স্বাস্থ্য এবং সুখ

154/269

বাইবেল, প্রকৃতি

এবং সুবুদ্ধির আলোকে মাদক দ্রব্যগুলো সম্পর্কে যে শিক্ষা দেয়, তাতে কিভাবে খ্রীষ্টানেরা বাজারজাত করার জন্য ‘হোপ’ফলের বীজ থেকে বিয়ার জাতীয় মদ উৎপাদনের কাজে নিজেদের নিয়োজিত রাখে, মদ উৎপাদনের কাজে নিয়োজিত রাখে অথবা আপেল থেকে সুরা উৎপাদনের কাজে নিজেদের নিয়োজিত রাখে? তারা যদি তাদের প্রতিবেশীদের নিজেদের মত ভালবাসে, তাহলে কিভাবে তারা এইরূপ সহায়তা দান করতে পারে যা তাদের জন্য ফাঁদ হয়ে দাঁড়াবে? MHBen 309.1

পিতামাতার দায়িত্ব অমিতাচার প্রায়ই ঘর থেকেই শুরু হয়। গুরুপাক, অস্বাস্থ্যকর খাদ্য খাওয়ার ফলে পরিপাক তন্ত্র দুর্বল হয়ে পড়ে, এবং যে সব খাবার আরও অধিক উত্তেজক সেই সব খাবারের প্রতি একটা তীব্র আকাংখা জন্মে। এরপর তীব্র ক্ষুধা ক্রমাগত উগ্র পানীয়ের প্রতি ব্যাকুল ই‪ছায় প্রশিক্ষিত হতে থাকে। উত্তেজক দ্রব্যের প্রতি চাহিদা অধিক নিয়মিত হয়ে ওঠে এবং তা প্রতিরোধ করা অধিক কষ্টসাধ্য হয়ে ওঠে। শারীরিক গঠনতন্ত্র অধিক অথবা অল্প বিষে ভরে ওঠে, এবং এতে এটা অধিক দুর্বল হয়ে পড়ে, আর এইসব জিনিসের প্রতি আকা‫খা আরও প্রবল হয়। ভুল পথের দিকে একটা পদক্ষেপ আর একটা পথের উপায় প্রস্তুত করে। অনেকে তাদের খাবার টেবিল মদ অথবা কোন প্রকার তীব্র পানীয় দ্বারা পূর্ণ করে এবং যে খাবার এই ধরণের তীব্র পানীয়ের প্রতি প্রবল তৃষ্ণা জাগিয়ে তোলে যার প্রতি লোভ সম্বরণ করা প্রায় অসম্ভব এমন খাবার দ্বারা টেবিল পূর্ণ করে অপরাধী হতে চান না। খাদ্য ও পানীয়ের প্রতি ভুল বা মন্দ অভ্যাস স্বাস্থ্য নষ্ট করে এবং মদ্য পানাসক্তির পথ প্রস্তুত করে। ‬ MHBen 309.2

অচিরেই মিতাচারের জন্য ন্যায়ের সংগ্রাম খুব অল্পই প্রয়োজন হবে, যদি যুব সমাজ, যারা সমাজ গঠন করে এবং সমাজের আচারঅনুষ্ঠান পালন করে তাদের মধ্যে মিতাচারের সঠিক রীতি-নীতি প্রোথিত করা যায়। পিতামাতারা তাদের উনুনের পার্শ্ব থেকেই অমিতাচারের বিরুদ্ধে ন্যায়-যুদ্ধ শুরু করুন, এবং সেই রীতি-নীতিতেই তারা তাদের ছেলেমেয়েদের শৈশব থেকেই শিক্ষা দিন, আর তখন তারা হয়ত সাফল্য আশা করতে পারবেন। MHBen 310.1

মায়েরা তাদের ছেলেমেয়েদের সঠিক অভ্যাস এবং বিশুদ্ধ রুচিবোধ গঠনে সাহায্য করতে কাজ করতে হবে। ক্ষুধা সম্পর্কে শিক্ষিত করে তুলুন; উত্তেজক পদার্থকে ঘৃণা করতে শিক্ষা দিন। চারপাশে পরিবেষ্টিত মন্দের প্রভাব প্রতিরোধ করতে ছেলেমেয়েদের নৈতিক মনোবলকে জাগিয়ে তুলুন। তাদের শিক্ষা দিন যে তারা অপরের দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত হওয়ার জন্য নয়, প্রবল প্রভাবে কাছে আত্মসমর্পণের জন্য নয়, বরং তারা অপরকে ভালর প্রভাবে প্রভাবিত করার জন্য। MHBen 310.2