স্বাস্থ্য এবং সুখ
বিশুদ্ধতার একটি প্রশ্রবণ
আমাদের কাছে তার একটি প্রাচুর্য রয়েছে, যা বাস্তব, যা ঐশ্বরিক। জ্ঞান পিপাসুদের দূষিত স্রোতধারার কাছে যেতে হবে না। প্রভু বলেন:- MHBen 428.3
“তুমি কর্ণ পাতিয়া জ্ঞানবানদের কথা শুন,
আমার জ্ঞানে মনোনিবেশ কর।...
সদাপ্রভু যেন তোমার আশ্রয় হন,
তজ্জন্য আমি তোমাকে, তোমাকেই অদ্য
এই সকল জানাইলাম।”
MHBen 428.4
- (হিতোপদেশ ২২:১৭-১৯)।
“আমি তোমার কাছে কি উৎকৃষ্ট কথা লিখি নাই
নানা যুক্তি ও জ্ঞান সম্বন্ধে?
যাহাতে তুমি সত্য বাক্যের নিশ্চয়তা জানিতে পার,
কেহ তোমাকে পাঠাইলে তুমি যেন
তাহাকে সত্য উত্তর দিতে, পার।”
MHBen 428.5
- (হিতোপদেশ ২২:২০, ২১)।
“তিনি যাকোবের মধ্যে সাক্ষ্য দাঁড় করাইয়াছেন;
ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়াছেন;
যাহা তিনি আমাদের পিতৃপুরুষদিগকে আজ্ঞা দিয়াছিলেন
যেন তাহারা আপন আপন সন্তানদেরকে তাহা জানান।”
“উত্তরকালীন বংশের কাছে সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিব,
তাঁহার পরাক্রম ও তাঁহার কৃত আশ্চর্য ক্রিয়া সকল বর্ণনা করিব।”
MHBen 429.1
- (গীত ৭৮:৪)।
“যেন উত্তরকালীন বংশ [অর্থাৎ]
যে সন্তানগণ জন্মিবে, তাহারা তাহা জানিতে পারে;
এবং উঠিয়া আপন আপন সন্তানগণের কাছে
তাহা বর্ণনা করিতে পারে।
যেন তাহারা ঈশ্বরে প্রত্যাশা রাখে।”
MHBen 429.2
- (গীত ৭৮:৬, ৭)।
“সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে,
এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।”
MHBen 429.3
- (হিতোপদেশ ১০:২২)।