খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

54/61

ব্যবহারের দ্বারা তালন্ত বৃদ্ধি পায়

তালন্ত ব্যবহার করলে তা বৃদ্ধি পাবে। সফলতা সুযোগের কিংবা ভাগ্যের ফল নয়। এটি ঈশ্বরের নিজের তত্ত্বাবধানের কাজের অতিরিক্ত কাজ। এটি বিশ্বাসের এবং বিচক্ষণতার, নৈতিক উৎকর্ষতার এবং অটল ভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রচেষ্টার পুরস্কার। ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকটি দান যথাযথ ভাবে ব্যবহার করি এবং যদি আমরা তা করি তাহলে আরও বড় দান আমরা লাভ করতে পারব তা ব্যবহার করার জন্য। আমাদের যে সব যোগ্যতার অভাব আছে ঈশ্বর অলৌকিক ভাবে আমাদের তা দিয়ে ভূষিত করেন না। কিন্তু তখনই তা দেন যখন আমরা তা ব্যবহার করি। তিনি আমাদের প্রতিটি গুণকে বৃদ্ধি এবং শক্তিশালী করার জন্য আমাদের সঙ্গে কাজ করেন। সমস্ত মন প্রাণ দিয়ে, আন্তরিক ভাবে ত্যাগ স্বীকার করে প্রভুর জন্য কাজ করলে আমাদের ক্ষমতা আরো বৃদ্ধি পাবে। পবিত্র আত্মার কাজের জন্য যখন আমরা নিজেদের সাহায্যকারী হিসেবে সমর্পণ করি তখন পুরাতন স্বভাবের প্রতি ঝোঁককে অস্বীকার করতে, শক্তিশালী মন্দ আসক্তির উপর বিজয় লাভ করতে এবং নতুন স্বভাব গঠন করতে ঈশ্বরের অনুগ্রহ আমাদের মধ্যে কাজ করে। যেভাবে আমরা পবিত্র আত্মার কাজ দ্রুত সম্পাদন করার জন্য বাধ্য এবং তৎপর হব সে ভাবে আমাদের হৃদয় বড় হয়ে যাবে, ক্রমাগত ভাবে আরো ঈশ্বরের শক্তি লাভ করার জন্য এবং আরো বেশি ও উত্তম কাজ করার জন্য। সুপ্ত কর্মশক্তিগুলো জেগে উঠবে এবং অকার্যকর হয়ে থাকা যোগ্যতা আর গুণগুলো প্রাণ ফিরে পাবে। COLBen 338.1

নম্র কার্যকারী যে বাধ্যগত হয়ে ঈশ্বরের ডাকে সাড়া দেয়, সে নিশ্চিত ভাবে ঈশ্বরের সাহায্য লাভ করবে। এই রকম মহৎ এবং পবিত্র আশীর্বাদ গ্রহণ করার জন্য তার দায়িত্ব হল চরিত্রকে উন্নত করা। এটি অতি উচ্চ মানসিক ও আত্মিক শক্তির মধ্য দিয়ে কাজ করার জন্য আহ্বান করে এবং মন ও হৃদয়কে শক্তিশালী এবং শুদ্ধ করে। COLBen 338.2

বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের ক্ষমতায় একজন দুর্বল মানুষ কত শক্তিশালী মানুষের পরিণত হতে পারে, ঈশ্বরের পক্ষে কাজের জন্য কীভাবে তার সিদ্ধান্ত নিতে পারে তার সমস্ত প্রচেষ্টা কীভাবে ফলপ্রসূ হয় এটি খুব আশ্চর্যের বিষয়। অত্যন্ত নম্র ভাবে যে তার ছোট জ্ঞান দিয়ে আরম্ভ করে এবং যে যা জানে তা অকপটে বলে, সে যখন একান্ত ভাবে আরো জ্ঞান লাভ করার জন্য সচেষ্ট হয়, তখন সে দেখতে পাবে স্বর্গীয় সমস্ত সম্পদ তার চাহিদা মেটাবার জন্য প্রস্তুত হয়ে আছে। যখন সে আরও আলো দিতে চাইবে সে আরও আলো গ্রহণ করবে। ভালবাসা দিয়ে অন্যদের কাছে ঈশ্বরের বাক্য ব্যাখ্যা করার আর একবার চেষ্টার ফল হল সে ঈশ্বরের কাছ থেকে তাদের কাছে আরও সাবলীল এবং স্পষ্ট ভাবে ব্যাখ্যা করার জন্য আশীর্বাদ লাভ করবে। আমরা যদি আমাদের জ্ঞানকে আরও ব্যবহার করি এবং আমাদের ক্ষমতাকে আরও অনুশীলন করি তাহলে আমরা আরো অনেক বেশি জ্ঞান এবং শক্তি লাভ করব। COLBen 338.3

খ্রীষ্টের জন্য আমাদের কাজের প্রতিটি উদ্যোগ, আমাদের কাছে আশীর্বাদ বয়ে আনবে। যদি আমরা আমাদের সম্পদ তাঁর গৌরবের জন্য ব্যবহার করি তাহলে তিনি আমাদের আরও সম্পদ দান করবেন। যেভাবে আমরা খ্রীষ্টের পক্ষে আত্মা জয় করার জন্য চেষ্টা করব, অন্যদের বোঝা আমাদের প্রার্থনায় বহন করব, সে ভাবে ঈশ্বরের অনুগ্রহের উজ্জীবিত প্রভাব দিয়ে আমাদের হৃদয় স্পন্দিত করা হবে। আমাদের ভালবাসা স্বর্গীয় প্রভাবে আরও উজ্জ্বল হয়ে উঠবে। আমাদের সমগ্র খ্রীষ্টিয় জীবন আরও খাঁটি, আরও আন্তরিক, আরও প্রার্থনাশীল হবে। COLBen 339.1

ঈশ্বরকে জানার জন্য হৃদয়ের ধারণ ক্ষমতা অনুযায়ী স্বর্গে মানুষের মূল্য নির্ধারিত হয়। এই জ্ঞান হল ঝর্ণা, যেখান থেকে সমস্ত শক্তি প্রবাহিত হয়। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন যেন প্রত্যেকটি গুণ ও যোগ্যতা স্বর্গীয় গুণ ও যোগ্যতা অনুযায়ী হয় এবং তিনি চান যেন চিরকাল মানুষের চিন্তা ঈশ্বরের চিন্তার মধ্যে যুক্ত থাকে। তিনি চান যেন খ্রীষ্টের সঙ্গে যুক্ত থেকে তাঁর অনুগ্রহের কথা সমগ্র জগতের কাছে প্রকাশ করার সুযোগ গ্রহণ করি, যাতে আমরা স্বর্গীয় বিষয়ের বর্ধিত জ্ঞান গ্রহণ করতে পারি। COLBen 339.2

খ্রীষ্টের দিকে তাকিয়ে আমরা ঈশ্বরের আরো পরিষ্কার এবং স্পষ্ট অভিপ্রায় জানতে পারব। আর এই ভাবে তাকানোর ফলে আমরা পরিবর্তিত হব। আমাদের প্রতিবেশীকে ভালবাসার জন্য ঈশ্বরের দয়া এবং ভালবাসা আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে অবস্থান করবে। আমরা সেই চরিত্রকে উন্নত করতে পারব যা স্বগীয় চরিত্রের প্রতিরূপ। তাঁর সাদৃশ্যে বৃদ্ধি লাভ করার ফলে ঈশ্বর সম্পর্কে আমাদের জ্ঞানের ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারব। ক্রমাগতভাবে আমরা স্বর্গীয় জগতের সঙ্গে একই সহভাগিতায় প্রবেশ করতে পারব। আর আমরা অব্যাহত ভাবে জ্ঞানের সম্পদ এবং অসীম প্রজ্ঞা লাভ করার জন্য ক্ষমতা বৃদ্ধি করতে পারব। COLBen 339.3