স্বাস্থ্য এবং সুখ

99/269

পাপ স্বীকার

যারা তাদের স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য প্রার্থনা চায়, তাদের এটা বুঝিয়ে দিতে হবে যে, ঈশ্বরের ব্যবস্থা লংঘন, সে প্রাকৃতিক হোক বা আত্মিক হোক, সবই পাপ, এবং তাঁর আশীর্বাদ পেতে হলে, পাপ স্বীকার পূর্বক পরিতাগ করতে হবে। MHBen 211.3

শাস্ত্র আমাদের বলে, “অতএব তোমরা একজন অন্যজনের নিকট আপন আপন পাপ স্বীকার কর, ...যেন সুস্থ হইতে পার।” (যাকোব ৫:১৬) যে প্রার্থনার অনুরোধ জানা‪েছ, তার কাছে এইরূপ চিন্তাধারা উপস্থাপন করুন: “আমরা হৃদয় পাঠ করতে পারি না, এবং আপনার জীবনের গোপন বিষয়সমূহ জানি না। এসব কেবল আপনি এবং ঈশ্বর জানেন। আপনি যদি আপনার পাপের জন্য অনুতপ্ত হন, তবে আপনার কর্তব্য উহা স্বীকার করা।”গোপন পাপ খ্রীষ্টের কাছে স্বীকার করতে হবে; যিনি ঈশ্বর এবং মনুষ্যের মধ্যে একমাত্র মধ্যস্থ। কেননা, “আর যদি কেহ পাপ করে, তবে পিতার কাছে আমাদের এক সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রীষ্ট।”(১ যোহন ২:১)।‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 211.4

প্রতিটা পাপ ঈশ্বরের বিরুদ্ধে এক একটা বাধাস্বরূপ, এবং খ্রীষ্টের মাধ্যমে উহা স্বীকার করতে হবে। প্রতিটা প্রকাশ্য পাপ প্রকাশ্যে স্বীকার করতে হবে। সহমানবের প্রতি কৃত অন্যায়, যিনি বিঘ্ন পেয়েছেন তার সঙ্গেই ফয়সালা করতে হবে। যিনি সুস্থতা লাভ বা সু-স্বাস্থ্যের অন্বেষণ করছেন, তিনি খুব মন্দ কথা বলার দোষে দোষী হয়ে থাকেন, যদি তারা গৃহে, প্রতিবেশী অথবা মণ্ডলীর মধ্যে অশান্তির বীজ বপন করে থাকেন, এবং বিদ্রোহ এবং মতবিরোধ সৃষ্টি করেন, যদি কোন অন্যায় অভ্যাস বা আচরণ দ্বারা অন্যকে পাপের পথে পরিচালিত করেছে, এই সব ঈশ্বরের সম্মুখে এবং যারা বিঘ্ন পেয়েছে তাদের সম্মুখে স্বীকার করতে হবে। “যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন, এবং আমাদিগকে সমস্ত অধার্ম্মিকতা হইতে শুচি করিবেন।”(১ যোহন ১:৯)। MHBen 212.1

যখন ভুল বা অন্যায় সংশোধন করা হয় তখন আমরা পীড়িত ব্যক্তির অভাবসমূহ; নীরব বিশ্বাসে তাঁর আত্মার নির্দেশমত প্রভুর কাছে তুলে ধরি, তিনি প্রত্যেক ব্যক্তিকে নাম ধরে জানেন; এবং প্রত্যেকের জন্য চিন্তাকরেন যেন পৃথিবীতে এমন আর কেউ না থাকে যার জন্য তিনি তাঁর প্রিয় পুত্রকে পাঠান নি। যেহেতু ঈশ্বরের প্রেম এত মহৎ এবং এত অব্যর্থ এবং চিরস্থায়ী, পীড়িত ব্যক্তি তাঁতে নির্ভর করে উৎসাহিত ও আনন্দিত হবে। তাদের নিজেদের বিষয় উদ্বিগ্ন হওন, দুর্বলতা এবং ব্যাধি পীড়া আনয়ন করে। যদি কেহ ঐ সকল চাপ এবং হতাশার ঊর্ধ্বে উঠে তাদের নিরাময় লাভের সম্ভাবনা খুবই ভাল; কেননা ” দেখ, সদাপ্রভুর দৃষ্টি তাহাদের উপরে, যাহারা তাঁহার দয়ার প্রতীক্ষা করে।” (গীত ৩৩:১৮)। MHBen 212.2