স্বাস্থ্য এবং সুখ
গৃহ শিক্ষা
গৃহই শিশুর সর্বপ্রথম বিদ্যালয় এবং এখানেই তার সেবা কাজের ভিত্তি স্থাপিত হয়। গৃহ শিক্ষা কেবলমাত্র যুক্তিতর্কের মাধ্যমেই দিতে হবে না। এই শিক্ষামালা সারা জীবনের প্রশিক্ষণ দেবে। MHBen 376.3
শিশুকে প্রথম যে শিক্ষাটি দিতে হবে তা হল সাহায্যকারিতা। যখনই শিশুর যুক্তি ও বিচার বুদ্ধি শক্তি পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাবে, তখনই তাকে গৃহে কিছু কিছু কাজ করতে দিতে হবে। পিতা-মাতার কাজে সাহায্য করায় উৎসাহ দিতে হবে, নিজেকে অস্বীকার করতে এবং নিয়ন্ত্রণ করতে উৎসাহিত করতে হবে। নিজের সুখ সুবিধাকে অগ্রাধিকার না দিয়ে বরং অন্যের সুবিধাকে অগ্রাধিকার দিতে হবে। ভাইবোন এবং খেলার সাথীদের সাহায্য করার সুযোগ গ্রহণ করতে হবে। যারা প্রাচীন, অসুস্থ, ভাগ্যাহতদের প্রতি দয়া প্রদর্শন করতে উৎসাহ দিতে হবে। সত্যের আত্মা যত পূর্ণরূপে গৃহে অনুপ্রবেশ করে, তত পূর্ণরূপে সন্তানসন্ততিদের জীবন গঠিত হবে। তারা সন্তান-সন্ততিদের মঙ্গলের জন্য সেবা এবং ত্যাগস্বীকারে আনন্দ খুঁজে পেতে শিখবে। MHBen 376.4