স্বাস্থ্য এবং সুখ

229/269

৩৮ - প্রকৃত জ্ঞান অন্বেষণের গুরুত্ব

“আমার দিকে কর্ণপাত কর, ...এবং
হৃদয়ে আমার জ্ঞান প্রয়োগ কর।”

আমাদের আরো অধিক পরিষ্কাররূপে বুঝতে হবে যে, যে ঘটনা নিয়ে মহাসংঘর্ষ এবং যার সঙ্গে আমরা জড়িত তা খুবই সংকটাপন্ন। আমাদের আরো পূর্ণরূপে ঈশ্বরের বাক্যের সত্যের মূল্য এবং মহান প্রতারক দ্বারা ঐ সত্যসমূহ থেকে আমাদের মন বিপথে নিয়ে যাবার অনুমতি দেয়া মহা বিপদ বুঝতে হবে। MHBen 433.1

আমাদের উদ্ধারের জন্য আবশ্যকীয় যজ্ঞ অসীম মূল্য এই সত্যটি ব্যক্ত করে যে, পাপ একটা ভয়াবহ মন্দতা। পাপের মাধ্যমে সমগ্র মানব জীবনের মানসিক বিকৃতি ঘটেছে, মন দুষিত হয়েছে, অনুমান, ও কল্পনা ভ্রষ্ট হয়েছে। পাপ মানব অঙ্গপ্রত্যঙ্গসমূহকে দুর্বল করে দিয়েছে। বাইরের প্রলোভন, অন্তৎকরণের অভ্যন্তরে দায়িত্বপূর্ণ একটা স্বর-সঙ্গতি, এবং চরণ অনবরত মন্দের দিকে ধাবিত হয়। MHBen 433.2

আমাদের পরিবর্তে উৎসর্গ যেমন সমাপ্ত হয়েছিল, তদ্রূপ পাপের কলঙ্ক হতে আমাদের উদ্ধারও সমাপ্ত হতে হবে। দুষ্টতার কাজগুলোকে ঈশ্বরের ব্যবস্থা মাফ করবে না; কোন অধার্মিকতা এর শাস্তি থেকে রেহাই দেবে না। মঙ্গল খবরের নীতিতত্ত কোন মান উপলব্ধি করে না কেবলমাত্র ঐশ্বরিক চরিত্রের সিদ্ধতাই উপলব্ধি করে। প্রভু যীশুর জীবন ছিল ব্যবস্থার প্রতিটা আজ্ঞার একটা পূর্ণতা। তিনি বলেছিলেন, “আমি আমার পিতার সমস্ত আজ্ঞা পালন করিয়াছি। (যোহন ১৫:১০)। তাঁর জীবন আজ্ঞাবহতা এবং সেবার দৃষ্টান্ত। কেবলমাত্র ঈশ্বর অন্তঃকরণ নবায়ন করতে পারেন। “কারণ ঈশ্বর আপনিই হিতসঙ্কল্পের নিমিত্ত তোমাদের অনন্ত ই‪ছা ও কার্য্য উভয়ের সাধনকারী। সভয়ে ও সকল্পে আপন আপন পরিত্রাণ সম্পন্ন কর।”(ফিলিপীয় ২:১৩, ১২)।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 433.3