স্বাস্থ্য এবং সুখ

200/269

পৃথিবীর সৃষ্টি

সৃষ্টির কাজ বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা যায় না। গ্রামের রহস্যের বর্ণনা বিজ্ঞান কি করতে পারে? MHBen 390.4

“বিশ্বাসে আমরা বুঝিতে পারি যে, যুগকলাপ ঈশ্বরের বাক্য দ্বারা রচিত হইয়াছে, সুতরাং কোন প্রত্যক্ষ বস্তু হইতে এই সকল দৃশ্য বস্তুর উৎপত্তি হয় নাই।” (ইব্রীয় ১১:৩)। MHBen 390.5

“আমি দীপ্তির রচনাকারী ও অন্ধকারের সৃষ্টিকর্তা...
আমি সদাপ্রভু এই সকলের সাধনকর্তা।...
আমি পৃথিবী নির্মাণ করিয়াছি,
ও পৃথিবীর উপরে মনুষ্যের সৃষ্টি করিয়াছি;
আমি নিজ হস্তে আকাশমণ্ডলবিস্তীর্ণ করিয়াছি,
এবং আকাশের সমস্ত বাহিনীকে আজ্ঞা দিয়া আসিতেছি।”
MHBen 390.6

(যিশাইয় ৪৫:৭-১২)।

পৃথিবীর সৃষ্টিতে ঈশ্বর পূর্বের বস্তুর ওপর নির্ভরশীল ছিলেন না। “তিনি কথা কহিলেন, আর উৎপত্তি হইল,... তিনি আজ্ঞা করিলেন, আর স্থিতি হইল।”(গীত ৩৩:৯)। সকল বস্তুই যিহোবা সদাপ্রভুর কথাতেই তাঁর সম্মুখে দন্ডায়মান হল তা বস্তুগত কিম্বা আত্মিক যা হোক না কেন, আর ঐগুলো তার নিজস্ব প্রয়োজনেই সৃষ্টি হয়েছিল। আকাশমণ্ডলও ওর সমস্ত বাহিনী, পৃথিবী এবং তন্মধ্যস্ত সকল বস্তু তাঁর মুখনির্গত বায়ুতেই উৎপত্তি হয়েছে। MHBen 390.7