স্বাস্থ্য এবং সুখ
চরিত্রের একটি পরীক্ষা
“কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে।”খ্রীষ্ট বলেছিলেন, “তোমরা যখন ইছা কর, তাহাদের উপকার করিতে পার।”(মার্ক ১৪:৭)। ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, এবং সংসার হতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম।” (যাকোব ১:২৭)। MHBen 188.2
তাদের মধ্যে অসহায় এবং দরিদ্রদের রাখা, তাদের ওপরে নির্ভরশীল হওয়ায়, খ্রীষ্ট তাঁর নামধারি অনুসারিদের পরীক্ষা করেন। তাঁর অভাবগ্রস্ত সন্তান-সন্ততিদের জন্য প্রেম এবং সেবা দ্বারা আমরা তাঁর জন্য আমাদের নিষ্কপট প্রেমই প্রমাণ করি। তাদের তুছ করার অর্থ আমাদেরকে ভাক্ত শিষ্য, খ্রীষ্ট এবং তাঁর প্রেমের প্রতি অপরিচিত বলে ঘোষণা করি। MHBen 188.3