স্বাস্থ্য এবং সুখ
সূর্যকিরণ, বায়ু চলাচল, এবং মিতাচার
রোগীর সুস্থতা লাভের জন্য অনুকুল পরিস্থিতির ব্যবস্থা করতে হলে, কক্ষটা বড় হতে হবে, কক্ষে আলো থাকবে, একটা আনন্দময় পরিবেশ বিরাজ করবে, অবাধে বাতাস চলাচলের ব্যবস্থা থাকবে। ঘরের মধ্যে এরূপ পরিবেশেই রোগীর কক্ষ বেছে নিতে হবে। অনেক গৃহে উপযুক্ত বাতাস চলাচলের ব্যবস্থা নেই, এবং তা পাওয়াও দুস্তর; কিন্তু রোগীদের কক্ষের সম্ভাব্য ব্যবস্থা করা প্রয়োজন যেন দিনরাত বিশুদ্ধ বায়ু চলাচল করতে পারে। যতদূর সম্ভব, রোগীর কক্ষে সঠিক তাপ মাত্রার ব্যবস্থা রাখতে হবে। মাঝে মাঝে থার্মোমিটার দ্বারা রোগীর তাপমাত্রা পরীক্ষা করে দেখতে হবে। যারা রোগীর সেবা যত্ন করেন, দেখা যায়, প্রায়ই তাদের ঘুম নষ্ট করে রোগীর পার্শ্বে সময় কাটাতে হয়, তাদের ঠান্ডা লেগে যায়, তাই তারা স্বাস্থ্যকর তাপমাত্রা নির্দ্ধারণে ভাল বিচারক নন। MHBen 204.2