স্বাস্থ্য এবং সুখ

122/269

নির্মল বায়ু

ফুসফুস সর্বদা দূষিত বায়ু বের করে দেয়, এবং এগুলোতে সর্বদা বিশুদ্ধ বায়ু সরবরাহ করা প্রয়োজন। দূষিত বায়ু প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে পারে না তাই মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গগুলো MHBen 250.4

সতেজ রক্ত প্রাপ্ত হয় না। এ জন্য প্রয়োজন পরে অবাধ বায়ু চলাচলের উপযুক্ত পথ। বদ্ধ, অপর্যাপ্ত বায়ু চলাচল যুক্ত ঘরে বাস করলে সম্পূর্ণ শরীর অসুস্থ, দুর্বল হয়ে পড়ে। সামান্য ঠান্ডা এবং রোগ জীবাণুর দ্বারা আক্রান্ত হয়ে পড়ে। অবরুদ্ধ ঘরে বাস করার জন্য অনেক মহিলারা দুর্বল ও রক্ত শূন্য হয়ে পড়ে। তারা একই বায়ু বারংবার গ্রহণ করে যতক্ষণ না বিষাক্ত পদার্থগুলো ফুসফুসের ছিদ্রগুলো বন্ধ করে দেয় এবং দূষিত বস্তু রক্তের মধ্যে প্রবেশ করে। MHBen 251.1