স্বাস্থ্য এবং সুখ
অতিথি সেবা
অনেকে রয়েছে যাদের কাছে আমাদের পরিবার একটা আশীর্বাদ স্বরূপ হতে পারে। আমাদের সামাজিক আপ্যায়ন জাগতিক রীতিনীতি অনুসারে হতে হবে না, কিন্তু খ্রীষ্টের আত্মা এবং তাঁর বাক্যের শিক্ষা অনুসারে হতে হবে। ইস্রায়েল সনতানেরা, তাদের সকল ভোজোৎসবে, দারিদ্র, পথিক, অপরিচিত, এবং লেবীয় সন্তানদের এবং বিদেশীদের আমন্ত্রণ করতেন, ধর্মধামের যাজক, পুরোহিত, এবং ধর্মীয় শিক্ষক এবং মিশনারীদেরকেও আমন্ত্রণ করতেন। এঁরা লোকদের অতিথি বলে গণ্য ছিলেন, যাদেরকে তাদের সকল ধর্মীয় এবং সামাজিক আমোদ-প্রমোদ তাদের আতিথ্য সহভাগ করতেন, এবং প্রয়োজনে অসুস্থতায়, ব্যাধিপীড়ায় তাদের যত্ন নিতেন। এ মত লোকদেরই আমাদের গৃহে স্বাগতম জানাতে হবে। এরূপ স্বাগতম, মিশনারী নার্স অথবা শিক্ষক, কর্ম-ক্লান্ত, কঠিন পরিশ্রমি মাতা, বা দুর্বল এবং বৃদ্ধ-বৃদ্ধাদের আনন্দ এবং উৎসাহ দান করে থাকে, যারা প্রায় একটা গৃহহীন, দরিদ্র, অনেক নিরুৎসাহের মধ্যে সংগ্রামরত ছিলেন। MHBen 329.1
খ্রীষ্ট বলেন, “তুমি যখন মধ্যাহ্ন ভোজ কিম্বা রাত্রি-ভোজ প্রস্তুত কর, তখন তোমার বন্ধুগণকে, বা তোমার ভ্রাতাদিগকে, বা তোমার জ্ঞাতিদিগকে কিম্বা ধনী প্রতিবাসিগণকে ডাকিও না; কি জানি তাহারা তোমাকে পালটা নিমন্ত্রণ করিবে, আর তুমি প্রতিদান পাইবে। কিন্তু তুমি যখন ভোজ প্রস্তুত কর, তখন দরিদ্র; নুলা, খঞ্জ ও অন্ধদিগকে নিমন্ত্রণ করিও; তাহাতে ধন্য হইবে, কেননা তোমার প্রতিদান করিতে তাহাদের কিছু নাই, তাই ধার্মিকগণের পুনরুত্থানে সময়ে তুমি প্রতিদান পাইবে।”(লূক ১৪:১২-১৪)। এরা এমন অতিথি যাদের জন্য আপনার ওপরে মহা বোঝা এসে পড়বে না। তাদের জন্য আপনার অত্যন্ত খরচ সাপেক্ষ ভোজের আয়োজন করতে হবে না। আপনাকে বহু রকমের খাদ্য সামগ্রীর আয়োজন করতে হবে না। একটা আনন্দদায়ক অভ্যর্থনার উষ্ণতা, আপনার উনুনের পার্শ্বে একটু স্থান, আপনার গৃহের মেজেতে একটা আসন, প্রার্থনার সময়ের আশীর্বাদ সহভাগের সুযোগ, অনেকের কাছে স্বর্গের একটা ক্ষীণ ও ক্ষণিক আলোক স্বরূপ হবে। MHBen 329.2
আমাদের সহানুভূতি অহম এবং পারিবারিক বেড়ার ওপর দিয়ে উপচে পড়বে। যারা তাদের গৃহগুলোকে অন্যদের কাছে একটা আশীর্বাদস্বরূপ করবে তাদের জন্য অমূল্য সুযোগ। সামাজিক প্রভাব একটা চমৎকার শক্তি। আমরা যদি ইছা করি তবে আমরা আমাদের চতুষ্পার্শ্বস্থিত লোকদের কাছে এটা সাহায্যের একটা মাধ্যমস্বরূপ হবে। MHBen 330.1
প্রলোভিত যুবক-যুবতীদের জন্য আমাদের গৃহগুলো হবে একটা আশ্রয় স্থান। অনেকে রয়েছে যারা দ্বিমুখী একটা পথে দাঁড়িয়ে রয়েছে। প্রতিটা প্রভাব, প্রতিটা ছাপ, একটা মনোনয়ন নিশ্চিত করে, যা তাদের ভাগ্যকে রূপ দেয় এই পৃথিবীতে এবং পরজগতে। এর গমন স্থান উজ্জ্বল এবং আকর্ষণীয় করা হবে। প্রত্যেক আগমনকারীর জন্য এগুলোতে একটা স্বাগতম বাণী রয়েছে। আমাদের চারপাশে যুবক যুবতীরা রয়েছে যাদের কোন গৃহ নেই এবং অনেকের গৃহে সাহায্যকারী নেই; উচ্চে তুলে ধরার শক্তি নেই, এবং যুবক যুবতীরা মন্দের মধ্যে চলে যায়। তারা আমাদের নিজেদের দরজা সমূহের ছায়ার মধ্যে ধ্বংসের মধ্যে নেমে যাচ্ছে। MHBen 330.2
যুবক যুবতীদের এমন একখানি হস্তের প্রয়োজন যা তাদের প্রতি সহানুভূতির মনোভাব নিয়ে প্রসারিত রয়েছে। সহজে কথিত দয়ার বাক্য, সামান্য একটু মনোযোগ, যা আত্মার ওপরে সংগৃহীত প্রলোভনের মেঘমালাকে সরিয়ে নিয়ে যাবে। স্বর্গজাত সহদরদের হৃদয় দুয়ার খুলবার ক্ষমতা রয়েছে, যার খ্রীষ্ট তুল্য বাক্যের সুঘ্রাণ এবং খ্রীষ্টের প্রেমের আত্মার কোমল স্পর্শ প্রয়োজন। যদি আমরা যুবক যুবতীদের প্রতি আগ্রহ প্রদর্শন করি তাদের আমাদের গৃহে আমন্ত্রণ জানাই, এবং উৎফুল্ল, সহায়ক প্রভাব দ্বারা পরিবেষ্টিত রাখি, তথায় অনেকে রয়েছে যারা আনন্দের সঙ্গে স্বর্গীয় পথে তাদের পদক্ষেপ গ্রহণ করবে। MHBen 330.3