খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা

52/61

অর্থ

ঈশ্বর মানুষকে সম্পদ দান করেছেন। তিনি তাদের শক্তি দিয়েছেন যেন তারা অর্থ লাভ করতে পারে। তিনি আকাশের কুয়াশা দিয়ে এবং সতেজকারী বৃষ্টির পানি দিয়ে পৃথিবীকে সিক্ত করেছেন। তিনি সূর্য কিরণ দিয়েছেন, যা পৃথিবীকে উষ্ণ রাখে, প্রকৃতির সব কিছু এবং জীবনকে জাগরিত করে এবং সূর্য কিরণের ফলে গাছে ফুল ফোটে এবং ফল দান করে। আর তাঁর যা কিছু আছে তা তিনি ফেরত পেতে চান। COLBen 334.1

আমাদের অর্থ এই জন্য দেয়া হয় নি যে এর দ্বারা আমরা নিজেদের সম্মানিত করব কিংবা নিজেদের গৌরবান্বিত করব। একজন বিশস্ত ধনাধ্যক্ষের মত আমরা এই সব টাকা পয়সা ঈশ্বরের গৌরবের জন্য ও সম্মানের জন্য ব্যবহার করব। অনেকে মনে করে তাদের সম্পদের মাত্র একটি অংশ ঈশ্বরের। যখন তারা ধর্মীয় এবং সেবা মূলক কাজের জন্য একটি অংশ আলাদা করে রাখে তখন অবশিষ্ট অংশ সম্পর্কে তারা মনে করে যে, এটা তাদের সম্পূর্ণ নিজের। আর তাই যখন যেখানে প্রয়োজন হয় তারা তা ব্যবহার করতে পারবে। কিন্তু এই বিষয়ে তারা ভুল করে। যা কিছু আমাদের আছে তার সবই আমাদের প্রভুর। এই টাকা পয়সা ব্যবহার করার বিষয়ে ঈশ্বরের কাছে আমাদের হিসেব দিতে হবে। এই হিসেব দিতে আমরা বাধ্য। এক একটি টাকা ব্যবহার করার সময় দেখতে হবে যে, আদৌ’আমরা ঈশ্বরকে সর্বোচ্চ ভালবাসি কি না এবং প্রতিবেশীকে নিজের মত ভালবাসি কি না। COLBen 335.1

টাকার মহা মূল্য রয়েছে। কারণ এই টাকা দিয়ে অনেক মহৎ এবং মঙ্গলজনক কাজ করা যায়। ঈশ্বরের সন্তানদের হাতে যে টাকা পয়সা দেয়া হয়েছে তা অনাহারীদের মুখে খাবার তুলে দেবার জন্য, পিপাসিতদের পানীয় দিয়ে তৃপ্ত করার জন্য, এবং যারা বস্ত্রহীন তাদের বস্ত্র পরিধান করাবার জন্য। এটি দুর্দশার সময় রক্ষাকারী হিসেবে কাজ করে এবং অসুস্থতার সময় সাহায্য করার জন্য ব্যবহার করা যায়। কিন্তু বালি কিংবা ধুলার চেয়ে টাকার মূল্য বেশি নয়। এটি আমাদের হাতে দেয়া হয়েছে কেবল আমাদের জীবনের জন্য যা প্রয়োজন তার ব্যয়ভার মেটানোর জন্য, অন্যদের উপকার করার জন্য, এবং খ্রীষ্টের পক্ষেকাজের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য। COLBen 335.2

গোপনে জমা করা সম্পদ কেবল অপ্রয়োজনীয়, তাই শুধু নয়, এটি একটি অভিশাপ। এই জীবনে এটি প্রাণের জন্য একটি ফাঁদ স্বরূপ। যা স্বর্গের সম্পদের প্রতি আসক্তি থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। ঈশ্বরের মহাদিনে এটি অকেজো তালন্ত হিসেবে সাক্ষ্য দেবে এবং এই টাকা পয়সা দিয়ে ভাল কাজ করার সুযোগ অবহেলা করার জন্য এর অধিকারীকে দোষী সাব্যস্ত করা হবে। পবিত্র বাইবেলে বলা হয়েছে, “এখন দেখ, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে, সেই সকলের জন্য রোদন ও হাহাকার কর। তোমাদের ধন পচিয়া গিয়াছে, ও তোমাদের বস্ত্র সকল কীট-ভক্ষিত হইয়াছে; তোমাদের স্বর্ণ ও রৌপ্য কলঙ্কিত হইয়াছে; আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে, এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন-সঞ্চয় করিয়াছ। দেখ, যে মজুরেরা তোমাদের ক্ষেত্রের শস্য কাটিয়াছে, তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে, তাহারা চিৎকার করিতেছে, এবং সেই শস্যচ্ছেদকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে।” যাকোব ৫:১-৪। COLBen 335.3

খ্রীষ্ট সম্পদের অপব্যবহার কিংবা চিন্তাহীন ব্যয় করাকে অনুমোদন দেন নি। তিনি মিতব্যয়ী হওয়ার জন্য শিক্ষা দিয়েছেন, যা তাঁর সকল অনুসারীদের জন্য প্রযোজ্য। “অবশিষ্ট গুঁড়াগাঁড়া সকল সংগ্রহ কর যেন কিছুই নষ্ট না হয়।” যোহন ৬:১২। যে উপলব্ধি করতে পেরেছে যে, তার যে টাকা পয়সা রয়েছে তা ঈশ্বরের কাছ থেকে পাওয়া তালন্ত, তাকে তা মিতব্যয়িতার সঙ্গে ব্যয় করতে হবে এবং তাকে যা দেয়া হয়েছে তা রক্ষা করা তার দায়িত্ব। COLBen 336.1

অনেক সম্পদ আমরা আড়ম্বরের সঙ্গে প্রদর্শন করে ব্যয় করি এবং সংযমহীন ইন্দ্রিয় পরিতৃপ্তির জন্য ব্যয় করি। খুব সামান্য টাকা দিয়ে আমরা অনাহারীদের আহার দিয়ে থাকি এবং বস্ত্রহীনদের বস্ত্র প্রদান করে থাকি। একটি টাকা অনাবশ্যক ভাবে ব্যয় করার জন্য একজন অমিতব্যয়ী লোক উত্তম কাজ করার মহা মূল্যবান সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করে। এটি ঈশ্বরের সম্মান ও মহিমাকে হরণ করা স্বরূপ, যা তাঁর দেয়া তালন্তের উন্নতি সাধন করার মধ্য দিয়ে আবার তাঁর কাছে ফিরে যেতে পারত। COLBen 336.2