ্গে ব্যবহার করেন। খ্রীষ্টের মনোনীত শিষ্যদের মধ্যে যিহূদা ছিল একজন বিশ্বাসঘাতক, বেঈমান। বর্তমানে যদি তার কার্যকারীদের মধ্যে বিশ্বাসঘাতক দুই একজন থাকে তবে কি আমাদের হতাশ এবং নিরুৎসাহিত হওয়া উচিত? যিনি হৃদয় পড়তে পারেন তিনি যদি তাঁর বিশ্বাসঘাতকের প্রতি ধৈর্য ধারণ করতে পারেন, তবে যারা ভ্রান্তপথে আছে তাদের প্রতি আমাদের কত বেশী ধৈর্য ধারণ করা দরকার! MHBen 474.3
যাদের মনে হয় বিপদগামী, তাদের মধ্যে সকলে যিহূদার মত নয়। পিতর যিনি ছিলেন উদ্যোগী, তৎপর এবং আত্ম-বিশ্বাসী তিনিও দেখা দৃষ্টিতে যিহূদার চেয়ে বড় ভুল করতেন। প্রায়ই জীবনদাতা তাকে অনুযোগ করতেন। কিন্তু, জীবনে তিনি কত মহৎ আত্মত্যাগী একজন MHBen 474.4
কার্যকারী ছিলেন! যীশু এ পৃথিবীতে থাকাকালীন সময় তাঁর শিষ্যদের সঙ্গে যেমন হাঁটতেন, কথা বলতেন, চলতেন, আমরা যখন অন্যদের মধ্যে থাকি আমরাও সেরূপ ব্যবহার করতে সমর্থ। নিজেকে একজন সুসমাচার বহনকারী বলে মনে করুন, সর্ব প্রথমে আপনার সহকর্মীদের কাছে। খ্রীষ্টের কাছে একজন লোককে নিয়ে আসা প্রায়ই অনেক সময় ও অনেক কঠিন পরিশ্রমের কাজ। আর যখন একজন পাপী তার পাপ থেকে ফিরে তখন স্বর্গে, সব দূতদের মধ্যে আনন্দ হয়। চিন্তাকরুন, পরিচর্যাকারী পবিত্র আত্মা, যিনি প্রত্যেক আত্মার পরিচর্যা করেন, এবং আমরা যারা খ্রীষ্টান বলে দাবি করি, তার ও অন্যদের প্রতি যে ব্যবহার করি তা দেখে কি তিনি সন্তুষ্ট? আমরা প্রায়ই অন্যদের প্রতি যেরূপ ব্যবহার করি, খ্রীষ্ট যদি আমাদের প্রতি তদ্রূপ করতেন, তবে আমরা কত জন রক্ষা পেতাম? MHBen 475.1
মনে রাখবেন, আপনি সবার হৃদয়ের কথা পড়তে পারেন না। যে কাজটি আপনি দেখছেন ভুল, তা করার পেছনে একটা উদ্দেশ্য আছে। যারা সঠিক শিক্ষা পায়নি, তাদের চরিত্র অস্পষ্ট, অবৃত্ত, তারা কঠিন ও ঘোঁৎ ঘোঁৎকারী এবং মনে হয় তারা প্রত্যেকটি ব্যাপারে বক্র। কিন্তু খ্রীষ্টের অনুগ্রহ তাদের পরিবর্তন করতে পারে। তাদের কখনো পাশে ফেলে রাখবেন না, তাদের প্রতি অতিষ্ঠ অথবা নিরুৎসাহিত হয়ে বলবেন না, “তুমি আমাকে কষ্ট দিয়েছ, আমি তোমাকে সাহায্য করব না।” তাদের যা প্রাপ্য সেভাবে চিন্তাকরে আমরা যদি আবেগের বশে উত্তেজিতভাবে অল্প কথা বলি, তবে এর প্রভাবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, যেখানে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়া উচিত ছিল। MHBen 475.2
অটল, দৃঢ় সঙ্গতিপূর্ণ জীবন, ধৈর্য, সহিষ্ণুতা, এবং প্ররোচনার মধ্যে অবিক্ষুদ্ধ মনোভাব সর্বদা শ্রেষ্ঠ সমাধান এবং শ্রদ্ধাপূর্ণ আবেদন। আপনার যদি সে․ভাগ্য বা সুযোগ হয়ে থাকে যা অন্যদের মধ্যে অনৈক্যের হয়নি। এ বিষয় বিবেচনা করে, তাদের বিজ্ঞ ও ধৈর্যশীল শিক্ষক হোন। MHBen 475.3
গালা বা মোমের ওপর পরিষ্কার ছাপ বসানোর জন্য তাড়াতাড়ি ব্যস্ততার সঙ্গে হালকা চাপ দিলে হয় না; কিন্তু সতর্কভাবে, জোরে চাপ দিয়ে রাখতে হয় যতক্ষণ না ছাপটি আকার ধারণ করে। একইভাবে মানুষের মনের সঙ্গে করুন। অবিরত জীবনদাতা খ্রীষ্টের চরিত্রের প্রভাব হচ্ছে সবচেয়ে বড় শক্তি, এবং এটা নির্ভর করে আপনি কেমনভাবে খ্রীষ্টের চরিত্রের প্রভাব অন্যদের ওপর ছাপ দিচ্ছেন। যারা ভুল করে তাদের আপনার অভিজ্ঞতার কথা বলে সাহায্য করুন। তাদের দেখান, যখন আপনি ভুল করেছেন তখন আপনার সহকর্মীরা আপনাকে উৎসাহ ও আশা দানের জন্য ধৈর্য, প্রেম এবং সাহায্য করছেন। MHBen 475.4
শেষ বিচারের আগে আপনি কখনো জানতে পারবেন না বিদ্বেষী অবিবেচক এবং অযোগ্য লোকদের প্রতি অনুগ্রহ প্রদর্শনের কি প্রভাব। যখন আমরা অকৃতজ্ঞ ও পবিত্র দায়িত্বের প্রতি অবিশ্বস্তদের সম্মুখীন হই, তখনই আমাদের ঘৃণা বা ক্রোধের ঊর্ধ্বে তাদের সাথে ব্যবহার করতে হবে। প্রত্যাশানুসারে তারা দোষী সাব্যস্ত হতে প্রস্তুত। কিন্তু ধৈর্যপূর্ণ ব্যবহার তাদের আশ্চর্যান্বিত করে এবং প্রায়ই তাদের অনুভূতিকে জাগ্রত করে এবং আকাঙ্ক্ষিত সুন্দর জীবনে অনুপ্রাণিত হয়। MHBen 476.1
“ভাইয়েরা, যদি কেউ কোন অপরাধে ধরাও পরে, তবে আত্মিক যে তোমরা, সেই প্রকার ব্যক্তিকে মৃদুতার আত্মায় সুস্থ কর, আপনাকে দেখ, পাছে তুমিও পরীক্ষাতে পড়। তোমরা এক জন অন্যের ভার বহন কর; এইরূপে খ্রীষ্টের ব্যবস্থা সম্পূর্ণরূপে পালন কর।”(গালাতীয় ৬:১,২)। MHBen 476.2
ঈশ্বরের সন্তান হতে যারা মনোনয়ন করেন তাদের মনে রাখা উচিত যে তাঁর মিশনারীরূপে সর্ব শ্রেণীর লোকদের সংস্পর্শে তাদের আসতে হয়। তাদের মধ্যে ভদ্র, অভদ্র, বিনয়ী এবং অহংকারী, বিশ্বাসী এবং নাস্তিক বা সন্দেহবাদী, শিক্ষিত এবং মুর্খ, ধনী এবং গরীব থাকে এই বিভিন্ন প্রকার লোকদের সঙ্গে একইভাবে আচরণ করা যায় না; কিন্তু সকলের জন্য অনুগ্রহ, প্রয়োজন আছে। একে অন্যের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আমাদের মন শুদ্ধ ও পরিবর্তিত হওয়া উচিত। আমরা একে অন্যের উপর নির্ভরশীল এবং সহমানবিক ভ্রাতৃত্ব প্রেমে এক সঙ্গে আবদ্ধ। MHBen 476.3
“একে অন্যের ওপর নির্ভরশীলতায়
স্বর্গ তৈরী হয়,
একজন প্রভু, বা দাস অথবা বন্ধু
একে অন্যকে সহায়তা করতেই আহ্বান,
যেন এক জনের দুর্বলতায় সকলের শক্তি হয়।
MHBen 477.1
সামাজিক সম্পর্কের মাধ্যমে খ্রীষ্ট ধর্ম এ পৃথিবীতে প্রসারিত হয়েছে। প্রত্যেক নারী বা পুরুষ যারা এ জগতের আলোতে আলোকিত হয়েছেন জীবনের অন্ধকারের পথে আলো দান করতে, যেন যারা তাদের সংসর্গে আসেন তারা উন্নত জীবন পান। খ্রীষ্টের আত্মা দ্বারা সামাজিক শক্তি পবিত্রকৃত হওয়া আবশ্যক যা অন্যকে জীবনদাতার কাছে নিয়ে আসে। খ্রীষ্টকে লোভনীয় সম্পদের ন্যায় অনন্তর মধ্যে গুপ্ত রাখা যায় না, তাঁকে গ্রহণকারী পবিত্র এবং আনন্দ সহকারে ধারণ করা আবশ্যক। আমাদের মধ্যে খ্রীষ্টকে ফোয়ারার জলের ন্যায় রাখা দরকার যেন আমাদের সংস্পর্শে যারা আসেন তারা যেন অনন্তজীবনের পরশে সজীব হতে পারেন। MHBen 477.2
*****