স্বাস্থ্য এবং সুখ
আত্মপরিহারের আবশ্যকতা
আত্ম প্রতারিত হওন, স্বয়ং-সম্পূর্ণ হওনই মানুষের মহা বিপদ, এবং এভাবেই সে তার শক্তির উৎস অর্থাৎ ঈশ্বর থেকে দূরে সরে যায়। আমাদের স্বাভাবিক ইছা যদি ঈশ্বরের পবিত্র আত্মা দ্বারা সংশোধিত না হয়, তাহলে ঐ সবের মধ্যে নৈতিক মৃত্যুর বীজ বয়ে আনে। যদি আমরা অত্যাবশ্যকরূপে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত না হই, তবে আমরা সংযমহীনতা, আত্মপ্রেম এবং পাপের প্রলোভনের অপবিত্র প্রভাব প্রতিরোধ করতে পারি না। MHBen 437.4
যীশুর কাজ থেকে সাহায্য পেতে হলে, আমাদের অবশ্যই অভাব সমূহ উপলব্ধি করতে হবে। আমাদের অবশ্যই নিজেদের সম্পর্কে প্রকৃত জ্ঞান থাকতে হবে। যে ব্যক্তি জানে যে সে পাপী যীশু কেবল মাত্র তাকে উদ্ধার করতে পারেন। আমরা যখন আমাদের সম্পূর্ণ অসহায়ত্বের প্রতি লক্ষ্য করি এবং সকল আত্মনির্ভরশীলতা অস্বীকার করি, কেবলমাত্র তখনই আমরা ঈশ্বরের শক্তিধারণ করে থাকি। MHBen 437.5
এটা কেবলমাত্র খ্রীষ্টিয় জীবনের প্রথম ভাগেই আত্ম-অস্বীকার করা নয়। স্বর্গীয় পথের প্রতিটা ধাপে ধাপে এর নবায়ন করতে হবে। আমাদের সব সৎকাজ আমাদের নিজেদের বাহ্যিক শক্তির ওপর নির্ভরশীল; সুতরাং ঈশ্বরের দিকে অন্তৎকরণের এক অবিরল প্রসারণের আবশ্যক রয়েছে, অবিরত, একান্তভাবে পাপ স্বীকার করতে হবে এবং তাঁর সম্মুখে আত্মাকে বিনম্র রাখতে হবে। সংকট সময় আমাদের ঘিরে আছে; আর আমরা যখন আমাদের দুর্বলতা অনুভব করতে পারব, এবং যখন আমাদের শক্তিশালী উদ্ধারকর্তাকে আঁকড়ে ধরে রাখতে পারব তখন আমরা নিরাপদ। MHBen 438.1