স্বাস্থ্য এবং সুখ
তামাক আসক্তি
তামাক একটি ধীর গতি সম্পন্ন গোপন অনিষ্টকর; তবে ব্যক্তির ব্যক্তিত্ব নষ্টকারী হিসেবে সবচেয়ে মারাত্মক বিষ। ব্যবহারের জন্য এটা যেভাবেই তৈরী করা হোক না কেন, এটা শারীরিক বা মানসিক গঠনতন্ত্রের অত্যন্ত ক্ষতি করে, এটা অত্যন্ত বিপদজনক কারণ এর প্রতিক্রিয়া ধীরগতি সম্পন্ন , এবং প্রথম দিকে এর প্রভাব খুব একটা লক্ষণীয় নয়। এটা উত্তেজিত করে এবং তারপর স্নায়ুগুলো নিষ্ক্রিয় করে ফেলে। এটা মস্তিষ্ককে দুর্বল করে এবং আছন্ন করে। প্রায়ই এটা স্নায়ুতন্ত্রকে মদ্যপানে যত না ক্ষতি করে তার চেয়ে অধিক জোরালোভাবে ক্ষতি করে থাকে। এটা অত্যন্ত জটিল, এবং এর ক্ষতিকর প্রভাব দেহ থেকে অপসারণ করা খুবই কষ্টকর। এটা ব্যবহারের ফলে উত্তেজনা তীব্র পানীয়ের (মদ) প্রতি তৃষ্ণার্ত করে তোলে, এবং প্রায়ই দেখা যায় মদ্যপানাসক্তির পেছনে মূল ভিত্তি তামাক। MHBen 303.1
তামাকের ব্যবহার পীড়াদায়ক, ব্যয়বহুল, অপরিচ্ছন্ন অভ্যাস, ব্যবহারকারী এটা দ্বারা কলুষিত বা নোংরা হয়, এবং অপরের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এর ব্যবহারকারীরা সব জায়গাতেই বিপদের মুখোমুখি হয়। আপনি বহুলোকজনের মধ্য দিয়ে যখন হেঁটে যান তখন এমন ঘটনা খুব কমই ঘটে যখন কিছু ধূমপানকারী আপনার মুখের ওপর তাদের বিষাক্ত নিঃশ্বাস না ছাড়ে। রেলগাড়ীর কক্ষে অথবা কোন ঘরে যেখানে পরিবেশ মদ এবং তামাকের উগ্র গন্ধে ভরে থাকে সেখানে থাকা অত্যন্ত অপ্রীতিকর এবং অস্বাস্থ্যকর। যদিও লোকেরা এইসব বিষ ব্যবহারের ক্ষেত্রে নিজেদেরকে নাছোড়বান্দা কার্যকারীরূপে নিজেদের নিয়োজিত রাখে, তাদের কী অধিকার আছে বাতাস দূষিত করার যার মধ্যে অন্যেরা শ্বাস-প্রশ্বাস করতে বাধ্য? MHBen 303.2
ছোট ছেলেমেয়ে এবং যুবক-যুবতীদের মধ্যে তামাকের ব্যবহার অবর্ণনীয় ক্ষতি করছে। অতীত বংশধরদের অস্বাস্থ্যকর অভ্যাস বর্তমান ছেলেমেয়ে এবং যুবক-যুবতীদের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে মানসিক অক্ষমতা, শারীরিক দুর্বলতা স্নায়ুবিক ব্যাধি, এবং অপ্রাকৃতিক ব্যগ্র কামনা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যাধি হিসেবে পিতামাতা থেকে সন্তানে সঞ্চারিত হয়। এবং একই অভ্যাসে ছেলেমেয়েরা অভ্যস্ত হয়, অভ্যাস বৃদ্ধি পেতে থাকে এবং ক্ষতিকারক প্রভাব স্থায়ী হতে থাকে। এই কারণে শারীরিক, মানসিক, এবং নৈতিক অবনতির সামান্য মাত্রাও বাকী থাকে না, যা এই ধরণের বিপদ সংকেত থেকে হচ্ছে। MHBen 303.3
ছেলেরা খুব অল্প বয়স থেকেই তামাক ব্যবহার করতে শুরু করে। তারপর অভ্যাস এমনভাবে সুগঠিত হয়, তখন শরীর ও মন বিশেষ করে এর প্রভাবের প্রতি সংবেদনশীল হয়ে পড়ে, ফলে শারীরিক শক্তির ভিত্তি দুর্বল হয়ে পড়ে, শারীরিক বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে, মনের স্বছ চিÍৈাশক্তি নাশ করে, এবং নৈতিকতাকে কলুষিত করে। MHBen 304.1
তবে মন্দ অভ্যাস যার উদাহরণ পিতামাতা, শিক্ষকেরা, এবং পুরোহিতেরা রেখে গেছেন, সেই মন্দ অভ্যাস থেকে ছেলেমেয়ে যুবকযুবতীদের ফিরিয়ে আনতে কি করা যেতে পারে? ছোট বালক বালিকারা তাদের বাল্যকালে তাদের গুরুজনদের ধূমপান করতে দেখেছে সেই দৃশ্য থেকে তারা খুব কমই বেরিয়ে আসতে পারে। যদি তাদের এব্যাপারে কেউ কিছু বলে, তখন তারা বলে, “আমার বাবা তো ধূমপান করে।”তারা পুরোহিতকে দেখিয়ে দেয় অথবা রবিবার-স্কুলের তত্ত্বাবধায়ককে দেখিয়ে দেয়, এবং বলে, ওনাদের মত মানুষ তো ধূমপান করে; “তিনি যেহেতু ধূমপান করেন তবে আমি ধূমপান করিলে এমন কি ক্ষতি হইবে?” বহু মিতাচার বা স্বাস্থ্য কর্মী তামাক ব্যবহারে আসক্ত। এই ধরনের লোকদের অমিতাচার অবস্থায় থেকে অগ্রগতি সাধন করার কিই বা ক্ষমতা আছে? MHBen 304.2
আমি তাদের কাছে আবেদন জানাচ্ছি যারা ঈশ্বরের বাক্যে বিশ্বাস ও আনুগত্য প্রকাশ করেন: একজন খ্রীষ্টান হিসেবে আপনি এমন অভ্যাস প্রশ্রয় দিতে পারেন যা আপনার বুদ্ধিমত্তাকে নিষ্ক্রীয় করে দিচ্ছে, এবং অনন্তকালীন বাস্তবতা সম্পর্কে সঠিকভাবে মূল্যায়ন ও বিচার শক্তি থেকে আপনাকে বঞ্চিত করছে? আপনি কি প্রতিদিন সেবা করার ক্ষেত্রে ঈশ্বরকে বঞ্চিত করতে পারেন যা তাঁর প্রাপ্য, এবং আপনার অধীনস্থ লোকদের কি বঞ্চিত করতে পারেন, উভয় প্রকার সেবাদানের ক্ষেত্রে আপনি কি সাহায্য সহযোগিতা করে শক্তিশালী উদাহরণ স্থাপন করতে পারেন? MHBen 304.3
আপনি কি আপনার দায়িত্বগুলো ঈশ্বরের প্রতি ধনাধ্যক্ষরূপে বিবেচনা করেছেন, বিশেষ করে আপনার হাতে যে সম্পদগুলো রয়েছে? প্রভুর কত অর্থ আপনি তামাকের জন্য ব্যয় করেছেন? তাহলে গণনা করুন আপনি আপনার জীবনে, এ যাবৎ কত টাকা খরচ করেছেন। যে অর্থ গরীবদের ত্রাণার্থে এবং সুসমাচার প্রচারার্থে আপনাকে দেয়া হয়েছিল তুলনামূলকভাবে তার কত অংশ এই নোংরা অভ্যাস চরিতার্থ করতে অপচয় করা হয়েছে? MHBen 305.1
কোন মানুষেরই তামাক ব্যবহারের প্রয়োজন নেই, কিন্তু অধিকাংশ লোক এই বস্তু ব্যবহার দ্বারা অপচয় অপেক্ষা ক্ষতিগ্রস্ত বেশী হচ্ছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি কি অন্যায়ভাবে প্রভুর জিনিস ব্যবহার করছেন না? তুমি কি ঈশ্বর এবং তোমার অধীনস্থ লোকদের বিরুদ্ধে ডাকাতির দায়ে অভিযুক্ত হচ্ছে না? “তোমরা কি জান যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অনন্ত থাকেন, যাঁহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আর তোমরা নিজের নও; কারণ মূল্য দ্বারা ক্রীত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব কর।”(১করিন্থীয় ৬:১৯, ২০)। MHBen 305.2