স্বাস্থ্য এবং সুখ

87/269

চরিত্রের একটি পরীক্ষা

“কেননা দরিদ্রেরা তোমাদের কাছে সর্বদাই আছে।”খ্রীষ্ট বলেছিলেন, “তোমরা যখন ই‪ছা কর, তাহাদের উপকার করিতে পার।”(মার্ক ১৪:৭)। ক্লেশাপন্ন পিতৃমাতৃহীনদের ও বিধবাদের তত্ত্বাবধান করা, এবং সংসার হতে আপনাকে নিষ্কলঙ্করূপে রক্ষা করাই পিতা ঈশ্বরের কাছে শুচি ও বিমল ধর্ম।” (যাকোব ১:২৭)। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 188.2

তাদের মধ্যে অসহায় এবং দরিদ্রদের রাখা, তাদের ওপরে নির্ভরশীল হওয়ায়, খ্রীষ্ট তাঁর নামধারি অনুসারিদের পরীক্ষা করেন। তাঁর অভাবগ্রস্ত সন্তান-সন্ততিদের জন্য প্রেম এবং সেবা দ্বারা আমরা তাঁর জন্য আমাদের নিষ্কপট প্রেমই প্রমাণ করি। তাদের তু‪ছ করার অর্থ আমাদেরকে ভাক্ত শিষ্য, খ্রীষ্ট এবং তাঁর প্রেমের প্রতি অপরিচিত বলে ঘোষণা করি। ‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬‬ MHBen 188.3