খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

2/61

ভূমিকা

মিসেস ঈলেন জি. হোয়াইটের উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে Christ’s Object Lessons (COL) অন্যতম। উক্ত শিরোনামে ১৯২৩ সালে প্রমবারের মত এ-বইটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকাশিত হয়। বাংলাদেশ ইউনিয়ন মিশনের প্রকাশনা পরিচর্যা বিভাগ ২০১৪ সালে সিদ্ধান্ত নেয় এ-বইটি বাংলায় অনুবাদ করার জন্য; এবং পরবর্তি বছর, অর্থাৎ ২০১৫ সালে অনুবাদের কাজ শেষ হয়। সম্পাদক ম-লী এ-বইটির বাংলায় নামকরণ করেছেন “খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা” যেহেতু লেখিকা সবকয়টি অধ্যায়ে যীশু খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষামালার ওপর ভিত্তি করে, বিস্তারিতভাবে আলোকপাত ও ব্যাখ্যা করেছেন, যা বাইবেলের চারটি সুসমাচার পুস্তকে লিপিবদ্ধ আছে। COLBen 5.1

বইটির বাংলা সংস্করণের ছাপার সব খরচাদির জন্য অনুদান দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একজন দাতা, এল্ডার কিয়ং শিন চো (Kyeong Shin Cho). এ-বছর থেকে শুরু করে তিনি আগামী কয়েক বছরে মিসেস হোয়াইটের আরও অনেকগুলো বই বাংলায় অনুবাদ ও ছাপার জন্য অর্থ যোগান দিবেন বলে অঙ্গিকার করেছেন। বাংলাদেশ ইউনিয়ন ও বাংলাদেশ অ্যাডভেন্টিস্ট সমাজের পক্ষ থেকে আমি তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। COLBen 5.2

বইটি বাংলায় অনুবাদ করেছেন মি. যোয়াস নিটোল বাড়ৈ। তিনি যথা সময়ে অনুবাদের কাজটি শেষ করতে সক্ষম হয়েছেন। তার জন্য আমি তাকে অভিনন্দন জানাই ও ধন্যবাদ জ্ঞাপন করি। এছাড়াও এ-বই তৈরীর পিছনে অনেক লোকের শ্রম দিতে হয়েছে, তাদের নাম বলা বাহুল্য। এ-কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত ছিলেন, এবং কঠোর শ্রম দিয়েছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সম্মানিত পাঠক, এ-বইটি পড়ে আপনি উপকৃত হবেন এবং আপনার জ্ঞান-ভাণ্ডার সমৃদ্ধিশালী করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। COLBen 5.3

ধন্যবাদান্তে,
বেনজামিন রাকসাম, পাব্লিশিং ডিরেক্টর
বাংলাদেশ ইউয়িন মিশন, ঢাকা
২৬ সেপ্টেম্বর ২০১৬