স্বাস্থ্য এবং সুখ

243/269

আমাদের পেশায় ঈশ্বরের ইচ্ছা

অনেকেই তাদের কর্মজীবনে অসুখী থাকে। হয়তো তাদের পরিবেশ অনুপযোগী; তাদের সময় হয়তো সাধারণ কাজে ব্যয় হয়ে যায়, যখন তারা মনে করেন যে, তারা আরো বেশী সম্মানজনক দায়িত্বের উপযুক্ত। হয়তো মাঝে মাঝে তারা মনে করেন তাদের কাজের যথার্থ মুল্যায়ন হয় না বা মূল্যবান নয়; তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। MHBen 452.2

আমাদের স্মরণে রাখা আবশ্যক যে, আমাদের কাজের জন্য নিজেদের কোন মনোনয়ন নাও থাকতে পারে, এটা আমাদের জন্য ঈশ্বরের ই‪ছা বলে গ্রহণ করতে হবে। হয়তো এটা সন্তোষজনক বা অসন্তোষজনক, আমাদের হাতের কাছে যে দায়িত্ব থাকে তাই করা আবশ্যক। “তোমার হস্ত যে কোন কার্য করিতে পারে, তোমার শক্তির সহিত তাহাই কর; কেননা তুমি যে স্থানে যাইতেছ, সেই পাতালে কোন কার্য কি সংকল্প, কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই।”(উপদেশক ৯:১০)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 452.3

সদাপ্রভু যদি আমাদের নীনবীতে বার্তা নিয়ে যেতে হুকুম দেন, আর আমরা যদি যাফো বা কফরনাহুমে যাই তবে তিনি সন্তুষ্ট হতে পারেন না। আমাদের যেদিকে তিনি পাঠাতে চান, তার জন্য নিশ্চয় তাঁর কারণ আছে। সে স্থানে হয়তো এমন এক ব্যক্তি আছে যার আমাদের সাহায্য প্রয়োজন। যিনি ফিলিপকে ইথিওপিয়ার উপদেষ্টার কাছে, পিতরকে রোমীয় শতপতির কাছে এবং ইস্রায়েলের ছোট দাসী বালিকাকে মিসরের সেনাপতি নামানের সাহায্যের জন্য পাঠিয়েছিলেন, তিনি বর্তমানে পুরুষ, মহিলা, যুবক-যুবতীদের তাঁর প্রতিনিধি করে তাদের কাছে পাঠান, যাদের ঐশ্বরিক সাহায্য ও পরিচালনা প্রয়োজন। MHBen 452.4