স্বাস্থ্য এবং সুখ

187/269

সেবাকাজের জন্য প্রশিক্ষণ

খ্রীষ্টান পিতামাতা এবং শিক্ষক শিক্ষয়িত্রী চিরকাল এই উদ্দেশের প্রতি লক্ষ্য রাখবেন। আমরা জানি না আমাদের সন্তান-সন্ততিরা কোন লাইনে কাজ করবে। তারা তাদের জীবন পারিবারিক চক্রে কাটিয়ে দিতে পারে; তারা জীবনের সাধারণ হাতের কাজে, নিয়োজিত থাকতে পারে অথবা পৌত্তলিকদের দেশে সুসমাচারের শিক্ষকরূপে যেতে পারে; কিন্তু সকলেই একইরূপে ঈশ্বরের পক্ষে মিশনারীরূপে এবং বিশ্বে অনুগ্রহের প্রচারকরূপে আহূত। MHBen 371.2

সদ্য অর্জিত তালন্ত, শক্তি এবং উৎসাহ, তাদের তাড়িত অনুভূতিসমূহ শিশু এবং যুবকযুবতীদের ঈশ্বর ভালবাসেন এবং তিনি চান তাদের স্বর্গীয় প্রতিনিধিদের সঙ্গে ঐক্যে আনয়ন করতে। তাদের এমন শিক্ষা অর্জন করতে হবে যা নিঃস্বার্থ সেবায় খ্রীষ্টের পার্শ্বে এসে দাঁড়াতে সাহায্য করবে। MHBen 371.3

তাঁর সর্বপ্রথম শিষ্যদের যেমন, তেমনি তাঁর সকল সন্তানদের বিষয় বলেছেন, “তুমি যেমন আমাকে জগতে প্রেরণ করিয়াছ, তদ্রূপ আমিও তাহাদিগকে জগতে প্রেরণ করিয়াছি,” (যোহন ১৭:১৮)। যেন তারা ঈশ্বরের প্রতিনিধি হয় এবং তাঁর আত্মা, তাঁর চরিত্র প্রকাশ করে, তাঁর কার্য সম্পাদন করতে পারে। MHBen 372.1

আমাদের শিশুরা পথের বি‪চ্ছেদ স্থানে দাঁড়িয়ে আছে, প্রত্যেককে প্রভুর মুক্তিপ্রাপ্তদের আত্মান্বেষী এবং স্বার্থান্বেষী, আত্ম-প্রশয় দানকারী আত্মারা দূরে নিয়ে যাবার জন্য হাতছানি দিয়ে ডাকছে। তাদের জীবন এক একটা আশীর্বাদ বা অভিশাপ স্বরূপ হবে কিনা, তা নির্ভর করে তাদের মনোনয়নের ওপর। পর্যাপ্ত শক্তিপুষ্ট, তাদের অপরীক্ষিত দক্ষতার পরীক্ষার ই‪ছা নিয়ে তাদের জীবনের প্রাচুর্যের অন্বেষণে একটা নির্গমন পথ খুঁজে বের করতে হবে। তাদের জীবনের মঙ্গল বা অমঙ্গলের জন্য সক্রিয় হতে হবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 372.2

ঈশ্বরের বাক্য কাজকে দমন করে রাখে না, কিন্তু এটা সঠিক পথে পরিচালিত করে। ঈশ্বর যুবকযুবতীদেরকে স্বল্প আবেগী হতে আদেশ করেন না। চরিত্রের যে উপাদানগুলো একজন ব্যক্তিকে প্রকৃত কৃতকার্য এবং লোকসমাজে সমাদৃত করে তোলে তাহল- মহত্ত্বর মঙ্গলের জন্য অদুর্দমনীয় বাসনা, অদম্য ই‪ছা, অধ্যাবসায় পূর্ণ প্রয়োগ এবং অক্লান্ত ধৈর্য- এগুলোকে নিরুৎসাহিত করা যাবে না। ঈশ্বরের অনুগ্রহে তারা, পৃথিবী থেকে আকাশমণ্ডলযেমন উ‪চ, কেবলমাত্র স্বার্থপর এবং জাগতিক আগ্রহ অপেক্ষা অধিক উ‪চতর উদ্দেশে এবং লক্ষ্যে পৌছতে পরিচালনা দান করবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 372.3

পিতামাতা এবং খ্রীষ্টান হিসেবে আমাদের সন্তানদের সঠিক পরিচালনা দান আমাদের উপরই বর্তে। তাদের যত্নসহকারে এবং জ্ঞানপূর্বক, স্নেহভরে, খ্রীষ্টতুল্য পরিচর্যা কাজে পরিচালনা দিতে হবে। আমাদের সন্তানদের ঈশ্বরের সেবার উদ্দেশে মানুষ করার জন্য আমরা তাঁর সঙ্গে পবিত্র নিয়মে আবদ্ধ। তাদেরকে এমন প্রভাব দ্বারা ঘিরে রাখাই হবে আমাদের সর্বপ্রথম দায়িত্ব, যা তাদের একটা সেবার জীবন মনোনয়ন এবং আবশ্যকীয় প্রশিক্ষণ লাভে পরিচালিত করবে। MHBen 372.4

“ঈশ্বর এমন প্রেম করিলেন... যে, আপনার একজাত পুত্রকে দান করিলেন,” --- যেন বিনষ্ট না হয়, কিন্তু অনন্তজীবন পাই। (যোহন ৩:১৬)। “খ্রীষ্ট... আমাদের ভালবেসে আমাদের জন্য তাঁকে উৎসর্গ করিলেন।” (ইফিষীয় ৫:২)। যদি আমরা প্রেম করি তবে আমরা দান করব। “পরিচর্যা পেতে নয়, কিন্তু পরিচর্যা দিতে.” (মথি ২০:২৮)। এটাই শ্রেষ্ঠ শিক্ষা আমাদের শিক্ষা লাভ করতে হবে এবং শিক্ষা দিতে হবে। MHBen 373.1

যুবকযুবতীদের এই চিন্তাদ্বারা উদ্বুদ্ধ করতে হবে যে, তারা তাদের নিজেদের নয়। তারা খ্রীষ্টের। তারা তাঁর রক্ত দ্বারা ক্রীত, তাঁর প্রেমের দাবি। তারা জীবিত, কেননা তিনি তাঁর শক্তি দ্বারা তাদের রক্ষা করেন। তাদের সময়, তাদের শক্তি, তাদের দক্ষতা, সবই তাঁর, এবং তাঁর কাজে ব্যবহারের উদ্দেশে এসবের উন্নয়ন সাধন করতে হবে, এ বিষয়ে তাদের প্রশিক্ষণ দিতে হবে। MHBen 373.2

দূতগণের পরেই, মানব পরিবারের অবস্থান, যারা ঈশ্বরের প্রতি মূর্তিতে নির্মিত, তাঁর সৃষ্টি কাজের সর্বশ্রেষ্ঠ কাজ। ঈশ্বর আশা করেন যা তিনি সৃষ্টি করেছেন, তার সম্ভাব্য সকলই তাদেরই হয়, এবং তিনি তাদের যে শক্তি প্রদান করেছেন তা দিয়ে তারা সর্বাত্মক এবং সর্বোত্তম কার্য সাধন করে। MHBen 373.3

জীবন রহস্যময় এবং পবিত্র। জীবনের অভিব্যক্তি, জীবনের উৎস, স্বয়ং ঈশ্বর । জীবনের সুযোগ সুবিধা সমূহ অত্যন্ত মূল্যবান, এবং এর উন্নতি সাধনে একান্ত চেষ্টা করতে হবে। সুযোগ একবার হারিয়ে গেলে, তা চিরতরে চলে যায়। MHBen 373.4

ঈশ্বর গুরুগম্ভীর বার্তা নিয়ে আমাদের সম্মুখে অনন্তকাল উপস্থাপন করেন, এবং আমাদেরকে, অমর, অবিনশ্বর মূল চিন্তার ওপরে এক হস্তমুষ্টি প্রদান করেন। তিনি মূল্যবান, মর্যাদাসম্পন্ন সত্য উপস্থাপন করেন, যেন আমরা একটা নিরাপদ এবং নিশ্চিত পথে অগ্রসর হতে পারি। বস্তু লাভের জন্য যা আমাদের সকল দক্ষতার একান্ত অঙ্গীকারের যোগ্য। MHBen 373.5

ঈশ্বর অতীব ক্ষুদ্র একটা বীজের প্রতি দৃষ্টিপাত করেন যা তিনি স্বয়ং গঠন করেছেন, এবং তার মধ্যে তিনি সুন্দর ফুল দেখতে পান, লতাকুঞ্জ দেখতে পান, সু-উ‪চ্চ, সুবিস্তৃত শাখা-প্রশাখার বৃক্ষ দেখতে পান। একইরূপে তিনি প্রতিটি মানবের মধ্যে সম্ভাবনা সমূহ লক্ষ্য করেন। একটা উদ্দেশ্য নিয়েই আমরা এখানে রয়েছি। ঈশ্বর আমাদের জীবনের জন্য একটা উদ্দেশ্য রেখেছেন, এবং তিনি চান যেন আমরা উন্নয়নের সর্বো‪চ সোপানে পৌছতে পারি।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 374.1

তিনি আশা করেন যেন আমরা অবিরত পবিত্রতায়, সুখে, এবং ব্যবহারিকভাবে বৃদ্ধি পাই। সকলেরই যোগ্যতা এবং দক্ষতা রয়েছে, এবং তাদের জানতে হবে যে, ওসব পবিত্র আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে প্রাপ্ত উপহার এবং তার উপযুক্ত ব্যবহার করতে হবে। তিনি চান যেন যুবক যুবতীরা তাদের সত্ত্বার প্রতিটি শক্তির উপযুক্ত ব্যবহার করতে পারে, এবং প্রতিটি কর্মশক্তির সক্রিয় অনুশীলন করতে পারে। তিনি এও চান যেন তারা যা উপকারী, ব্যবহার যোগ্য এবং তাদের জীবনে মূল্যবান, সে সব উত্তম হতে পারে, উত্তম কিছু করতে পারে এবং ভবিষ্যৎ জীবনের স্বর্গীয় ধন সঞ্চয় করতে পারে। MHBen 374.2

তাদের উ‪চাকা‫ক্ষা হয়ে যা কিছু স্বার্থহীন, উ‪চ, মহান এবং শ্রেষ্ঠ তার সমস্ত কিছুতে শ্রেষ্ঠতা লাভ করা। তারা আদর্শ এবং নমূনা স্বরূপ খ্রীষ্টের প্রতি দৃষ্টিপাত করুক, যাঁর অনুরূপ তাদের গঠিত হতে হবে। যে পবিত্র আকা‫ক্ষা তিনি তাঁর জীবনে প্রকাশ করেছিলেন, তার জন্য তারা লালন করবে- ‬ - একটা উ‪চাকা‫ক্ষা যা পৃথিবীকে তাদের বসবাসের উপযোগী করবে। এই কাজের নিমিত্তই তারা আহূত। ‬ MHBen 374.3