স্বাস্থ্য এবং সুখ
সর্বেশ্বর মতবাদসমূহ
আজ প্রতিটি স্থানের শিক্ষা প্রতিষ্ঠানে এবং মণ্ডলীতে আত্মিকবাদ শিক্ষা প্রবেশ করছে যা ঈশ্বর এবং তাঁর বাক্যে বিশ্বাসকে দাবিয়ে রাখছে। একটা মতবাদ আছে যে ঈশ্বর একটা নির্যাস বা উপাদান যা সমুদয় প্রকৃতি ব্যাপি রয়েছে, যারা শাস্ত্র বিশ্বাস করে তাদের অনেকে এটা গ্রহণ করে; কিন্তু, যত সুন্দরভাবে সজ্জিত হোক না কেন, এই মতবাদ একটা অতীব বিপজ্জনক প্রতারণা। এটা ঈশ্বরকে ভুল বর্ণনা প্রদান করে, এবং এটা তার মহত্ত্ব এবং মর্যাদার প্রতি একটি অবমাননা। আর এটা কেবল ভুল পথেই পরিচালিত করে না, কিন্তু মনুষ্যকে অধঃপতনে নামিয়ে দেয়। অন্ধকার এর মূল উপাদান, মত্ত্বতা এবং পরিমণ্ডল। এটা গ্রহণ করার পরিণাম, ঈশ্বর থেকে পৃথক হওন। পতিত মানব প্রকৃতির নিকটে এর অর্থ ধ্বংস। MHBen 406.2
পাপের মাধ্যমে আমাদের অবস্থা অপ্রাকৃতিক এবং যে শক্তি আমাদেরকে পুনরুদ্বার করে, তা অতি প্রাকৃতিক, নতুবা এর কোন মূল্যই নেই। কেবলমাত্র একটা শক্তি যা মানবান্তঃকরণ থেকে মন্দদের বাঁধনকে চূর্ণ করে, এবং ওটা যীশু খ্রীষ্টেতে ঈশ্বরের শক্তি। কেবলমাত্র ক্রুশে হত ব্যক্তির রক্তের মাধ্যমে আমরা পাপ থেকে পরিষ্কৃত হতে পারি। কেবলমাত্র তাঁর অনুগ্রহ আমাদের পতিত প্রকৃতির ইছা প্রতিরোধ এবং বশীভূত করতে পারে। ঈশ্বর সম্পর্কে আত্মিক মতবাদ তাঁর অনুগ্রহকে অকার্যকর করে। ঈশ্বর যদি একটি বস্তুই হয়ে থাকেন যা সকল প্রকৃতিতে অনুপ্রবেশ করে, তা হলে তিনি সকল মনুষ্যের মধ্যে বসবাস করেন এবং পবিত্রতা লাভ করতে হলে, কেবলমাত্র মনুষ্যকে তার নিজের মধ্যেই শক্তি সৃষ্টি করতে হবে। MHBen 406.3
তাদের যুক্তিযুক্ত উপসংহার অনুসরণ করবার পর, এই সকল মতবাদ সমগ্র খ্রীষ্টান অর্থনীতিকে ভাসিয়ে নিয়ে গেল। প্রায়শ্চিত্তের আবশ্যকতা বাতিল করে তারা মনুষ্যকে তার নিজের ত্রাণকর্তা। ঈশ্বর সম্পর্কে এই মতবাদসমূহ তাঁর বাক্যের কোন প্রভাব রাখে নি, আর যারা ঐগুলো গ্রহণ করে, তারা অবশেষে সমগ্র বাইবেলকে একটা রূপকথায় রূপ দেবার বিপদের সম্মুখীন হয়। তারা গুণাবলীকে লাম্পট্য অপেক্ষা অধিক উত্তম জ্ঞান করে; কিন্তু, ঈশ্বরকে তাঁর ন্যায্য কর্তৃত্বের পদ থেকে সরিয়ে দিয়ে তারা মানব শক্তির ওপরে নির্ভরশীল হয়। যা ঈশ্বরবিহীন, তা মূল্যহীন। সাহায্যবিহীন মানব জাতির ইছা, মন্দকে প্রতিরোধ করা এবং মন্দের ওপরে বিজয়ী হবার জন্য বাস্তব কোন ক্ষমতা নেই। আত্মার প্রতিরোধ ভেঙ্গে গেছে। পাপের বিরুদ্ধে মানুষের কোন বাধা নেই। একবার যখন ঈশ্বরের বাক্যের আত্মসংযম এবং তাঁর আত্মা প্রত্যাখ্যাত হয়, আমরা জানি না একজন ব্যক্তি কত গভীরে ডুবে যেতে পারে। MHBen 407.1
“ঈশ্বরের প্রত্যেক বাক্য পরীক্ষাসিদ্ধ;
তিনি আপনার শ্মরণাপন্ন লোকদের ঢালস্বরূপ।
তাঁহার বাক্যকলাপে কিছু যোগ করিও না,
পাছে তিনি তোমার দোষ ব্যক্ত করেন,
আর তুমি মিথ্যাবাদী প্রতিপন্ন হও।”
MHBen 407.2
- (হিতোপদেশ ৩০:৫, ৬)।
“দুষ্ট নিজ আপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপে বদ্ধ হয়।” MHBen 407.3
- (হিতো ৫:২২)।