খ্রীষ্টের দৃষ্টান্তমূলক শিক্ষা
তালন্ত
মথি ২৫:১৩-৩০ পদের উপর ভিত্তি করে রচিত
খ্রীষ্ট ক্সজতুন পর্বতের উপরে তাঁর শিষ্যদের কাছে এই জগতে তাঁর দ্বিতীয় আগমন সম্পর্কে কথা বলেছিলেন। তাঁর আগমনের সময়ে কী ঘটবে তা তিনি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন এবং তিনি তাঁর শিষ্যদের আদেশ দিয়েছেন যেন তারা জেগে থাকে এবং প্রস্তুত থাকে। তিনি আবার এই সতর্কবাণী উল্লেখ করলেন, “অতএব জাগিয়া থাক, কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জাননা।” তারপর তিনি দেখালেন তাঁর আগমনের জন্য জেগে থাকার অর্থ কী। যে সময় ব্যয় হবে তা অলস ভাবে বসে নষ্ট করা যাবে না, কিন্তু কঠোর ভাবে পরিশ্রম করে তাঁর আগমনের জন্য অপেক্ষা করতে হবে। এই অংশে তিনি তালন্তের দৃষ্টান্ত নিয়ে শিক্ষা দিয়েছেন। COLBen 305.1
তিনি বললেন “স্বর্গরাজ্য,” “যেন কোন ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে পাঁচ তালন্ত, অন্য জনকে দুই তালন্ত এবং আর একজনকে এক তালন্ত, যাহার যেরূপ শক্তি, তাহাকে তদনুসারে, পরে বিদেশে চলিয়া গেলেন।” COLBen 305.2
যে লোকটি ভ্রমণের জন্য দূর দেশে চলে গিয়েছিলেন তিনি খ্রীষ্টকে উপস্থাপন করেছেন। যখন এই পৃথিবী থেকে চলে যাবার সময় সন্নিকট হয়েছিল তখন তিনি শিষ্যদের কাছে এই দৃষ্টান্তটি বলেছিলেন। COLBen 305.3
দৃষ্টান্তে বর্ণিত ক্রীতদাস হল খ্রীষ্টের অনুসারীরা। আমরা আমাদের নিজেদের নই। আমরা “মূল্য দ্বারা ক্রীত” হয়েছি (১ করিন্থীয় ৬:২০), “ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা নয় . . . কিন্তু খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা” (১ পিতর ১:১৮, ১৯), “যেন যাহারা জীবিত আছে তাহারা আর নিজের উদ্দেশে নয়, কিন্তু তাঁহারই উদ্দেশে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন” (২ করিন্থীয় ৫:১৫)। COLBen 305.4
সমস্ত মানুষকে অসীম মূল্য দ্বারা ক্রয় করা হয়েছে। এই পৃথিবীতে স্বর্গের সমস্ত সম্পদ ঢেলে দেয়ার দ্বারা, খ্রীষ্টের মধ্য দিয়ে স্বর্গের সব কিছুর দ্বারা, ঈশ্বর সমস্ত মানুষের ইচ্ছা, আবেগ, অনুভূতি, মন, প্রাণ, আত্মা ক্রয় করেছেন। বিশ্বাসী হোক বা অবিশ্বাসী হোক, সকল মানুষ ঈশ্বরের সম্পত্তি। প্রত্যেককে তাঁর সেবা করার জন্য এবং ঈশ্বর যে আদেশ করেছেন তা যথাযথভাবে পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে। যে দায়িত্ব মানুষের উপরে অর্পণ করা হয়েছে তার সমস্ত হিসেবে মহা বিচারের দিনে দিতে হবে। COLBen 306.1
কিন্তু সকলেই ঈশ্বরের দাবি মেনে নেয় নি। এটি তারাই গ্রহণ করে যারা খ্রীষ্টের পক্ষে কাজ করার জন্য ঘোষণা দেয়, দৃষ্টান্তে যাদেরকে তাঁর নিজের দাস বলে উপস্থাপন করা হয়েছে। COLBen 306.2
খ্রীষ্টের অনুসারীদের পরিচর্যার জন্য মূল্য দ্বারা ক্রয় করা হয়েছে। খ্রীষ্ট শিক্ষা দিয়েছেন যে, জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে পরিচর্যা করতে হবে। খ্রীষ্ট স্বয়ং একজন পরিচর্যাকারী ছিলেন এবং তিনি তাঁর সকল অনুসারীদের পরিচর্যা বা সেবার নিয়ম প্রদান করেছেন। খ্রীষ্ট জগতের কাছে জীবন সম্পর্কে ধারণা দিয়েছেন যা তাদের নিজস্ব ধারণার চেয়ে অনেক উঁচু। অন্যদের সেবা করার দ্বারা মানুষ খ্রীষ্টের সঙ্গে যুক্ত হয়। পরিচর্যার নিয়ম একটি সংযোগের শিকলে পরিণত হয় যা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে এবং সহমানবদের সঙ্গে যুক্ত করে। COLBen 306.3
খ্রীষ্ট তাঁর দাসদের “তাঁর সম্পদের” কিছুটা অর্পণ করেছেন যেন তা তাঁর জন্য ব্যবহার করা হয়। তিনি প্রত্যেক মানুষকে তার কাজ দিয়েছেন। স্বর্গের চিরন্তন পরিকল্পনায় প্রত্যেকের জন্য তার স্থান রয়েছে। প্রত্যেকে খ্রীষ্টের সঙ্গে সহযোগিতা করে মানুষের পরিত্রাণের জন্য কাজ করবে। এই পৃথিবীতে যে বিশেষ স্থানে ঈশ্বরের পক্ষে কাজ করার জন্য তিনি আমাদের মনোনীত করেছেন, যদি আমরা বিশ্বস্ত ভাবে সেই কাজ সম্পন্ন করি তাহলে স্বর্গে যে স্থান আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে আমরা নিশ্চিতভাবে সেখানে বাস করতে পারব। COLBen 306.4