স্বাস্থ্য এবং সুখ
একজন ব্যক্তিগত ঈশ্বর
যে বৃহৎ শক্তিটা সমস্ত প্রকৃতির মাধ্যমে কার্য করেন এবং সকল বস্তু সচল রাখেন তা নিছক একটা পরিব্যাপক নীতিমালা কিম্বা কর্মপ্রেরণাদায়ক শক্তি না। ঈশ্বর একটা আত্মা; তথাপি তিনি একজন ব্যক্তিগত অস্তিত্ব; কারণ তিনি তেমনই নিজেকে প্রকাশ করেছেন: MHBen 388.5
“কিন্তু সদাপ্রভু সত্য ঈশ্বর;
তিনিই জীবন্ত ঈশ্বর, ও অনন্তকাল স্থায়ী রাজা;...
যে দেবগণ আকাশমণ্ডলও ভূমণ্ডল গঠন করে নাই,
তাহারা ভূমণ্ডল হইতে ও আকাশমণ্ডলের অধঃ
হইতে উচ্ছিন্ন হইবে।”
MHBen 388.6
“যিনি যাকোবের অধিকার, তিনি সেইরূপ নহেন;
কারণ তিনি সমস্ত বস্তুর গঠনকারী।
এবং তিনি নিজ শক্তিতে পৃথিবী গঠন করিয়াছেন,
নিজ জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন,
নিজ বুদ্ধিতে আকাশমণ্ডলবিস্তার করিয়াছেন।”
MHBen 389.1
(যিরমিয় ১০:১০, ১১, ১৬, ১২)।