স্বাস্থ্য এবং সুখ

169/269

৩০ - গৃহের মনোনয়ন এবং প্রস্তুতি

“সদাপ্রভু... এক উদ্যান প্রস্তুত করিলেন,...
আর সেখানে... মনুষ্যকে রাখিলেন।”

সুসমাচার জীবনের সমস্যাবলির একটা চমৎকার সরলীকারক। এর শিক্ষার প্রতি মনোযোগ প্রদান অনেক জটিলতা পরিষ্কার করে দেয় এবং অনেক ভ্রান্তি হতে আমাদের রক্ষা করে। বিষয়গুলোর প্রকৃত মূল্য নিরূপণ করতে এবং সর্বশ্রেষ্ঠ মূল্যের প্রতি সর্বাধিক প্রচেষ্টা চালাতে শিক্ষা দেয়- যে বিষয়গুলো স্থায়ী। যাদের ওপরে একটা গৃহ মনোনয়নের দায়িত্ব বর্তে তাদের এটা আবশ্যক। তারা সর্বো‪চ লক্ষ্য থেকে অন্যমনস্ক হবে না। তাদের মনে রাখতে হবে যে, পার্থিব গৃহ স্বর্গের গৃহের প্রতীক এবং সে জন্য আমাদের প্রস্তুত হতে হবে। জীবন একটা প্রশিক্ষণের বিদ্যালয়, যে স্থান থেকে পিতামাতা এবং সন্তান-সন্ততিরা সনদপত্র লাভ করে ঈশ্বরের বাটীতে উ‪চতর বিদ্যালয়ে প্রবেশ করবে। একটা বাটীর জন্য যেমন স্থানের অন্বেষণ করা হয়, এই উদ্দেশ্য মনোনয়নকে পরিচালিত করবে। কিন্তু জগতের বাসনা ফ্যাশনের বাহাদুরি সমাজের প্রথা দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে না। যা সর্বাধিক সরলতা, পবিত্রতা, এবং যা বাস্তব মূল্যের দিকে পরিচালিত করবে, সে বিষয় চিন্তাকর। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 341.1

সমুদয় বিশ্বে নগরসমূহ মহা অপরাধের ফসল উৎপাদনকারী ভূমিরূপে গণ্য হ‪চ্ছে। চারদিকে মন্দতার দৃশ্য এবং স্বর বিরাজ করছে। প্রত্যেকটা স্থানে যৌনতা এবং অসৎ আমোদ প্রমোদের প্রতি প্রলোভন পরিলক্ষিত হয়। অবিরত ভ্রষ্টতা, জখম, অপরাধের স্রোত ফেঁপে উঠছে এবং প্রবাহিত হ‪চ্ছে। প্রতিদিন প্রচন্ডতা, চুরি, ডাকাতি, খুন, আত্মহত্যা এবং নাম না জানা জঘন্য অপরাধের তালিকা নিয়ে আসবে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 341.2

শহুরে জীবন মিথ্যে এবং কৃত্রিম। অর্থ লাভের প্রবল আকাংখা, উত্তেজনার দ্রুত পাক, আমোদ আহ্লাদ অন্বেষণ, আড়ম্বর পিপাসা, বিলাসিতা এবং অমিতব্যয়, এই সকল শক্তি যা, মানব জাতির মহাস্তূপ, জীবনের আসল উদ্দেশ্য থেকে মনকে দূরে নিয়ে যা‪চ্ছে। এই সকল সহস্র মন্দের দরজা খুলে দি‪চ্ছে। এই সকল যুবক যুবতীদের অদুর্দমনীয় শক্তি প্রয়োগ করছে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 342.1

একটি অতীব চতুর এবং বিপজ্জনক প্রলোভন যা শহরের শিশু এবং যুবকযুবতীদের ওপরে প্রচন্ড আক্রমণ চালা‪চ্ছে, তা হল আমোদ আহ্লাদের প্রতি ভালবাসা। অসংখ্য ছুটির দিন; খেলাধুলা এবং ঘোড় দৌড়, সহস্র সহস্র লোকদের আকর্ষণ করছে, উত্তেজনা ও আমোদ প্রমোদ তাদেরকে জীবনের মিতাচার এবং সংযত কর্তব্য থেকে দূরে আকর্ষণ করছে। যে অর্থ উত্তম কাজে ব্যবহার করার জন্য সঞ্চয় করা যেত, তা আমোদ প্রমোদের জন্য অপচয় করা হ‪চ্ছে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 342.2

যৌথ ব্যবসা, কাজ, শ্রমিক সংঘ এবং ধর্মঘটের মাধ্যমে শহরের জীবনের অবস্থা অবিরত আরো সংকটাপন্ন হয়ে আসছে। আমাদের সামনে ভয়াবহ সংকট রয়েছে; এবং বহু পরিবারের পক্ষে শহর পরিত্যাগ একটা আবশ্যকরূপে দেখা দি‪চ্ছে। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 342.3

শহরের ভৌগলিক পরিবেশ প্রায়ই স্বাস্থ্যের প্রতি হুমকি স্বরূপ। ব্যাধি পীড়ার সঙ্গে বিরামহীন দায়দায়িত্ব পালন, ব্যাপক দূষিত বাতাস, অবিশুদ্ধ জল, দূষিত খাদ্য, মানুষের ভিড়, অন্ধকার, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস, এগুলোর কারণে বহুবিধ মন্দতার সম্মুখীন হতে হয়। MHBen 342.4

ঈশ্বরের উদ্দেশ্য এইরূপ ছিল না যে, মানুষকে শহরের মধ্যে গাদাগাদি ও ঠাসাঠাসির মধ্যে থাকতে হবে, ছাদের নীচে বাসাবাড়ীতে এক সঙ্গে স্তূপাকারে থাকতে হবে। আদিতে তিনি আমাদের প্রথম পিতামাতাকে মনোরম দৃশ্য এবং পশুপাখির ডাক এবং কলতানের মধ্যে রেখেছিলেন, তিনি চান যেন আজো আমরা তদ্রূপ জীবন উপভোগ করি। আমরা যতই ঈশ্বরের আদি পরিকল্পনার কাছে আসি, আমাদের শরীর, মন এবং আত্মার নিরাপত্তা লাভের ততই অনুকূল পরিবেশে এসে পড়ি। MHBen 342.5

একটা ব্যয়বহুল বাসস্থান, অত্যধিক আসবাবপত্র, বাহ্যাড়ম্বর, বিলাসিতা, আরাম আয়েস, একটা সুখী এবং ব্যবহারিক জীবনের আবশ্যকীয় পরিবেশ এনে দেয় না। খ্রীষ্ট এই পৃথিবীতে এসেছিলেন মনুষ্যদের মাঝে সর্বশ্রেষ্ঠ কার্য সম্পন্ন করতে। তিনি ঈশ্বরের একজন রাজপূতরূপে এসেছিলেন আমাদের দেখাতে কিভাবে জীবনের সর্বোৎকৃষ্ট ফল লাভ করা যায়। অসীম পিতা কর্তৃক তাঁর পুত্রের জন্য কোন শর্ত মনোনয়ন করা হয়েছিল? গালীলের পাহাড়ের মধ্যে একটা নিভৃত আবাস; সৎ, আত্ম-সম্মানবোধ শ্রম; অনাড়ম্বর একটা জীবন; সমস্যা এবং দুঃখকষ্টের সঙ্গে নিত্য সংগ্রাম; আত্মত্যাগ, অর্থনীতি, ধৈর্য, আনন্দের সেবা; তাঁর মা’র পাশে শাস্ত্রের জড়ানো পুস্তক নিয়ে অধ্যয়ন; অতি প্রত্যুষের নীরবতা এবং সবুজ উপত্যকায় বা গোধূলির ক্ষীণ আলোক; প্রকৃতির পবিত্র পরিচর্যা; সৃষ্টি এবং স্রষ্টার বিষয় অধ্যয়ন এবং ঈশ্বরের সহিত আত্মার যোগ সম্পর্ক- এই সকলই ছিল যীশুর পার্থিব জীবনের অবস্থা এবং সুবর্ণ সুযোগ সমূহ। MHBen 342.6

সর্বযুগের সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষদের বৃহত্তম সংখ্যক লোকদের ক্ষেত্রেও তদ্রূপ। অব্রাহাম, যাকোব, যোষেফ, মোশি, দায়ূদ এবং ইলিশায়ের ইতিহাস পাঠ করুন, পরবর্তী সময়ের লোকদের জীবন পর্যালোচনা করুন যারা অতিশয় যোগ্যরূপে নির্ভরশীলতা এবং দায়িত্বপূর্ণ পদ অলংকৃত করেছিলেন, যাদের প্রভাব ছিল পৃথিবীর উন্নয়নের নিমিত্ত অতীব প্রভাব সম্পন্ন। MHBen 343.1

এঁদের মধ্যে কতজনই না পল্লী গ্রামে প্রতিপালিত হয়েছিলেন। বিলাসিতা কি, তা তারা সামান্যই জানতেন। তারা তাদের যৌবন আমোদ প্রমোদের মধ্যে অতিবাহিত করেননি। অনেকে দারিদ্র এবং দুঃখকষ্টের সঙ্গে সংগ্রাম করতে বাধ্য হয়েছিলেন। তারা আগেভাগেই কাজ করতে শিখেছিলেন, এবং উন্মুক্ত বাতাসে তাদের সক্রিয় জীবন তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ থেকে সজীবতা এবং ধৈর্যশক্তির সঞ্চার করেছিল। তাদের নিজেদের সম্পদের ওপরে নির্ভরশীল হতে বাধ্য হয়ে তারা সংকটের মধ্যে সংগ্রাম করতে এবং প্রতিবন্ধকতা অতিক্রম করতে শিখেছিল এবং এতে করে তারা উৎসাহ লাভ করেছিলেন এবং ধৈর্যধারণ করতে শিখেছিলেন। তারা আত্ম-নির্ভরশীলতা এবং আত্ম-নিয়ন্ত্রণের শিক্ষা গ্রহণ করেছিলেন। মন্দতার সংস্পর্শ থেকে দূরে আশ্রয় নিয়ে তারা প্রাকৃতিক আনন্দ এবং স্বাস্থ্যকর বন্ধুত্ব দ্বারাই তৃপ্ত হয়েছিল। স্বাদে গন্ধে তারা ছিলেন সাদাসিধে এবং তাদের স্বভাবে তারা ছিলেন মিতাচারী। তারা নীতি দ্বারা নিয়ন্ত্রিত হতেন, এবং তারা বিশুদ্ধ এবং বলিষ্ঠ, এবং সত্যবাদীরূপে বৃদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। তাদের জীবনের কাজে আহ্বান করা হলে, শারীরিক এবং মানসিক শক্তি, আত্মার প্রফুল্লতা, পরিকল্পনার ক্ষমতা সহ এগিয়ে এসেছেন, যা পৃথিবীতে মঙ্গলের জন্য তাদের একটা সন্দেহাতীত শক্তি প্রদান করেছে। MHBen 343.2

সম্পদের অন্য যে কোন উত্তরাধিকার অপেক্ষা উত্তম যা আপনি আপনার সন্তানদের দিতে পারেন তা হল স্বাস্থ্যবান শরীরের একটা উপহার, একটা সুস্থ মন, এবং আদর্শ চরিত্র। যারা বুঝতে পারে কিসে জীবনের প্রকৃত সাফল্য এনে দেয়, তারা আগে আগেই জ্ঞানবান হবে। তাদের একটা গৃহ মনোনয়নে জীবনের সর্বোত্তম বিষয়গুলো সম্মুখে রাখবে। MHBen 344.1

যেখানে কেবলমাত্র মানুষের কাজ দৃষ্ট হয়, যেখানে পুনঃপুনঃ দৃশ্য এবং রব পাপের কথা বলে, যেখানে হৈ-চৈ, বিভ্রান্তি, ক্লান্তি এবং অস্থিরতা এমন স্থানে না থেকে, আপনি সেই স্থানে চলে যান যেখানে আপনি ঈশ্বরের কার্য দেখতে পান। প্রকৃতির সৌন্দর্য, নিরবতা এবং শান্তির মাঝে বিশ্রাম খুঁজে নিন। সবুজ ক্ষেত্র, লতাকুঞ্জে চোখ বিশ্রাম লাভ করবে। নীলাকাশের দিকে দৃষ্টিপাত করুন যা শহরের ধূলা, ধূয়া, থেকে দুরে, যা আকাশকে যেন আলোকময় করে তুলেছে এবং আকাশের শক্তিশালী বায়ু ত্যাগ করছে। এমন স্থানে চলে যান যেখানে শহুরে জীবনের চিত্তবিক্ষেপ, উন্মত্ততা, লাম্পট্য নেই, যেখানে আপনি আপনার সন্তানদের সঙ্গ দিতে পারেন, যেখানে আপনি ঈশ্বরের কার্যসমূহের মাধ্যমে তাদের শিক্ষা দিতে পারেন এবং ন্যায়পরায়ণতা এবং কার্যকারিতার জীবনের জন্য প্রশিক্ষণ দিতে পারেন। MHBen 344.2